Luis Suarez Retirement: বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর ঘোষণা করলেন লুইস সুয়ারেজ়
Uruguay Football Team: ২০০৭ সালে অভিষেক ঘটানোর পর থেকে লুইস সুয়ারেজ় তাঁর বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ারে ১৪২টি ম্যাচ খেলেছেন। করেছেন মোট ৬৯টি গোল।
নয়াদিল্লি: লাতিন আমেরিকার সফলতম দলগুলির অন্যতম উরুগুয়ে (Uruguay Football Team), আর সেই উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ় (Luis Suarez)। দলের হয়ে কতই না স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন, কতই না ম্যাচ জিতিয়েছেন। তবে আর নয়। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন তারকা ফরোয়ার্ড।
৩৭ বছর বয়সি সুয়ারেজ় জানান বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচের পরেই তিনি অবসর নিচ্ছেন। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, 'শুক্রবারই দেশের জার্সিতে আমার শেষ ম্যাচ হতে চলেছে। এই সিদ্ধান্তটা নেওয়া একেবারেই সহজ ছিল না। তবে অন্তত এই শান্তি থাকবে যে আমি নিজের উরুগুয়ে কেরিয়ারের শেষ ম্যাচ পর্যন্ত নিজের সেরাটা দিতে পারছি।'
সুয়ারেজ় তাঁর বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ারে ১৪২টি ম্যাচ খেলেছেন। করেছেন মোট ৬৯টি গোল। ২০০৭ সালে উরুগুয়ের জার্সিতে নিজের অভিষেক ঘটিয়েছিলেন প্রাক্তন লিভারপুল ও বার্সেলোনা ফরোয়ার্ড। ২০১১ সালে উরুগুয়ের কোপা আমেরিকাজয়ী দলের সদস্য ছিলেন সুয়ারেজ়। সেই টুর্নামেন্ট জয়কেই নিজের কেরিয়ারের সেরা মুহূর্ত হিসাবেও বেছে নেন তারকা ফরোয়ার্ড। দেশের হয়ে নয়টি বড় টুর্নামেন্টে অংশ নিয়েছেন সুয়ারেজ়। ফুটবলার হিসাবে তাঁকে এই প্রজন্মের অন্যতম সেরা মনে করা হয়।
😞 “𝐒𝐞𝐫𝐚́ 𝐦𝐢 𝐮́𝐥𝐭𝐢𝐦𝐨 𝐩𝐚𝐫𝐭𝐢𝐝𝐨 𝐜𝐨𝐧 𝐥𝐚 𝐒𝐞𝐥𝐞𝐜𝐜𝐢𝐨́𝐧”
— Selección Uruguaya (@Uruguay) September 2, 2024
Luis Suárez confirmó en conferencia que se retira de 𝐿𝑎 𝐶𝑒𝑙𝑒𝑠𝑡𝑒.
📺 https://t.co/qVMBrYJR1J #ElEquipoQueNosUne pic.twitter.com/oRuiJVUBz0
তবে তাঁর কেরিয়ারে কিন্তু বিতর্কও কম হয়নি। ২০১৪ সালের বিশ্বকাপে ইতালির তারকা ডিফেন্ডার জর্জিও কিয়েলিনিকে কামড়ে দিয়ে চার মাসের জন্য নির্বাসিত হয়েছিলেন সুয়ারেজ়। ২০১০ সালে কোয়ার্টার ফাইনাল ম্যাচের শেষ লগ্নে হাত দিয়ে নিশ্চিত গোল রুখে দিয়েও চরমতম বিতর্কের মুখে পড়েন তিনি। সুয়ারেজ় লাল কার্ড দেখে এবং শেষমেশ পেনাল্টি শ্যুট আউটে ছিটকে যায় ঘানা। সেই ঘটনা কিন্তু এখনও ফুটবল সমর্থকদের স্মৃতিতে রয়েছে। তবে বিতর্ক সত্ত্বেও, ফুটবলমাঠে তাঁর দক্ষতা বারংবার সকলকে মুগ্ধ করেছে। এবার আন্তর্জাতিক কেরিয়ারকে বিদায় জানানোর মাধ্যমে কি ফুটবলার সুয়ারেজ়ের শেষের শুরু হল? মনে করছেন অনেকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: এটাই লিভারপুল জার্সিতে সালার শেষ মরশুম! ম্যান ইউনাইটেডকে দুরমুশ করেই বড় ঘোষণা তারকার ফরোয়ার্ডের