ISL 2025 Semifinal: ঘরের মাঠে বড় ব্যবধানে জিতে ফাইনালের পথে পা বাড়াতে মরিয়া বাগান শিবির
Mohun Bagan Supergiants vs Jamshedpur FC: চলতি মরশুমে ঘরের মাঠে টানা এগারোটি ম্যাচ জিতে আইএসএলের নজির গড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার সেই ঘরের মাঠেই সেমিফাইনালের দ্বিতীয় লেগ।

কলকাতা: টানা এক ডজন ম্যাচে অপরাজিত থাকার পর গত ম্যাচে, অর্থাৎ, সেমিফাইনালের প্রথম লেগে হারতে হয়েছে চলতি আইএসএলের লিগশিল্ড জয়ী মোহনবাগান সুপার জায়ান্টকে। তাও আবার শেষ মুহূর্তের গোলে। ফাইনালে উঠতে গেলে সেমিফাইনালের দ্বিতীয় লেগে তাদের জামশেদপুর এফসি-কে তো হারাতে হবেই, অন্তত দু’গোলের ব্যবধানে জিততে হবে।
চলতি মরশুমে ঘরের মাঠে টানা এগারোটি ম্যাচ জিতে আইএসএলের নজির গড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার সেই ঘরের মাঠেই সেমিফাইনালের দ্বিতীয় লেগ। এই ১১টি জয়ের মধ্যে মাত্র চারটিতে তারা ১-০-য় জিতেছে। বাকি সব ম্যাচেই একাধিক গোল করেছে তারা। এই জামশেদপুর এফসি-কেই ঘরের মাঠে ৩-০-য় হারিয়েছিল সবুজ-মেরুন বাহিনী। এ সব মাথায় রেখেই সোমবার একাধিক গোল করে ফাইনালে উঠতে বদ্ধপরিকর সবুজ-মেরুন ফুটবলাররা।
দ্বিতীয় লেগে ‘অন্য খেলা’!
প্রথম সেমিফাইনালে ১-২-এ হারার পর তাদের কোচ হোসে মোলিনা বলেই দিয়েছিলেন, পরের ম্যাচে সম্পুর্ণ অন্য খেলা দেখাবে তাঁর দল। নিজেদের সমর্থকদের সামনে তারা যুবভারতীতে বরাবরই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। সোমবারও যে সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য মরিয়া হয়ে উঠবে তারা, এই নিয়ে কোনও সন্দেহ নেই।
সবচেয়ে বড় কথা গত ম্যাচে পূর্ণশক্তির দল নিয়ে নামতে পারেনি কলকাতার দল। মনবীর সিং ও আপুইয়া চোটের জন্য খেলতে না পারায় আক্রমণের কৌশল পাল্টাতে হয় তাদের। এই দুই নির্ভরযোগ্য তারকা দলে ফিরলে চেনা আগ্রাসী মেজাজে দেখা যেতে পারে তাদের।
ডানদিক দিয়ে মনবীর ও বাঁ দিক দিয়ে লিস্টন কোলাসোর আক্রমণে ওঠা, মাঝখানে জেসন কামিংস, জেমি ম্যাকলারেন, দিমিত্রিয়স পেট্রাটস, গ্রেগ স্টুয়ার্টদের মধ্যে দু’জনকে আক্রমণে রেখে বারবার যে ভাবে বাজিমাত করেছে সবুজ-মেরুন বাহিনী, সে ভাবেই আর এক ম্যাচে বাজিমাত করার পরিকল্পনা নিয়েই নিশ্চয়ই মাঠে নামবে তারা। রক্ষণে দুই বিদেশী আলবার্তো রড্রিগেজ ও টম অলড্রেড এবং অভিজ্ঞ অধিনায়ক শুভাশিস বোস ও আশিস রাইদের ভরসাও পাবে দল। সব মিলিয়ে যে দল নিয়ে শিল্ড-অভিযানে সফল হয়েছেন মোলিনা, এ বার সেই দল নিয়েই কাপ জয়ের লক্ষ্যেও সফল হওয়ার লক্ষ্য নিয়ে নামবে তারা।
অতি রক্ষণাত্মক ইস্পাতবাহিনী?
যাঁরা ভাবছেন, গত ম্যাচ জিতে থাকায় এই ম্যাচে জামশেদপুরের ওপরে চাপ কম থাকবে, তাঁরা বোধহয় ঠিক নয়। ফাইনালে উঠতে গেলে খালিদ জামিলের দলের ড্র করলেই চলবে, এটা ঠিকই। সে জন্য জামশেদপুর এফসি অতি রক্ষণাত্মক ফুটবলও খেলতে পারে। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের মতো আগ্রাসী দলের বিরুদ্ধে টানা ৯০ মিনিট বা তারও বেশি সময় ধরে রক্ষণাত্মক ফুটবল খেলার পরিকল্পনা নিয়ে শেষ পর্যন্ত নিজেদের দূর্গ ধরে রাখা তাদের পক্ষে সম্ভব হবে কি না, সেটাই প্রশ্ন।
সোমবারের ম্যাচ বেশ কঠিন হতে চলেছে জামশেদপুরের পক্ষে। কারণ, প্রথম সেমিফাইনালে চতুর্থ হলুদ কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারবেন না তাদের প্রথম দলের দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার স্টিফেন এজে ও আশুতোষ মেহতা। এ ছাড়া তার আগের ম্যাচে লাল কার্ড দেখায় এমনিতেই মাঠের বাইরে রয়েছেন মোবাশির রহমান। ফলে সেরা এগারো নামানো কঠিন খালিদের পক্ষে। তথ্য সংগ্রহ: আইএসএল






















