RR vs DC IPL 2024 Live Streaming: রাজস্থানের জয়ের ধারা অব্য়াহত থাকবে, না দিল্লি প্রথম জয় পাবে, কোথায়-কখন দেখবেন ম্যাচ?
RR vs DC: রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত আইপিএলে ২৭ বার একে অপরের মুখোমুখি হয়েছে।
জয়পুর: আইপিএলের ১৭তম সংস্করণের (IPL 2024) নবম ম্যাচে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) একে অপরের মুখোমুখি হবে। একদিকে যেখানে রাজস্থান লিগ তালিকার শীর্ষে ওঠার লক্ষ্যে মাঠে নামবে, সেখানে দিল্লির উদ্দেশ্য মরশুমের প্রথম দুই পয়েন্ট ঘরে তোলা। দুই দলেই তরুণ অধিনায়কের মগজাস্ত্রের লড়াইয়ের দিকে তো নজর থাকবেই, পাশাপাশি দুই দুরন্ত স্পিনার এবং তারকা ফাস্ট বোলার এবং বিধ্বংসী ওপেনারদের মধ্যে কে নজর কাড়েন, সেই দিকেও লক্ষ্য রাখবেন ক্রিকেটপ্রেমীরা।
কাদের ম্যাচ?
মরশুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস একে অপরের মুখোমুখি হতে চলেছে।
ম্যাচটি জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে আয়োজিত হবে।
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায়, টস তার ঠিক আধ ঘণ্টা আগে, সন্ধে ৭ টায়।
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই টুর্নামেন্ট।
২২ গজের চরিত্র
রাজস্থান বনাম লখনউয়ের ম্যাচে ২২ গজে খেলা হয়েছিল, আজকের ম্যাচটিও তেমনই এক পিচে আয়োজিত হওয়ার কথা। জয়পুরের প্রখর গরমে পিচ শুষ্ক পিচে কিন্তু স্পিনাররা মদত পেতে পারেন। অর্থাৎ কুল-চার লড়াই, মানে দুই দলের দুই তারকা স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের সামনে কিন্তু ম্য়াচে পার্থক্য গড়ে দেওয়ার বড় সুযোগ রয়েছে।
A bond beyond 🏏 🫶#YehHaiNayiDilli #IPL2024 pic.twitter.com/Rd4JzCL0os
— Delhi Capitals (@DelhiCapitals) March 27, 2024
হেড-টু-হেড
রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত আইপিএলে ২৭ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে দিল্লি ১৩টি ম্যাচ জিতেছে। রাজস্থান এক বেশি, ১৪ ম্যাচে জয়ের মুখ দেখেছে।
পরিবেশ
ম্যাচের শুরুর সময় তাপমাত্রা ৩৪ ডিগ্রি থাকার পূর্বাভাস, তবে রাত গড়ালে তা কমে ৩০ ডিগ্রিতে নামতে পারে। ম্যাচে বৃষ্টির কোনওরকম প্রভাব ফেলার সম্ভাবনা এবং আর্দ্রতাও ৩১ শতাংশের আশেপাশে থাকবে। অর্থাৎ শুষ্ক, তপ্ত পরিবেশে এই ম্যাচটি খেলা হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামলেই ঋষভ পন্থের সেঞ্চুরি নিশ্চিত