Indian Football Team: নতুন কোচের সন্ধান শুরু, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে মার্কেজের চুক্তি বাতিল করল AIFF
Indian Football Team: ইতিমধ্যেই ভারতীয় দলের নতুন কোচের জন্য় আবেদনপত্র জমা দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন।

নয়াদিল্লি: ভারতীয় দলের (Indian Football Team) হেড কোচ মানোলো মার্কেজের (Manolo Marquez) সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তাঁর বিদায়ের পর শীঘ্রই নতুন কোচের সন্ধানও শুরু করবে তারা।
ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, “সংস্থার সভাপতি কল্যাণ চৌবে-র সভাপতিত্বে ২ জুলাই ২০২৫, বুধবার এক্সিকিউটিভ কমিটির বৈঠক হয়। এতে টেকনিক্যাল কমিটির সহ-সভাপতি সাব্বির আলি ও হরজিন্দর সিং, সদস্য তাবাবি দেবী ও ক্লাইম্যাক্স লরেন্স উপস্থিত ছিলেন। এছাড়া ফেডারেশন সভাপতির উপদেষ্টা আর্মান্দো কোলাসো ও বিমল ঘোষ, টেকনিক্যাল ডিরেক্টর সাবির পাশা, জাতীয় দলগুলির ডিরেক্টর সুব্রত পাল এবং এক্সিকিউটিভ কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। সদস্যরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন যে, প্রধান কোচ মানোলো মার্কেজের চুক্তি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বাতিল করা হবে”।
স্প্যানিশ কোচ মার্কেজ ২০২৪-এর জুলাইয়ে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন। তাঁর অধীনে আটটি ম্যাচ খেলে ভারত, যার মধ্যে মাত্র একটিতে জয় পায় তারা। চারটি ম্যাচ ড্র হয় ও তিনটিতে হারে।
৫৬ বছর বয়সী মার্কেজ গত মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে এফসি গোয়া-র প্রধান কোচ ছিলেন এবং দলকে সেমি-ফাইনালে নিয়ে যান। আইএসএলে তিনি অন্যতম সেরা কোচ হিসেবে বিবেচিত হন। কারণ, তিনি হায়দরাবাদ এফসি ও এফসি গোয়াকে পাঁচটি মরশুমের মধ্যে চারবার প্লে-অফে তুলেছেন। ২০২১-২২ মরশুমে তিনি হায়দরাবাদ এফসি-কে আইএসএল কাপ জিতিয়েছিলেন।
শীঘ্রই ভারতীয় দলের নতুন প্রধান কোচ নিয়োগ করবে ফেডারেশন। ইতিমধ্যেই কিন্তু নতুন ভারতীয় দলের কোচ শুরু করে দিয়েছে ফেডারেশন। সেই উদ্দেশ্যে কোচের পদে আবেদন করার জন্য আমন্ত্রণও জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
🚨WE ARE HIRING!🚨
— Indian Football Team (@IndianFootball) July 4, 2025
Head Coach - Senior Men’s National Team
Check out our website for more details and application process 🔗https://t.co/eH5D5XpL43#IndianFootball ⚽️ pic.twitter.com/gebH1JtzXe
ভারতের পরবর্তী ম্যাচ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিরুদ্ধে, অক্টোবরে। এক সপ্তাহের মধ্যে একই প্রতিপক্ষের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে ভারতীয় দল। এখন পর্যন্ত দু’টি ম্যাচে মাত্র এক পয়েন্ট অর্জন করে গ্রুপের নীচে রয়েছে ভারত। নিজেদের শেষ ম্যাচেও হেরেছিল ব্লু টাইগার্সরা।
সারা ম্যাচে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার পরও ম্যাচের একেবারে শেষ দিকে, সংযুক্ত সময়ে ভারতের কাছ থেকে যে পেনাল্টি আদায় করে নেয় হংকং, সেই পেনাল্টিই মঙ্গলবার এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে জয় এনে দিল তাদের। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পরিবর্ত ফরোয়ার্ড স্তেফান পেরেইরার স্পট কিকে ভারতের ৯০ মিনিটের লড়াই, পয়েন্ট অর্জনের স্বপ্ন শেষ হয়ে যায়। অর্থাৎ, বাছাই পর্বে দুই ম্যাচ খেলা হয়ে যাওয়ার পরেও ভারতের ঝুলিতে এল না কোনও পয়েন্ট। তিন পয়েন্ট পেয়ে সি গ্রুপের শীর্ষে উঠে এল হংকং।






















