Indian Football: লুইস সুয়ারেজ়দের দেশের ক্লাবে সই করলেন ভারতীয় ফুটবলার
Bijay Chhetri: গত বছরের জুলাই মাসে তরুণ ডিফেন্ডার বিজয় ছেত্রীকে দলে নিয়েছিল চেন্নাইয়িন এফসি।
চেন্নাই: লুইস সুয়ারেজ়, দিয়েগো ফোরলান, ডারউইন নুনেজ়দের দেশের ক্লাবে ভারতীয় তরুণ ফুটবলার। আইএসএলের চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC) থেকে বাকি মরশুমের জন্য উরুগুয়ের কলন ফুটবল ক্লাবে (Colon Futbol club) লোনে যোগ দিলেন প্রতিভাবান ভারতীয় ফুটবলার বিজয় ছেত্রী (Bijay Chhetri)। তাঁকে মরশুম শেষে পাকাপাকি ভাবে দলে নেওয়ার সুযোগও রয়েছে উরুগুয়ের ক্লাবটির কাছে।
কলন কিন্তু শতাধিক বছরের পুরনো একটি ফুটবল ক্লাব। মন্টেভিডিওতে ক্লাবটির প্রধান কার্যালয় রয়েছে। উরুগুয়ের দ্বিতীয় ডিভিশনে এই ক্লাবটি প্রতিদ্বন্দ্বিতা করে। প্রথম ভারতীয় ফুটবলার হিসাবে কোনও লাতিন আমেরিকান ক্লাবের সঙ্গে পেশাদার চুক্তি সই করে ইতিহাস গড়লেন বিজয় ছেত্রী। ভারতীয় তরুণের বিদেশি ক্লাবে সুযোগ পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ভারতীয় ফুটবলমহলে।
চেন্নাইয়িন এফসির অন্যতম কর্ণধার ভিনা দানি এই প্রসঙ্গে বলেন, 'বিশ্বের অন্যতম সেরা ফুটবল দেশের ক্লাবে বিজয় যোগ দেওয়ায় আমরা খুবই উচ্ছ্বসিত। উরুগুয়ে নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওরা দুইটি অলিম্পিক্স মেডেল এবং ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ এবং ১৯৫০ সালে ব্রাজিলে আবারও বিশ্বকাপ জেতে। কলন ফুটবল ক্লাব সেই ইতিহাসের অঙ্গ। প্রথম বিশ্বকাপেরও আগে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম ভারতীয় ফুটবলার হিসাবে লাতিন আমেরিকার ক্লাবের সঙ্গে পেশাদার চুক্তি সই করা বিজয়কে আমরা তরফে অনেক অনেক শুভেচ্ছা।'
ছেত্রীও নিজের নতুন সফর ঘিরে উত্তেজনায় ফুটছেন। ২২ বছর বয়সি তরুণ ডিফেন্ডার বলেন, 'আমার পেশাদার কেরিয়ারে এই সুযোগটা পেয়ে আমি খুবই উৎসাহিত। আমি আশা করছি নিজের সেরাটা দিয়ে কলন আমাদের প্রতি যে আস্থা দেখিয়েছে তার প্রতিদান দিতে পারব। আমি নিশ্চিত যে আমি ভাল পারফর্ম করলেও, পরবর্তীতে আমার মতো আরও অনেক ভারতীয় ফুটবলারের বিদেশের ক্লাবে খেলার এই পথ সুগম হবে।'
এর পাশাপাশি চেন্নাইয়িন এফসির কর্ণধারকেও সমস্ত রকম সাহায্যের জন্য ধন্যবাদ জানাতে ভোলেননি বিজয়। গত বছরের জুলাই মাসে তরুণ ডিফেন্ডারকে দলে নিয়েছিল চেন্নাইয়িন এফসি। তারপর থেকে মণিপুরের ফুটবলার চেন্নাইয়িনেই নিজেকে ঘষামাজার কাজ চালিয়েছেন। এবার তাঁর সামনে নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: রাজস্থানের জয়ের ধারা অব্য়াহত থাকবে, না দিল্লি প্রথম জয় পাবে, কোথায়-কখন দেখবেন ম্যাচ?