এক্সপ্লোর

Indian Football Team: সোমবার ভারত বনাম মালয়েশিয়া লড়াই, নতুন কোচের অধীনে প্রথম জয়ের অপেক্ষা মিটবে?

India vs Malaysia: সোমবার হায়দরাবাদে মালয়েশিয়ার বিরুদ্ধে যে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত, সেটিই মার্চে এশিয়ান কাপ বাছাই পর্বের আগে তাদের শেষ ম্যাচ।

নয়াদিল্লি: আগামী বছর এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনই যে এখন ভারতীয় ফুটবল দলের একমাত্র লক্ষ্য, তা সাফ জানিয়ে দিলেন দলের অধিনায়ক ও সিনিয়র গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। তাঁর বিশ্বাস, গত দু’বারের মতো এ বারও এই মহাদেশের সেরা আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে তারা। ভারতীয় দলের নতুন কোচ মানোলো মার্কেজও একই রকম আত্মবিশ্বাসী। তিনি জানিয়েছেন ভারতীয় দলের ফুটবলারদের ওপর তাঁর সম্পুর্ণ আস্থা আছে।

সোমবার হায়দরাবাদে মালয়েশিয়ার বিরুদ্ধে যে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত, সেটিই মার্চে এশিয়ান কাপ বাছাই পর্বের আগে তাদের শেষ ম্যাচ। এই ম্যাচের জন্য প্রস্তুতি শিবির শুরু হয়ে গিয়েছে মঙ্গলবার থেকে। এখানেই মার্চের বাছাই পর্বের প্রস্তুতির বেশিরভাগটুকুই সেরে রাখতে চান মার্কেজ। এই প্রস্তুতি শিবির নিয়ে বেশ খুশি গুরপ্রীত এবং তিনি যথেষ্ট আশাবাদীও।

এফসি গোয়ার স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তিনটি ম্যাচ খেলেছে ভারত। তবে একটিও জিততে পারেনি। সেপ্টেম্বরে ইন্ডিয়ান সুপার লিগ শুরুর ঠিক আগে দেশের মাঠে ইন্টারকন্টিনেন্টাল কাপে সিরিয়ার কাছে তিন গোলে হেরে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে যায়। তার আগে মরিশাসের সঙ্গে গোলশূন্য ড্র করে। গত মাসে ভিয়েতনামের বিরুদ্ধে ১-১ ড্র করে তারা। গত বছর নভেম্বরের পর থেকে এখনও জয়ের মুখ দেখেনি ভারতীয় দল।

তবে ভিয়েতনামের বিরুদ্ধে দলের পারফরম্যান্সে বেশ খুশি মার্কেজ। তাঁর মতে, "গত ম্যাচে আমাদের খেলায় অনেক উন্নতি দেখা গিয়েছিল। এই ম্যাচে সেটা ধরে রাখতে হবে। আসল কথা হল দলের খেলার স্টাইলের ওপর আস্থা রাখতে হবে দলের খেলোয়াড়দের। সবাই প্রতি ম্যাচ জিততে চায়। আমরাও তার ব্যতিক্রম নই। তবে সে জন্য অনেক পরিশ্রম করতে হবে।"

আপাতত ম্যাচের চেয়ে একসঙ্গে যথাসম্ভব বেশি অনুশীলনের ওপরই বেশি জোর দিচ্ছেন স্প্যানিশ কোচ। এই প্রসঙ্গে তিনি বলেন, "অনেক দিন আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, নভেম্বরের উইন্ডোয় একটা ম্যাচ খেলব আমরা। সবাই জানে ভারতীয় দল একসঙ্গে অনুশীলনে করার যথেষ্ট সময় পায় না। গত মাসে আমাদের দুটো ম্যাচ খেলার কথা ছিল। ম্যাচ খেলা ভাল ঠিকই। কিন্তু ম্যাচের আগে ও পরের দিন অনুশীলন করা বেশ কঠিন। এখন আমাদের কৌশল মেনে অনুশীলন করতে হবে। আমাদের এখন শুধু মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য প্রস্তুতি নিলে হবে না। মার্চের ম্যাচগুলির জন্যও প্রস্তুত হতে হবে।"

