Indian Football: ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন, রবিবার ক্যাম্পেও অংশ নিতে চলেছেন অজি ফরোয়ার্ড উইলিয়ামস
Ryan Williams: অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন এই অজি ফরোয়ার্ড। আগামী রবিবার বেঙ্গালুরুতে ক্যাম্পেও অংশ নেবেন রায়ান।

নয়াদিল্লি: অস্ট্রেলিয়া থেকে ভারতেই কি পাকাপাকিভাবে থাকতে চলেছেন অস্ট্রেলিয় ফরোয়ার্ড রায়ান উইলিয়ামস। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন এই অজি ফরোয়ার্ড। আগামী রবিবার বেঙ্গালুরুতে ক্যাম্পেও অংশ নেবেন রায়ান। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে এই কথা জানানো হয়েছে।
পারথে জন্ম হওয়া ৩২ বছরের এই ফরোয়ার্ড ডিফেন্ডার জে গুপ্তার সঙ্গে ভারতীয় দলের ক্যাম্পে অংশ নিতে চলেছেন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ''ফরোয়ার্ড রিয়ান উইলিয়ামস ও ডিফেন্ডার জে গুপ্তা সিনিয়র ভারতীয় দলের ক্যাম্পে রবিবার অংশ নিতে চলেছেন।''
এর আগে বেঙ্গালুরু এফসির সোশ্য়াল মিডিয়া পোস্টে জানানো হয়েছিল যে রায়ান উইলিয়ামস অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগ করেছেন। দেশের নাগরিকত্ব অর্জন করেছেন। সব ঠিকঠাক থাকলে আগামী ১৮ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে ঢাকায় এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে খেলতে দেখা যেতে পারে রায়ানকে। উইলিয়ামসের ভারতীয় নাগরিকত্ব অর্জন পর্ব সুনীল ছেত্রীর সামনেই বেঙ্গালুরু এফসির ক্যাম্পে হয়েছিল। আইএসএলে সুনীল ছেত্রীর সঙ্গেই বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন রায়ান।
উল্লেখ্য, ভারতীয় ফুটবল দল সিঙ্গাপুরের বিরুদ্ধে হেরে ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপে খেলার সুযোগ হারিয়েছে। তারপর থেকে নতুন করে দল সাজানোর পরিকল্পনা করছেন কোচ খালিদ জামিল।
সূর্যকুমারকে সাংবাদিক বৈঠকে এশিয়া কাপের ট্রফি না পাওয়ার প্রসঙ্গ টেনে এনেই প্রশ্ন করা হয়, 'অবশেষে ট্রফি পেলেন, ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ পেলেন'। জবাবে ভারতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ককে বলতে শোনা যায়, 'বেশ ভাল লাগছে। ওরা ট্রফিটা দেওয়ার পর সদ্যই স্পর্শ করলাম।' এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে এর আগে বহুবার ভারতীয় বংশোদ্ভূত বিদেশি ফুটবলারদের খুঁজে বের করার কথা বলেছেন, আর এবারই প্রথম সেই পরিকল্পনা বাস্তবে রূপ নিচ্ছে।
এশিয়া কাপ ট্রফি নিয়ে কী বলছেন সূর্যকুমার?
সূর্যকুমারকে সাংবাদিক বৈঠকে এশিয়া কাপের ট্রফি না পাওয়ার প্রসঙ্গ টেনে এনেই প্রশ্ন করা হয়, 'অবশেষে ট্রফি পেলেন, ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ পেলেন'। জবাবে ভারতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ককে বলতে শোনা যায়, 'বেশ ভাল লাগছে। ওরা ট্রফিটা দেওয়ার পর সদ্যই স্পর্শ করলাম।' এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে এর আগে বহুবার ভারতীয় বংশোদ্ভূত বিদেশি ফুটবলারদের খুঁজে বের করার কথা বলেছেন, আর এবারই প্রথম সেই পরিকল্পনা বাস্তবে রূপ নিচ্ছে। এরপরেই সূর্যকুমারকে বলতে শোনা যায় তাঁরা এশিয়া কাপ ট্রফি না পেলেও, ভারতীয় দল কিন্তু সদ্যই একটি ট্রফি জিতেছে। সূর্য বলেন, 'তবে মাত্র সপ্তাহখানেক আগেই ভারতের ঘরে তো আরেকটা ট্রফি ঢুকল। ভারতীয় মহিলা দল তো বিশ্বকাপ জিতল। সেই ট্রফিটাও তো ঘরে এসেছে। তাই বেশ ভাল লাগছে।'






















