(Source: ECI/ABP News/ABP Majha)
Intercontinental Cup: ইন্টারকন্টিনেন্টাল কাপে মরিশাসকে হারাতে ব্যর্থ ভারত, ড্র দিয়ে শুরু মার্কেজ-জমানা
India vs Mauritius: ফিফা ব়্যাঙ্কিংয়ে ১৭৯ স্থানে থাকা মরিশাস দলকেও হারাতে ব্যর্থ ব্লু টাইগার্সরা।
হায়দরাবাদ: ঘরের মাঠে ইন্টারকন্টিনেন্টাল কাপে (Intercontinental Cup) মরিশাসের বিরুদ্ধে (India vs Mauritius) মাঠে নেমেছিল ভারতীয় ফুটবল দল। সকল ভারতীয় ফুটবলপ্রেমীরা এই ম্যাচের দিকে বিশেষভাবে নজর রেখেছিলেন। কারণ একটাই এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে ভারতীয় ফুটবলে মানোলো মার্কেজ জমানা। তবে প্রথম ম্যাচে জয় অধরাই রয়ে গেল।
ফিফা ব়্যাঙ্কিংয়ে ১৭৯ স্থানে থাকা দলকেও হারাতে ব্যর্থ ব্লু টাইগার্সরা। মরিশাসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল টুর্নামেন্টের গত বারের চ্যাম্পিয়নরা। ত্রিদেশীয় টুর্নামেন্টের আগে মাত্র দিন দু'য়েকের অনুশীলন করার সময় পেয়েছিল ভারত। তবে মরিশাসের বিরুদ্ধে আশা ছিল জয়েরই। কিন্তু তা আর হল কই। ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ভারত। ১০টি গোলমুখী শটও নেন ব্লু টাইগার্সরা। তবে তার মধ্যে মাত্র একটি তেকাঠির মধ্যে রাখতে সক্ষম হন লিস্টন, জিকসনরা।
The spoils are shared between both sides! 🤝🏼#INDMRI #IntercontinentalCup24 #IndianFootball⚽️ pic.twitter.com/YGQbwfyFAM
— Indian Football Team (@IndianFootball) September 3, 2024
এ দিন বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে রিজার্ভ বেঞ্চে রেখেই প্রথম এগারো মাঠে নামান মার্কেজ। গোলকিপার গুরপ্রীত সিংহ সান্ধু, ডিফেন্ডার শুভাশিস বসু, আনোয়ার আলি, নিখিল পূজারি, মাঝমাঠের নন্দকুমার, সহাল আব্দুল সামাদদের ছাড়াই দল নামান তিনি। আক্রমণে মনবীর সিংহ, তাঁর পিছনে ও দুই উইংয়ে লালিয়ানজুয়ালা ছাঙতে, অনিরুদ্ধ থাপা, আশিস রাই, লিস্টন কোলাসোদের ওপর বেশি ভরসা করেন।
এ বছর জুনে কাতারের বিরুদ্ধে ২০২৬ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে যে দল নেমেছিল ভারতের, সেই দলে ছ’টি পরিবর্তন করে মরিশাসের বিরুদ্ধে মাঠে নামে ভারত। এ বছর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া কিংবদন্তি সুনীল ছেত্রীর অনুপস্থিতিতে, ভারতীয় দলকে এ দিন নেতৃত্ব দেন রাহুল ভেকে। বিরতির পরে অবশ্য থাপা ও লিস্টনের জায়গায় সহাল ও নন্দকে নামান তিনি। তবে যে উদ্দেশ্যে তাদের মাঠে নামানো হয়েছিল, সেই উদ্দেশ্য অবশ্য পূরণ করতে পারেননি তাঁরা।
শুরু থেকে বল যথাসম্ভব বেশি দখলে রেখে আক্রমণে ওঠার প্রবণতাই বেশি দেখা যায় ভারতীয়দের মধ্যে। ছ’মিনিটের মাথায় থাপার কর্নারে দূরের পোস্টের সামনে থাকা চিঙলেনসানা ঠিকমতো হেড করতে পারলে শুরুতেই গোল পেয়ে যেত ভারত। প্রথমার্ধের প্রথম পনেরো মিনিটে ভারতীয় গোল এরিয়ায় একের পর এক আক্রমণ চালায় মরিশাস। তবে রক্ষণে অধিনায়ক রাহুল ভেকের দৃঢ়তা তাদের চেষ্টা ব্যর্থ করে। ছোট ছোট পাসে ক্রমশ মাঠ দখল করে তারা। ২২ মিনিটের মাথায় লিস্টনের নেওয়া শট লক্ষ্যে পৌঁছাতে পারেনি। চার মিনিট পর আশিস রাইয়ের একটি পাল্টা আক্রমণ থেকে ভারত একটি কর্নার পেলেও তা কাজে লাগেনি। ৪৩ মিনিটের মাথায় মনবীর সিংহ গোল করার একটি সুবর্ণ সুযোগ পান। কিন্তু তা কাজে লাগাতে পারেনি।
