ISL: শেষ ১০ মিনিটেই সাদা কালো ব্রিগেডকে ৩-০ গোলে হারিয়ে আইএসএলে দুরন্ত জয় মুম্বইয়ের
Mohammedan SC vs Mumbai City FC: তাঁদের দল যে চাপের মুখে দমে যায়নি, তা বোঝাতে কার্লোস ফ্রাঙ্কা। দ্রুত পাল্টা আক্রমণে ওঠে তারা। ফ্রাঙ্কার উদ্দেশ্যে একটি বল বাড়িয়ে দেন জুডিকা।

মুম্বই: মাত্র দশ মিনিটের মধ্যে তিন গোল করে মহমেডান এসসিকে হারিয়ে লিগ টেবলে পাঁচ নম্বরে উঠে এল মুম্বই সিটি এফসি। রবিবার নিজেদের ঘরের মাঠ মুম্বই ফুটবল এরিনায় রীতিমতো দাপুটে ফুটবল খেলে চলতি লিগের সাত নম্বর জয়টি পায় তারা। এ দিন প্রায় ৭০ শতাংশ বলের দখল রাখে তারা এবং সারা ম্যাচে তিনটি শট লক্ষ্যে রাখে এবং প্রতিটি থেকেই গোল পায়। এই জয়ের ফলে ১৭ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট অর্জন করল তারা।
এদিন প্রথমার্ধে মুম্বই সিটি এফসির আক্রমণকে বেশিরভাগই নেতৃত্ব দেন বিপিন সিং। বেশি সময় নষ্ট না করে নিজেদের ছন্দে নিয়ে চলে আসে তারা। বিপিন সিংকে ১৮-গজের বক্সের মধ্যে একটি সোজা পাস দেন বিক্রম প্রতাপ সিং, যা মহামেডান এসসির রক্ষণভাগে চিড় ধরায়। কিন্তু বিপিনের শট লক্ষ্যভ্রষ্ট হয়ে অনেক ওপরে চলে যায়। এর মিনিট খানেক পর ফের মহমেডান এসসির বক্সে প্রবেশ করেন বিপিন। গতিময় লালিয়ানজুয়ালা ছাংতে বিপিনকে বাঁ উইংয়ের ভেতরের চ্যানেলে বল বাড়ান। নীচের বাঁদিকের কোণ লক্ষ্য করে শট নেন বিপিন। কিন্তু মহমেডান গোলরক্ষক পদম ছেত্রী অসাধারণ ক্ষিপ্রতায় তা আটকে দেন।
তাঁদের দল যে চাপের মুখে দমে যায়নি, তা বোঝাতে কার্লোস ফ্রাঙ্কা। দ্রুত পাল্টা আক্রমণে ওঠে তারা। ফ্রাঙ্কার উদ্দেশ্যে একটি বল বাড়িয়ে দেন জুডিকা। কিন্তু তাঁর শট বাইরে চলে যায়, যা মুম্বই সিটি এফসির রক্ষণভাগকে সতর্ক করে তোলে। ধারাবাহিকভাবে আক্রমণ ক্রমশ জোরালো করে তোলে মুম্বই এবং প্রায় পুরো দলই মহমেডান এসসির বক্সে ঘন ঘন হানা দিতে শুরু করে। সেন্ট্রাল ডিফেন্ডার তিরি একটি হেড করেন, যা থায়ের ক্রোমার কাছে পৌঁছয়। তবে, ২৯তম মিনিটে ক্রোমার শটও লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়।
দ্বিতীয়ার্ধে ছাঙতে বুঝিয়ে দেন যে, হোম টিম প্রথমার্ধের মতো একই তীব্রতায় খেলার পরিকল্পনা নিয়ে নেমেছেন। ৪৬তম মিনিটে ডান প্রান্ত ধরে দ্রুত এগিয়ে যান ছাঙতে এবং বক্সের মধ্যে বল ধরে প্রথম চেষ্টায় শট নেন। তবে বলটি পোস্টে লেগে ফিরে আসে। ৭২ মিনিটের মাথায় অবশেষে তারা প্রথম খরা কাটায়, যা গৌরব বোরার আত্মঘাতী গোল থেকে আসে। বিপিন বাঁ প্রান্ত থেকে একটি দূরপাল্লার শট নেন, যা বোরার মাথায় লেগে গোলের দিকে চলে যায়। পরিস্থিতি সামাল দিতে লাফান পদম ছেত্রী, কিন্তু যথেষ্ট ফাঁকা জায়গাও রেখে দেন তিনি, যেখান দিয়ে বল জালে জড়িয়ে যায় (১-০)। ৭৮তম মিনিটে বোরার চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে ওঠে। মাঝখান দিয়ে বল নিয়ে এগিয়ে যান ম্যাচের সেরা জন টোরাল এবং ডান প্রান্তে ছাঙতেকে একটি পাস দেন। সময় নষ্ট না করে শট নেন ছাঙতে, যা বোরার শরীরে লেগে গোললাইনে অতিক্রম করে যায় (২-০)।
মহমেডান এসসি তাদের বক্সে খেলোয়াড়ের সংখ্যা বাড়িয়ে মুম্বই সিটি এফসির আক্রমণ ঠেকানোর চেষ্টা করে। তবে ছাঙতের গতি এবং দক্ষতা অতিথি দলের রক্ষণভাগকে সমস্যায় ফেলে দেয়। একবার মহম্মদ জাসিমের বিরুদ্ধে ওয়ান টু ওয়ান অবস্থানে ছিলেন তিনি। বক্সে ঢোকার পরিবর্তে একটি শক্তিশালী ক্রস দেন ছাঙতে, যা প্রতিপক্ষের রক্ষণে ফের ফাটল ধরায়। বল ক্রোমার কাছে পৌঁছয়, যিনি প্রথম ছোঁয়াতেই শট নেন এবং বল জালে জড়িয়ে যায় (৩-০)। তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