গত অক্টোবরে মারডেকা কাপের সেমিফাইনালে এই মালয়েশিয়ার কাছেই হেরে বিদায় নিতে হয়েছিল ভারতকে। ৪-২-এ জিতে ফাইনালে তাজিকিস্তানের মুখোমুখি হয় আয়োজক মালয়েশিয়া। সে দিন থাইল্যান্ডের রেফারির একাধিক ভুল সিদ্ধান্তের শিকার হতে হয় ভারতীয় দলকে। এমনকী, একশো শতাংশ ন্যায্য গোলও দেওয়া হয়নি তাদের। এই গোলটি দিলে ভারত ৩-৩ করে ম্যাচের ছবিটাই পাল্টে দিতে পারত। কিন্তু সে সুযোগ পায়নি তারা। ভারতের হয়ে সে দিন গোল করেন নাওরেম মহেশ সিং ও সুনীল ছেত্রী।

ম্যাচের ৫৭ মিনিটের মাথায় বক্সের ডানদিক থেকে ছাঙতের গোলমুখী শট গোলকিপারের গায়ে লেগে গোললাইন পার করে যাওয়ার পর তা ক্লিয়ার করেন মালয়েশিয়ার এক ডিফেন্ডার। রেফারি কিন্তু গোলের বাঁশি বাজাননি! বারবার টিভি রিপ্লে দেখার অনুরোধ করেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। কিন্তু তাতেও কর্ণপাত করেননি রেফারি।

সেই ম্যাচের প্রসঙ্গ উঠতে গুরপ্রীত বলেন, "মালয়েশিয়ায় গিয়ে ওদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাটা অন্য রকম। ওদের অনেক নতুন ফুটবলার আছে, যারা বিদেশে খেলে। মারডেকার ওই ম্যাচে আমাদের হার ছিল দুর্ভাগ্যজনক। ওই ম্যাচ থেকে আমরা আরও ভাল কিছু পেতে পারতাম। একটা গোল আমরা করেছিলাম, যা বাতিল করে দেওয়া হয়। তবে ফুটবলে এ রকম হয়। তাই সেসব ভুলে গিয়ে এখন এই ম্যাচটার দিকে নতুন করে তাকাতে হবে এবং ঘরের মাঠে আমাদের জিততে হবে।"

গুরপ্রীত ছাড়াও দলের আর দুই গোলকিপার বিশাল কয়েথ ও অমরিন্দর সিং। তিনজনই এই মুহূর্তে দেশের সেরা। তাই গোলকিপারদের নিজেদের মধ্যে এক কঠিন প্রতিযোগিতা রয়েছে। এই প্রতিযোগিতা নিয়ে খুশি ভারত অধিনায়ক বলেন, "জাতীয় দলে খেলা মানে বিশাল দায়িত্ব। জায়গাটা খুব সন্মানজনক এবং খুবই গুরুত্বপূর্ণ। অমরিন্দর ও বিশালের মতো দুর্দান্ত গোলকিপার আমাদের দলে আছে। ওরা আমাকে আরও উন্নতি করার তাগিদ জোগায়। ওদের ক্ষেত্রে আমিও তা করে থাকি। আমি ভাগ্যবান যে দলের মধ্যে এই সুস্থ প্রতিযোগিতাটা আছে। তবে এটা শুধু গোলকিপারদের ক্ষেত্রে নয়, সব পজিশনেই এই প্রতিযোগিতা আছে।"

