Neymar's Ankle Injury : ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, চোটের জেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেন নেইমার
Brazil Team Update : সার্বিয়া ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছেন নেইমার। কড়া ট্যাকেলের জেরে তাঁর ডান পায়ের গোড়ালি বেশ ফুলে রয়েছে।
দোহা : আশঙ্কাই সত্যি হল। বড় ধাক্কা খেল ব্রাজিল শিবির। গোড়ালির চোটের জেরে গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার। সেলেকাওদের টিম ডক্টর জানিয়েছেন, গোড়ালির চোটের জেরে স্যুইৎজারল্যান্ড ও ক্যামারুনের বিরুদ্ধে ব্রাজিল (Brazil vs Switzerland) গ্রুপপর্বের পরের দুটি ম্যাচে পাওয়া যাবে না নেইমারকে।
সার্বিয়া ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছেন নেইমার (Neymar)। কড়া ট্যাকেলের জেরে তাঁর ডান পায়ের গোড়ালি বেশ ফুলে রয়েছে। সার্বিয়া ম্যাচে মাঠ থেকে উঠে গিয়ে নেইমার যে যন্ত্রণায় রয়েছেন, সেটা বেশ বোঝা যাচ্ছিল। যা দেখে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছিলেন ব্রাজিল-ভক্তরা।
বিশ্বকাপের মঞ্চে নেইমারের আঘাতের খতিয়ান বেশ চিন্তাজনক। ২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালে চোট পেয়ে বিশ্বকাপই শেষ হয়ে গিয়েছিল তাঁর। যার পরই সেমিফাইনালের মঞ্চে ঘরের মাঠে জার্মানির বিরুদ্ধে সেই ১-৭ গোলের লজ্জাজনক হারের মুখে পড়তে হয়েছিল ব্রাজিলকে।
আগামী সোমবার (২৮ নভেম্বর) স্যুইৎজারল্যান্ড ও আগামী শনিবার (৩ ডিসেম্বর) ক্যামারুনের বিরুদ্ধে গ্রুপপর্বের পরের দুটি ম্যাচে খেলতে নামবে ব্রাজিল। প্রথম ম্যাচে রিচার্লিসনের জোড়া গোলের সুবাদে ২-০ গোলে সার্বিয়াকে হারিয়েছে সেলেকাওরা। যদিও সার্বিয়া ম্যাচে সেভাবে প্রতিপক্ষকে চিন্তায় ফেলতে পারেননি নেইমার। বরং অন্যভাবে বলা ভাল, নেইমারকে ছাড়াও ব্রাজিল দুরন্ত ফুটবলের নমুনা মেলে ধরেছিল। তবে নেইমার চোটের জেরে আগামী দুটো ম্যাচে না থাকাটা অবশ্যই চিন্তা বাড়াবে ব্রাজিল শিবিরে।
View this post on Instagram