Indian Football: অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের বাছাই পর্বের ভারতীয় দল ঘোষণা, প্রথম ম্য়াচে প্রতিপক্ষ বাহরিন
India U23 Football Team: দোহায় খেলতে যাওয়ার আগে দুটো ফ্রেন্ডলি ম্য়াচ খেলেছে ভারতীয় ফুটবল দল। কুয়ালালমপুরে ইরাক অনূর্ধ্ব ২৩ দলের বিরুদ্ধে প্রথম ম্য়াচ ১-২ ব্যবধানে হেরে যায়।

নয়াদিল্লি: অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য ভারতীয় দল ঘোষিত করা হল। কাতারের দোহায় আয়োজিত হবে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করলেন ভারতীয় অনূর্ধ্ব ২৩ দলের কোচ নৌশাদ মুসা। আগামী ৩ সেপ্টেম্বর বাহরিনের বিরুদ্ধে প্রথম ম্য়াচ খেলতে নামবে ভারত। বাছাই পর্বের ম্য়াচ এটি। আয়োজক কাতারের বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর ও ৯ সেপ্টেম্বর পরের দুটো ম্য়াচ ভারতের রয়েছে আয়োজক কাতার ও ব্রুনেই দারুসালামের বিরুদ্ধে। প্রতি গ্রুপের সেরা দল মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। ১১টি গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে সেরা চারটিও আগামী বছর সৌদি আরবে মূলপর্বে খেলার ছাড়পত্র পাবে।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে এই বিষয়ে দলের কোচ নৌশাদ জানিয়েছেন, ''আমরা একটি একটি ম্য়াচ করে এগোতে চাই এই মুহূর্তে। বাহরিনের বিরুদ্ধে প্রথম ম্য়াচটি খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এই ম্য়াচ খেলার মধ্যে দিয়েই আমরা সঠিক কোন জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, তা জানতে পারব। এখানের তিন পয়েন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।''
দোহায় খেলতে যাওয়ার আগে দুটো ফ্রেন্ডলি ম্য়াচ খেলেছে ভারতীয় ফুটবল দল। কুয়ালালমপুরে ইরাক অনূর্ধ্ব ২৩ দলের বিরুদ্ধে প্রথম ম্য়াচ ১-২ ব্যবধানে হেরে যায়। দ্বিতীয় ফ্রেন্ডলি ম্য়াচে ১-৩ ব্যবধানে হেরে যায় ভারতীয় ফুটবল দল। দুটো ম্যাচ হারলেও আত্মবিশ্বাস বেড়েছে ভারতীয় অনূর্ধ্ব ২৩ ফুটবল দল।
নৌশাদ আরও বলেন, ''ইরাকের বিরুদ্ধে ম্য়াচ খেলে ছেলেদের আত্মবিশ্বাস বেড়েছে। ইরাক বিশ্বের অন্য়তম সেরা দল। হেরে গেলেও আমরা ভালই খেলেছি। ছেলেরা নিজেদের মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছে। টিম হিসেবে খেলেছে ভারতীয় অনূর্ধ্ব ২৩ ফুটবল দল। নিজেদের প্রতি আস্থা রেখেছে ছেলেরা।''
View this post on Instagram
ঘোষিত ভারতীয় অনূর্ধ্ব ২৩ দল
সাহিল, মহম্মদ আরবাজ, দীপেশ চৌহান, বিকাশ ইউমনাম, পরমবীর, মোহাম্মদ সাহিফ, হর্ষ অরুণ পালান্দে, শুভম ভট্টাচার্য, রিকি মিতেই হাওবাম, সোহম নবীন বর্ষনেয়া, লালরিনলিয়ানা হ্নামতে, মোহাম্মদ আইমেন, ভিবিন মোহনন, মোহাম্মদ সনন, চিংগাংবাম শিভালদো সিং, আয়ুষ দেব ছেত্রী, মাকার্টন লুইস নিকসন, লালরেমতলুয়াঙ্গা ফানাই, ভিনিথ ভেঙ্কটেশ, পার্থিব সুন্দর গোগৈ, মোহাম্মদ সুহেল, শ্রীকুট্টান এমএস, সাহিল হরিজন






















