![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Indian Football Team: ইন্টারকন্টিনেন্টাল কাপে সিরিয়ার বিরুদ্ধে নামছে ভারতীয় ফুটবল দল, কী বলছেন মার্কেজ?
Intercontinental cup 2024: গত বছর জুনে ফিফা ক্রমতালিকায় তাদের চেয়ে দু’ধাপ এগিয়ে থাকা লেবাননকে ফাইনালে ২-০-য় হারিয়ে চার-দেশীয় ইন্টারকন্টিনেন্টাল টুর্নামেন্টের খেতাব জিতে নেয় ভারত।
![Indian Football Team: ইন্টারকন্টিনেন্টাল কাপে সিরিয়ার বিরুদ্ধে নামছে ভারতীয় ফুটবল দল, কী বলছেন মার্কেজ? indian football team aim to perform well against syria in intercontinental cup 2024 Indian Football Team: ইন্টারকন্টিনেন্টাল কাপে সিরিয়ার বিরুদ্ধে নামছে ভারতীয় ফুটবল দল, কী বলছেন মার্কেজ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/08/699c02f00a2b5a6a8631136984de40f41725806347229206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: হার-জিত নিয়ে বেশি ভাবছেন না ভারতীয় দলের নয়া হেড কোচ মানোলো মার্কেজ। দলের ফুটবলারদেরও এই নিয়ে বেশি ভাবতে বারণও করছেন তিনি। বরং তাঁদের ভাল পারফরম্যান্সের ওপর বেশি মন দিতে বলছেন তিনি। সোমবার হায়দরাবাদের জিএমসি বালাযোগী স্টেডিয়ামে চলতি ইন্টারকন্টিনেন্টাল কাপের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হবে বিশ্ব ক্রমতালিকায় তাদের চেয়ে এগিয়ে থাকা সিরিয়ার। সেই ম্যাচেই দলের কাছ থেকে ভাল ফুটবল চান মার্কেজ।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে মরিশাসের বিরুদ্ধে কোনও গোল খায়নি, প্রতিপক্ষকে গোল করতেও দেয়নি ভারত। মাত্র দু’দিনের অনুশীলনের পর এই ফল ইতিবাচকই ছিল। ত্রিদেশীয় ইন্টারকন্টিনেন্টাল কাপ সে দিন গোলশূন্য ড্র দিয়ে শুরু করেন লালিয়ানজুয়ালা ছাঙতেরা। কিন্তু মরিশাসের চেয়ে সিরিয়া যে অনেক শক্তিশালী, তা গত শুক্রবার তাদের মধ্যে হওয়া ম্যাচেই বোঝা গিয়েছে, যেখানে সিরিয়া ২-০ গোলে জেতে।
টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দলের বিরুদ্ধে তাই জেতার তাগিদ নেই ভারতীয় কোচের। কিন্তু ভাল ফুটবল খেলার তাগিদ অবশ্যই রয়েছে। এই ম্যাচই কার্যত টুর্নামেন্টের ফাইনাল। যে দল জিতবে, তারা তো চ্যাম্পিয়ন হবেই, তবে ড্র করলেও খেতাব জয় করতে পারবে বিশ্বের ৯৩ নম্বর দলটি।
গত বছর জুনে ফিফা ক্রমতালিকায় তাদের চেয়ে দু’ধাপ এগিয়ে থাকা লেবাননকে ফাইনালে ২-০-য় হারিয়ে চার-দেশীয় ইন্টারকন্টিনেন্টাল টুর্নামেন্টের খেতাব জিতে নেয় ভারত। ৪৬ বছর পরে লেবাননকে হারায় তারা। ফাইনালে প্রতিপক্ষকে কার্যত ছাড়খাড় করে দিয়ে দলকে কাপ জেতান দুই ‘ছ’। সুনীল ছেত্রী ও লালিয়ানজুয়ালা ছাংতের গোলে ভারত এই খেতাব অর্জন করে। এ বারও সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে কি না তারা, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।
তবে খেতাব জয় হোক বা না হোক, ভাল ফুটবল খেলতে চান ভারতীয় কোচ। রবিবার তিনি সাংবাদিকদের বলেন, ''দুই দলের কাছেই এটি কঠিন ম্যাচ। যে দল জিতবে, তারাই ট্রফি জিতবে। আমরা ভাল ফুটবল খেলে খেতাব জয়ের আশা রাখি। তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, খেতাব জয় নাকি ভাল ফুটবল খেলা, তা হলে আমি দ্বিতীয়টাই বেছে নেব।''
কেন এ কথা বলছেন, তার ব্যাখ্যা দিয়ে কোচ বলেন, ''যে করেই হোক, সে হাত দিয়ে গোল করে হলেও ১-০-য় জিততে চাই না আমি। আমি চাই দলের ছেলেরা আমাদের পরিকল্পনা ও আইডিয়া বুঝে নিয়ে সেই অনুযায়ী ভাল খেলুক। জেতা বা হারাই সবচেয়ে বড় কথা নয়। একটা নির্দিষ্ট স্টাইল দলের খেলায় আনা দরকার এবং এখন আমাদের তাতেই মনোনিবেশ করতে হবে। জিতলে আত্মবিশ্বাস বাড়ে ঠিকই। কিন্তু এই আত্মবিশ্বাসটাও আসা দরকার যে আমরা যে কোনও দলের বিরুদ্ধেই ভাল খেলতে পারি।'' তথ্য সংগ্রহ: আইএসএল
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)