Indian Football: এশিয়ান কাপের বাছাইপর্বে কাদের বিরুদ্ধে মাঠে নামবে ভারতের ছোটরা?
AFC U-23 Asian Cup Qualifiers: এই বাছাই পর্বে মোট ৪৪টি দলকে ১১টি গ্রুপে ভাগ করা হয়েছে। বাছাই পর্বের খেলাগুলি হবে ১ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

নয়াদিল্লি: ভারতের অনূর্ধ্ব ২৩ জাতীয় দলকে এএফসি অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ ২০২৬-এর বাছাই পর্বের (AFC U-23 Asian Cup Qualifiers) গ্রুপ এইচ-এ রাখা হয়েছে। এই গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে আয়োজক কাতার, বাহরিন ও ব্রুনেই দারুসসালাম। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি হাউসে আনুষ্ঠানিকভাবে ক্রীড়াসূচী তৈরি হয়, যেখানে ভারত ছিল পট ৩-এ।
এই বাছাই পর্বে মোট ৪৪টি দলকে ১১টি গ্রুপে ভাগ করা হয়েছে। বাছাই পর্বের খেলাগুলি হবে ১ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। সব ম্যাচই একটি ভেন্যুতে রাউন্ড-রবিন ফরম্যাটে অনুষ্ঠিত হবে। ১১টি গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা চারটি রানার্স-আপ দল ২০২৬-এর এএফসি অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপে খেলবে, যেখানে সৌদি আরব আয়োজক হিসেবে সরাসরি মূল পর্বে অংশ নেবে।
বাছাই পর্বের প্রস্তুতির অংশ হিসেবে, ভারতীয় অনূর্ধ্ব ২৩ দল জুন মাসে তাজিকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রের অনূর্ধ্ব ২৩ দলের বিরুদ্ধে দু’টি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলবে।
এএফসি অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ ২০২৬ বাছাই পর্বে কোন গ্রুপে কে:
- গ্রুপ এ: জর্ডন (আয়োজক), তুর্কমেনিস্তান, চাইনিজ তাইপে, ভুটান
- গ্রুপ বি: জাপান, কুয়েত, মায়ানমার (আয়োজক), আফগানিস্তান
- গ্রুপ সি: ভিয়েতনাম (আয়োজক), ইয়েমেন, সিঙ্গাপুর, বাংলাদেশ
- গ্রুপ ডি: অস্ট্রেলিয়া, চিন (আয়োজক), তিমুর-লেস্তে, নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডস
- গ্রুপ ই: উজবেকিস্তান, ফিলিস্তিন, কিরগিজ প্রজাতন্ত্র (আয়োজক), শ্রীলঙ্কা
- গ্রুপ এফ: থাইল্যান্ড (আয়োজক), মালয়েশিয়া, লেবানন, মঙ্গোলিয়া
- গ্রুপ জি: ইরাক, কম্বোডিয়া (আয়োজক), ওমান, পাকিস্তান
- গ্রুপ এইচ: কাতার (আয়োজক), বাহরিন, ভারত, ব্রুনেই দারুসসালাম
- গ্রুপ আই: সংযুক্ত আরব আমিরশাহী (আয়োজক), ইরান, হংকং, চিন, গুয়াম
- গ্রুপ জে: কোরিয়া প্রজাতন্ত্র, ইন্দোনেশিয়া (আয়োজক), লাওস, ম্যাকাও
- গ্রুপ কে: তাজিকিস্তান (আয়োজক), সিরিয়া, ফিলিপিন্স, নেপাল।
সম্প্রতি আগামী মাসে তাজিকিস্তানের দুশানবে-তে অনুষ্ঠিতব্য প্রস্তুতি ম্যাচগুলির জন্য ২৯ সদস্যের সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করেছেন দলের কোচ নওশাদ মুসা। অনূর্ধ্ব ২৩ দল আগামী ১৮ ও ২১ জুন দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে, যেখানে তারা মুখোমুখি হবে তাজিকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রের অনূর্ধ্ব ২৩ দলের।
ভারত অনূর্ধ্ব ২৩ সম্ভাব্য দল:
গোলকিপার: সাহিল, প্রিয়াংশ দুবে, মোহাম্মদ আরবাজ, ডিফেন্ডার: নিখিল বারলা, দীপেন্দু বিশ্বাস, বিকাশ ইউমনাম, পরমবীর, ক্ল্যারেন্স ফার্নান্ডেজ, সাজাদ হুসেন পারে, মোহাম্মদ সাহিফ, শুভম ভট্টাচার্য, সুমন দে
মিডফিল্ডার: ভিবিন মোহনন, লালরেমতলুয়াঙ্গা ফানাই, ভিনিথ ভেঙ্কটেশ, হর্ষ পাত্রে, রাহুল রাজু, লালরিনলিয়ানা হ্নামতে, ম্যাকার্টন লুইস নিকসন, মাঙ্গলেনথাং কিপগেন, শিভাল্ডো সিং, মোহাম্মদ আইমেন, থোই সিং
ফরোয়ার্ড: পার্থিব গগৈ, মোহাম্মদ সুহেল, কোরু সিং থিংগুজাম, মোহাম্মদ শনন, অ্যালান সাজি, জোসেফ সানি ।
(তথ্য: আইএসএল মিডিয়া)






















