Mohun Bagan Schedule: আইএসএলে মোহনবাগানের সেমিফাইনাল কবে, প্রকাশিত হল সূচি, আরও চনমনে সবুজ-মেরুন শিবির
ISL Fixture: মোহনবাগান সুপার জায়ান্ট-এর পাশাপাশি এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি এবং মুম্বই সিটি এফসি প্লে-অফে তাদের জায়গা নিশ্চিত করেছে।

কলকাতা: আইএসএল-এর (ISL) ২০২৪-২৫ প্লে-অফের সময়সূচি ঘোষণা করা হল।
নক আউট পর্ব শুরু হবে ২৯ ও ৩০শে মার্চ। এর পর ২ ও ৩ এপ্রিল এবং ৬ ও ৭ এপ্রিল দুই লেগের সেমিফাইনাল হবে। বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি হবে ১২ এপ্রিল, শনিবার।
মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) টানা দ্বিতীয়বার লিগ শিল্ড জিতে ইতিহাস সৃষ্টি করেছে। তারা লিগের প্রথম দল হিসেবে এই কীর্তি গড়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট-এর পাশাপাশি এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি এবং মুম্বই সিটি এফসি প্লে-অফে তাদের জায়গা নিশ্চিত করেছে।
THE FINAL EPISODE! 🔥🏆
— Indian Super League (@IndSuperLeague) March 15, 2025
The road to glory kick-starts on 29th March, two do-or-die clashes, four Semi-Final battles, and one epic showdown on April 12! 📅
Click on the link to read more: https://t.co/DwYAOYAQ3Z#ISL #LetsFootball #ISLPlayoffs #ISLFinal pic.twitter.com/ldupCQDxuU
প্লে-অফ ফরম্যাট
তৃতীয় থেকে ষষ্ঠ স্থান অধিকারী দল দু'টি সিঙ্গল লেগ নক আউট ম্যাচে মুখোমুখি হবে, যেখানে বিজয়ীরা সরাসরি সেমিফাইনালে থাকা মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। সেমিফাইনাল দুটি হোম ও অ্যাওয়ে ফরম্যাটে হবে। দুই লেগ মিলিয়ে বিজয়ীরা ১২ এপ্রিল লিগ টেবলে ওপরে থাকা দলের মাঠে ফাইনাল খেলবে।
প্লে অফের ক্রীড়াসূচি নীচে দেওয়া হল -
২৯ মার্চ: নক আউট ১ – বেঙ্গালুরু এফসি (হোম) বনাম মুম্বই সিটি এফসি
৩০ মার্চ: নক আউট ২ – নর্থইস্ট ইউনাইটেড এফসি (হোম) বনাম জামশেদপুর এফসি
২ এপ্রিল: সেমিফাইনাল ১ (প্রথম লেগ) – নক আউট ১-এর বিজয়ী (হোম) বনাম এফসি গোয়া
৩ এপ্রিল: সেমিফাইনাল ২ (প্রথম লেগ) – নক আউট ২-এর বিজয়ী (হোম) বনাম মোহনবাগান সুপার জায়ান্ট
৬ এপ্রিল: সেমিফাইনাল ১ (দ্বিতীয় লেগ) – এফসি গোয়া (হোম) বনাম নক আউট ১-এর বিজয়ী
৭ই এপ্রিল: সেমিফাইনাল ২ (দ্বিতীয় লেগ) – মোহনবাগান সুপার জায়ান্ট (হোম) বনাম নক আউট ২-এর বিজয়ী
১২ এপ্রিল: ফাইনাল – সেমিফাইনাল ১-এর বিজয়ী বনাম সেমিফাইনাল ২-এর বিজয়ী
আইএসএল-এর প্লে অফের ম্যাচগুলি সরাসরি সম্প্রচারিত হবে JioHotstar-এ (ইংরেজি, হিন্দি, বাংলা, মালয়ালি) এবং টেলিভিশনে দেখা যাবে Star Sports – 3 (ইংরেজি, হিন্দি, বাংলা, মালয়ালি) এবং Asianet Plus (মালয়ালি) চ্যানেলে।
আরও পড়ুন: ২৩.৭৫ কোটির সতীর্থকে নিয়ে বড় মন্তব্য দেড় কোটির ক্যাপ্টেনের, মন জিতলেন রাহানে






