তবে ব্যক্তিগত দক্ষতার কথা না ভেবে দল হিসেবে তারা কতটা ভাল খেলছে, এটাই গুরপ্রীতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ১৩ বছরে ভারতের হয়ে ৭৫টি ম্যাচ খেলা গোলকিপার বলেন, "আসলে আমরা একটা দল। এখানে কে খেলছে আর কে খেলছে না, সেটা বড় কথা নয়। অনেক নতুন খেলোয়াড় আছে দলে, যারা তাদের ক্লাবের হয়ে দারুন খেলছে। প্রত্যেকেই জাতীয় দলের হয়ে খেলতে চায়। তবে দল হিসেবে এখন আমাদের একটাই লক্ষ্য, এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করা। জাতীয় শিবিরে এখন খুবই পেশাদার ও সুস্থ আবহাওয়া রয়েছে। এটা খুবই ভাল দিক।"

ভারতীয় দলের তরুণ ফুটবলারদের নিয়ে আগ্রহী মার্কেজও। তাই মার্চের আগে ভারতীয় দলের হয়ে খেলার যোগ্য তরুণ ফুটবলারদের এখনই বাছাই করে রাখতে চান তিনি। বলেন, "কয়েকজন তরুণ ফুটবলারকে আমি দেখে নিতে চাই। কারণ, মার্চে ৪০ জনকে ডেকে পুরো নতুন দল তৈরি করা সম্ভব হবে না। এখন যারা খেলছে তাদের মধ্যে ১৪-১৫ জন খেলোয়াড় হয়তো থাকবে। তখন হয়তো কয়েকজনকে যোগ করতে হবে। আসলে এখনও আরও চার মাস বাকি। এই চার মাসে ক্লাব ফুটবলে অনেকের চোট হতে পারে, ফর্মে পরিবর্তন হতে পারে। তবে কোচ হিসেবে আমি চাইব এমন একটা দল বাছতে, যাদের বেশিরভাগই আমার খেলার স্টাইল সম্পর্কে ওয়াকিবহাল।"

আপাতত তাঁর ফোকাস সোমবারের ম্যাচেই সীমাবদ্ধ। বলেন, "এই মুহূর্তে মালয়েশিয়া ম্যাচে মনোনিবেশ করেছি আমি। ম্যাচটা বেশ বিপজ্জনক। কারণ, এই সময়ে ফুটবলাররা আইএসএলের মাঝামাঝি জায়গায় রয়েছে। এখন যে প্রস্তুতি শিবির হচ্ছে, তার পরের প্রস্তুতি শিবির হবে সেই চার মাস পরে। তবে এই দলটার ওপর আমার আস্থা রয়েছে এবং আমার বিশ্বাস, সোমবার আমরা ভাল খেলব।" (সৌ: আইএসএল মিডিয়া)

আরও পড়ুন: এশিয়া কাপের ভারতীয় দলে সুযোগ, পা মাটিতে রেখে চলতে চান বাংলার পেসার যুধাজিৎ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Blog : আজও উত্তাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাস, উপাচার্যর ঘরে তালা লাগিয়ে বিক্ষোভ টিএমসিপির
আজও উত্তাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাস, উপাচার্যর ঘরে তালা লাগিয়ে বিক্ষোভ টিএমসিপির
Malda News: প্রেমিকের সঙ্গে পালিয়ে রিল তৈরি, পরে স্বামীকে হোয়াটসঅ্যাপে শেয়ার ! জীবিত স্ত্রীর 'শ্রাদ্ধ' করলেন ব্যক্তি
প্রেমিকের সঙ্গে পালিয়ে রিল তৈরি, পরে স্বামীকে হোয়াটসঅ্যাপে শেয়ার ! জীবিত স্ত্রীর 'শ্রাদ্ধ' করলেন ব্যক্তি
Stock Market Today : ৩ লক্ষ কোটি টাকা ক্ষতি বিনিয়োগকারীদের, আজ ফ্ল্যাট ক্লোজিং দিল বাজার, ফের পড়বে ?  
৩ লক্ষ কোটি টাকা ক্ষতি বিনিয়োগকারীদের, আজ ফ্ল্যাট ক্লোজিং দিল বাজার, ফের পড়বে ?  
Kalyan On Suvendu: 'শুভেন্দু সত্যি সত্যিই মার খেলে খুশি হতাম'! বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'শুভেন্দু সত্যি সত্যিই মার খেলে খুশি হতাম' ! বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Advertisement
ABP Premium