শুরুতে বিপক্ষকে চাপে ফেলার ব্যাপারে খুব একটা আগ্রহী দেখায়নি মরিশাসকে। তবে গিয়োম মুলেকের দল প্রতিটি কাউন্টার-অ্যাটাকের সুযোগ কাজে লাগায়। জর্ডান ফ্রাঁসোয়া ডানদিক থেকে কিছু ক্রস করে সমস্যার সৃষ্টি করেন। কিছু ক্ষেত্রে ভারতীয় দল অতিথিদের সুযোগ করে দেয়। ২০ মিনিটের মাথায় আশিস রাই বল খোয়ানোর কারণে ইয়ানিক অ্যারিস্টাইদ বাঁদিক থেকে একটি নীচু শট মারেন। তবে তা জালে জড়ানোর জন্য মরিশাসের কোনও খেলোয়াড় সেখানে ছিলেন না। চার মিনিট পর, লালসিংহহয়ের সঙ্গে বল দখল করতে গিয়ে বল হারিয়ে ফেলেন আপুইয়া, যিনি ৩০ গজ দূর থেকে একটি শট নেন, কিন্তু অমরিন্দর সহজেই বল দখলে নিয়ে নেন।
যখন ৩০ মিনিট পেরিয়ে স্কোরলাইন অপরিবর্তিত থাকে, তখন ভারত আরও বেশি তৎপরতা দেখাতে শুরু করে। বিশেষ করে ডানদিকের উইংয়ে আশিস এবং ছাঙতের তৎপরতা ধীরে ধীরে বাড়তে থাকে। ৩৫তম মিনিটে অবশেষে মরিশাসের গোলরক্ষক কেভিন জাঁ-লুইসকে পরীক্ষায় ফেলে দেয়। থাপা দুর্দান্তভাবে বক্সে মনবীরকে খুঁজে বের করেন। তিনি বাঁ পায়ে একটি শট নেন, যা লুইসের গ্লাভসে জমা হয়ে যায়।
দু’মিনিট পর মরিশাস প্রথমার্ধে তাদের সেরা সুযোগটি পায়। ডিলান কলার্ড বক্সের প্রান্তে ইমানুয়েল ভিনসেন্টের জন্য বলটি সাজিয়ে দেন। তাঁর শট ক্রসবারের কয়েক ইঞ্চি ওপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে ছাঙতে ডানদিকের উইং দিয়ে দ্রুত আক্রমণ করে ভারতের আক্রমণাত্মক ফুটবলের সূচনা করেন। ছাঙতের পায়ের ক্রস মরিশাসের বিপদ বাড়ালেও শেষ পর্যন্ত তা সামলে নেন লিন্ডসে রোজ, ডিলান কলার্ডরা। পরের মিনিটে ভারতীয় উইং ব্যাক জয় গুপ্তর একটি ক্রসের ফলে ভারত একটি কর্নার আদায় করলেও তা কাজে লাগাতে পারেনি তারা। মাঠে নামার পর সহাল আব্দুল সামাদ মরিশাসের বক্সে বেশ কয়েকটি ভাল পাস দেন। তবে, গোল করতে ব্যর্থ হয় ভারত।
দ্বিতীয়ার্ধে মরিশাস দলে কিছু পরিবর্তন এনে ক্রমশ আক্রমণে ধার বাড়ানোর চেষ্টা শুরু করে। তবে চিংলেনসানা সিংহহ, রাহুল ভেকেরা যথেষ্ট তৎপর ছিলেন। ৬৫ মিনিটে মাঝমাঠে অপুইয়ার জায়গায় সুরেশ সিংহহ ওয়াংজাম মাঠে নামেন। ৭০ মিনিটের মাথায় নন্দকুমার একটি ফ্রি কিক আদায় করলেও তা গোল পর্যন্ত পৌঁছয়নি। মরিশাস ক্রমশ আক্রমণের ঝাঁঝ বাড়ানোয় ৭১ মিনিটে জয় গুপ্তার জায়গায় শুভাশিস বোসকে নামায় ভারত।
৭৯ মিনিটে আশিস রাইয়ের পরিবর্তে নিখিল পুজারী মাঠে নামেন। ৮৩ মিনিটের মাথায় অমরিন্দরের ভুলে একটি গোল হওয়ার উপক্রম হয়েছিল, তবে পুজারী সময়মতো তৎপর হয়ে তা রুখে দেন। শেষ মুহূর্তে ভারত সর্বশক্তি দিয়ে গোলের চেষ্টা করলেও তারা সফল হয়নি। ম্যাচ ড্র হয়। মরিশাসের অধিনায়ক ও ডিফেন্ডার লিন্ডসে রোজকে ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়। এরপর সিরিয়ার বিরুদ্ধে ম্যাচে মাঠে নামবেন ভারতীয় তারকারা। সেই ম্যাচে কিন্তু আজকের থেকে অনেক ভাল পারফর্ম করতে হবে ভারতকে। নয়তো সেই ম্যাচে ইতিবাচক ফলাফল পাওয়া বেশ কঠিন হয়ে যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর ঘোষণা করলেন লুইস সুয়ারেজ়