India vs Vietnam: ভারতীয় দলের কোচ হিসাবে প্রথম জয়ের সুযোগ হাতছাড়া, আফশোস যাচ্ছে না মার্কেজের
Indian Football Team: শনিবার ঘরের মাঠে ৩৮ মিনিটের মাথায় ফিফা ক্রমতালিকায় ১১৬ নম্বরে থাকা ভিয়েতনামকে এগিয়ে দেন বুই ভি হাও। ৫৩ মিনিটের মাথায় ফারুখ চৌধুরির গোলে সমতা ফেরায় ভারত।
নয়াদিল্লি: ভিয়েতনামের (India vs Vietnam) মাঠে নেমে জিততে না পারার আফশোস যাচ্ছে না ভারতীয় দলের কোচ মানোলো মার্কেজ ও ফরোয়ার্ড ফারুখ চৌধুরির। শনিবারের ড্রয়ের পর দু’জনেই বলছেন, আরও গোল দিতে পারতেন তাঁরা এবং ম্যাচটা হয়তো জিততেও পারতেন।
শনিবার ঘরের মাঠে ৩৮ মিনিটের মাথায় ফিফা ক্রমতালিকায় ১১৬ নম্বরে থাকা ভিয়েতনামকে এগিয়ে দেন বুই ভি হাও। ৫৩ মিনিটের মাথায় ফারুখ চৌধুরির গোলে সমতা আনে প্রতিপক্ষের চেয়ে দশ ধাপ নীচে থাকা ভারত। একাধিক গোলের সুযোগ পাওয়া সত্ত্বেও এর বেশি এগোতে পারেনি তারা।
তিন বছর পরে ভারতীয় দলে ফেরা ফারুখের বক্তব্য, "ব্যক্তিগতভাবে খুবই ভাল লাগছে আমার। অনেক দিন পর ভারতীয় দলে ফিরে দলের জন্য কিছু করতে পারলে ভাল লাগারই কথা। ক্লাবে অনেক পরিশ্রম করেছি এই জায়গায় ফিরে আসার জন্য। আমি জানতাম এই প্রত্যাবর্তন আমার প্রাপ্য ছিল।" সুরেশ ওয়াংজামের একটি হাওয়ায় ভাসানো এরিয়াল থ্রু থেকে বল পান ফারুখ এবং বক্সে ঢুকে প্রতিপক্ষের অধিনায়ককে ধোঁকা দিয়ে গোলকিপারের মাথার ওপর দিয়ে চিপ করেন তিনি। যা ফাঁকা গোলে ঢুকে পড়ে।
ফারুখের প্রশংসা শোনা গেল কোচ মার্কেজের গলাতেও। বলেন, "ফারুখ এই ম্যাচে ভাল খেলেছে। ওর কাছ থেকে আমরা যা চেয়েছিলাম, তা-ই পেয়েছি। ৭০ মিনিটের মাথায় ওকে তুলে নেওয়ার সিদ্ধান্তটা আগে থেকে নেওয়া ছিল না। তবে ওর অবদান গুরুত্বপূর্ণ ছিল।"
ম্যাচের ২৬ মিনিটের মাথায় বুই ভি হাও-কে নিজেদের বক্সে ফাউল করেন ডিফেন্ডার রাহুল ভেকে। যার জেরে পেনাল্টির বাঁশি বাজাতে দ্বিধা করেননি রেফারি। ভিয়েতনামের অধিনায়ক কে নগক হাই স্পট কিক নেন। কিন্তু তা আটকে দেন অভিজ্ঞ গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু।
ওই পেনাল্টির পরই প্রতি আক্রমণ থেকে দুর্দান্ত এক গোলের সুযোগ পেয়ে যান ফারুখ। নগক হাইয়ের পা থেকে বল কেড়ে নিয়ে ব্র্যান্ডন ফার্নান্ডেজের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েন তিনি। সামনে ছিলেন শুধু গোলকিপার ফিলিপ। কিন্তু ফারুখের গোলমুখী শটে হাত লাগিয়ে বলের গতিপথ বদলে দেন তিনি।
এ ছাড়াও আরও গোলের সুযোগ পায় ভারতীয় দল। ২০২১-এ হাঁটুর চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে যাওয়া ফারুখ এই নিয়ে বলেন, "ম্যাচের ফারাক গড়ে দেওয়ার সুযোগ আমি পেয়েছিলাম। সে জন্য আমি গর্বিত। আরও একটা গোল বোধহয় করতে পারতাম আমরা। তবে আমরা দল হিসেবে ভাল খেলেছি। গুরপ্রীত ও আনোয়ার অসাধারণ খেলেছে। সে জন্যই আমরা এই ম্যাচ ড্র রাখতে পেরেছি।"
প্রথমার্ধে তেমন ভাল খেলতে না পারলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ভারত এবং সমতাও আনে। দলের প্রথমার্ধের খেলা যে ভাল হয়নি, তা স্বীকার করে মার্কেজ বলেন, "প্রথমার্ধে ভিয়েতনামই আধিপত্য করে। বিরতিতে আমরা আলোচনা করি, আমাদের মধ্যে এর চেয়ে ভাল খেলার যথেষ্ট ক্ষমতা আছে। দ্বিতীয়ার্ধে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলা শুরু করি।"
ম্যাচের শেষ দিকে ফের আগ্রাসী হয়ে ওঠে ভিয়েতনাম এবং বেশ কয়েকটি শট গোলে রাখে তারা। কিন্তু গুরপ্রীতের দক্ষতা এবং আনোয়ার আলির একটি গোললাইন সেভ তাদের বাঁচিয়ে দেয়। এই প্রসঙ্গে মার্কেজ বলেন, “শেষ দিকে আমাদের ছেলেদের ক্লান্তির সুযোগ নিয়ে ভিয়েতনাম সত্যিই একটা গোল করে দিতে পারত। কিন্তু আমরাও আরও একটা গোল করার সুযোগ পেয়েছিলাম। সব মিলিয়ে দলের খেলায় আমি সন্তুষ্ট। যতই হোক এটা তো প্রীতি ম্যাচ ছিল”। শনিবার রাতে ভারতীয় দল দেশের ফেরার জন্য রওনা হওয়ার আগে টিম হোটেলে দুই দলের খেলোয়াড়রা একসঙ্গে নৈশভোজ সারেন বলেও খবর পাওয়া গিয়েছে। (সৌ: আইএসএল মিডিয়া)
আরও পড়ুন: নাটকীয় পট পরিবর্তনে লিড পেল বাংলা, জন্মদিনের রাতে কোন মন্ত্রে বদলে গেলেন মুকেশ কুমার?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।