ভিডিও

Suvendu Adhikari: হুমায়ুনের হুঙ্কার, পাল্টা কী জবাব শুভেন্দুর ?  | ABP Ananda LIVETMC News: অসুস্থতার কারণ দেখিয়ে গরহাজির, তৃণমূল নেতা-সহ ১৩জনের সাজা স্থগিত | ABP Ananda LIVEDA Hike News: ১ এপ্রিল থেকে ৪% ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের | ABP Ananda LIVEATM Charge Hike: ১ মে থেকে ফের বাড়তে পারে এটিএম পরিষেবার চার্জ !  | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Blog : আজও উত্তাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাস, উপাচার্যর ঘরে তালা লাগিয়ে বিক্ষোভ টিএমসিপির
আজও উত্তাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাস, উপাচার্যর ঘরে তালা লাগিয়ে বিক্ষোভ টিএমসিপির
Malda News: প্রেমিকের সঙ্গে পালিয়ে রিল তৈরি, পরে স্বামীকে হোয়াটসঅ্যাপে শেয়ার ! জীবিত স্ত্রীর 'শ্রাদ্ধ' করলেন ব্যক্তি
প্রেমিকের সঙ্গে পালিয়ে রিল তৈরি, পরে স্বামীকে হোয়াটসঅ্যাপে শেয়ার ! জীবিত স্ত্রীর 'শ্রাদ্ধ' করলেন ব্যক্তি
Stock Market Today : ৩ লক্ষ কোটি টাকা ক্ষতি বিনিয়োগকারীদের, আজ ফ্ল্যাট ক্লোজিং দিল বাজার, ফের পড়বে ?  
৩ লক্ষ কোটি টাকা ক্ষতি বিনিয়োগকারীদের, আজ ফ্ল্যাট ক্লোজিং দিল বাজার, ফের পড়বে ?  
Kalyan On Suvendu: 'শুভেন্দু সত্যি সত্যিই মার খেলে খুশি হতাম'! বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'শুভেন্দু সত্যি সত্যিই মার খেলে খুশি হতাম' ! বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Darjeeling Hospital Incident: মদ খেয়ে অ্যাসিসস্টেন্ট সুপারকে ধারালো অস্ত্রের আঘাত, দার্জিলিঙের ঘটনায় আতঙ্ক
মদ খেয়ে অ্যাসিসস্টেন্ট সুপারকে ধারালো অস্ত্রের আঘাত, দার্জিলিঙের ঘটনায় আতঙ্ক
Assault Displayed on Washing Machine: ব্রেকআপ করতে চাওয়ায় প্রেমিকাকে বন্দি রেখে ছ’-ছ’বার ধর্ষণ, পাশবিক অত্যাচার, যুবককে ধরিয়ে দিল ওয়াশিং মেশিন
ব্রেকআপ করতে চাওয়ায় প্রেমিকাকে বন্দি রেখে ছ’-ছ’বার ধর্ষণ, পাশবিক অত্যাচার, যুবককে ধরিয়ে দিল ওয়াশিং মেশিন
Rabindrabharati Chaos: 'মহিলা শিক্ষিকাদের অসম্মান করেছে' উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ রবীন্দ্রভারতীতে
'মহিলা শিক্ষিকাদের অসম্মান করেছে' উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ রবীন্দ্রভারতীতে
Bangladesh Situation: দাবির পাল্টা দাবি, গোপনে বৈঠক, বাংলাদেশ নিয়ে বাড়ছে উদ্বেগ, এবার কি সেনা অভ্যুত্থান?
দাবির পাল্টা দাবি, গোপনে বৈঠক, বাংলাদেশ নিয়ে বাড়ছে উদ্বেগ, এবার কি সেনা অভ্যুত্থান?
Embed widget