ISL: ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে হার মহমেডানের, পয়েন্ট টেবিলের তলানিতে সাদা কালো বাহিনী
Mohammedan SC vs Mubai City: ম্যাচের ৩৬ মিনিটের মাথায় মহম্মদ ইরশাদ ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠে ছেড়ে চলে যাওয়ায় মহমেডান বাকি সময়টা দশজনে খেলে।
কলকাতা: মহমেডানের (Mohammedan SC) ব্যর্থতার ধারাবাহিকতা বহাল রইল। এ বার গতবারের কাপজয়ী মুম্বই সিটি এফসি-র কাছেও হারল তারা। এই নিয়ে টানা আটটি ম্যাচে জয়হীন কলকাতার সাদা-কালো বাহিনী। এর মধ্যে সাতটিতেই হেরেছে তারা। এ দিন তাদের ১-০-য় হারালেও প্রত্যাশার স্তরে পৌঁছতে পারেনি মুম্বই সিটি এফসি। প্রায় এক ঘণ্টা দশজনে খেলা মহমেডানের বিরুদ্ধে আরও বড় ব্যবধানে জেতার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু সেই সুযোগ তারা এ দিন কাজে লাগাতে পারেনি।
রবিবারের এই জয়ের ফলে অবশ্য লিগ টেবলে দুই ধাপ ওপরে উঠল মুম্বই। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে সরিয়ে সাত নম্বরে জায়গায় করে নিল। ছ’নম্বরে থাকা জামশেদপুর এফসি-র সঙ্গে তাদের আর মাত্র এক পয়েন্টের ফারাক।
এ দিন প্রথমার্ধে একটিও শট গোলে রাখতে পারেনি কোনও দলই। মহমেডানের সারা ম্যাচেই কোনও শট লক্ষ্যে ছিল না। দ্বিতীয়ার্ধে খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নিয়ে চলে আসে মুম্বই। ছ-ছ’টি শট গোলে রাখে তারা। এর মধ্যে প্রথম শটটিই জালে জড়িয়ে দেন বিক্রম প্রতাপ সিং। এ ছাড়া আর কোনও শটেই গোল পায়নি তারা।
ম্যাচের ৩৬ মিনিটের মাথায় মহম্মদ ইরশাদ ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠে ছেড়ে চলে যাওয়ায় মহমেডান বাকি সময়টা দশজনে খেলে। এই কারণেই দ্বিতীয়ার্ধে তারা পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের প্রথম ২২ মিনিটে দু’টি শট নেওয়ার পর আর কোনও শট নেয়নি তারা। একমাত্র বিক্রম ছাড়া আর কেউ তাতে চিড় ধরাতে পারেনি। এর জন্য অবশ্য কৃতিত্ব প্রাপ্য মহমেডান গোলকিপার ভাস্কর রায়েরও। এ দিন পাঁচটি প্রায় অবধারিত গোল সেভ করেন তিনি।
শেষ ছ’টি ম্যাচের মধ্যে এটি তৃতীয় জয় মুম্বইয়ের। সব মিলিয়ে চতুর্থ জয় তাদের। চলতি লিগে এ দিনই প্রথম গোল পেলেন বিক্রম প্রতাপ সিং। উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাঙতে এ দিনও ফর্মে ফিরতে পারেননি। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৯০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি। এ ছাড়া এই লিগে আর কোনও গোল নেই তাঁর। যা নিশ্চয়ই দুশ্চিন্তায় রাখবে তাদের কোচ পিটার ক্রাতকিকে। তথ্য: আইএসএল
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।