এক্সপ্লোর

ISL 2024-25: ৪০ পেরিয়েও সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রয়েছেন ছেত্রী, প্রথম পাঁচে উপস্থিত মোহনবাগান তারকাও

Sunil Chhetri: ২০২৩-২৪ মরশুমে তিনি মাত্র পাঁচটি গোল করেছিলেন। কিন্তু এ মরশুমে ২৮টি ম্যাচে সুনীল ছেত্রী ১৪টি গোল করেন।

নয়াদিল্লি: দর্শনীয় গোলের দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024-25) ২০২৪-২৫ মরশুম ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে হয়ে উঠেছিল বেশ রোমাঞ্চকর। মোট ১৬৩টি ম্যাচে ৪৬৮টি গোল হয়েছে। অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে ২.৮৭টি করে গোল—যা প্রতি সপ্তাহেই সমর্থকদের উত্তেজনার পারদকে ক্রমশ উর্দ্ধমুখী করে তুলেছে।

এ বারের লিগে দেখা গিয়েছে কিছু চোখ ধাঁধানো গোল, নিখুঁত ফিনিশ ও ক্ষিপ্র ভলি। তবে এ মরশুমে সেরা ফরোয়ার্ডদের অন্যদের চেয়ে আলাদা করে রাখে তাঁদের ধারাবাহিকতা। যদিও তা আগের মরশুমগুলির মতো নয়। এই মরশুমে গোল্ডেন বুটের দৌড়ে বরাবরই একক ভাবে এগিয়ে ছিলেন যিনি, সেই নর্থইস্ট ইউনাইটেড এফসির আলাদিন আজারেই ভারতের এক নম্বর লিগে প্রথমবার নেমেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

এ ছাড়াও বলতেই হবে ভারতীয় ফুটবলের সেরা কিংবদন্তি তারকা সুনীল ছেত্রীর (Sunil Chhetri) কথা, যিনি আন্তর্জাতিক কেরিয়ার থেকে অবসর নেওয়ার পর ক্লাব ফুটবলে নেমে যেন আরও বেশি ধারালো হয়ে উঠেছিলেন। এত গোল করেন যে আইএসএলের শেষ দিকে তাঁকে অবসর ভেঙে ফের ভারতীয় দলে ফিরে আসার জন্য অনুরোধ করেন জাতীয় দলের হেড কোচ মানোলো মার্কেজ। তিনি সেই অনুরোধ রাখেন এবং ভারতীয় দলে ফিরেও গোল করেন।

লিগশিল্ড ও কাপজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকেরা অবশ্যই মনে রাখবেন তাঁদের প্রিয় দলের নয়া বিদেশি তারকা জেমি ম্যাকলারেনকে, যিনি একের পর এক গোল করে দলের আক্রমণের প্রধান ভরসা হয়ে ওঠেন। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছেন আলাদিন। তাঁর আশ্চর্য প্রদীপ দিয়ে আইএসএল গ্রহকে এতটাই আলোকিত করে তুলেছিলেন যে, তাঁকে শুধু গোল্ডেন বুট নয়, গোল্ডেন বল দিয়েও সন্মানিত করা হয়েছে। এই প্রতিবেদনে ফিরে তাকানো যাক মরশুমের সেরা পাঁচ গোলদাতার দিকে, যাঁরা সবাই মিলে এ বারের আইএসএলের মোট গোলের প্রায় ১৫ শতাংশ (৭০ গোল) করেছেন।

আলাদিন আজারেই (নর্থইস্ট ইউনাইটেড এফসি) – ২৩ গোল

মরক্কোর এই ফরোয়ার্ড আইএসএল-এ তাঁর প্রথম মরশুমেই ঝড় তোলেন। ২৩টি গোল করে নজির গড়েন তিনি। রীতিমতো দাপটের সঙ্গে জেতেন গোল্ডেন বুট। প্রতিপক্ষের গোলমুখে তিনি হয়ে উঠেছিলেন ত্রাস। সাতটি ম্যাচে করেন জোড়া গোল, যার মধ্যে ওডিশা এফসি ও জামশেদপুর এফসির বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে, দুই ম্যাচেই জোড়া গোল করেন। আশ্চর্যজনকভাবে, মাত্র ন’টি ম্যাচে তিনি গোল পাননি। তাঁর প্রভাব শুধু গোল করায় সীমাবদ্ধ ছিল না। সাতটি গোলে অ্যাসিস্টও করেন তিনি। সর্বোচ্চ অ্যাসিস্ট প্রদানকারীদের তালিকায় তিনি ছিলেন দ্বিতীয় স্থানে। ফলে তিনি শুধু গোল্ডেন বুটই নয়, জেতেন গোল্ডেন বল-ও। আইএসএল-এর মরশুমসেরা খেলোয়াড় হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেন আলাদিন।

সুনীল ছেত্রী (বেঙ্গালুরু এফসি) – ১৪ গোল

সময়কে অনায়াসে পিছনে ফেলে রেখে এ মরশুমে চমৎকার পারফরম্যান্স উপহার দিয়েছেন ৪০ বছর বয়সের সুনীল ছেত্রী। ২০২৩-২৪ মরশুমে তিনি মাত্র পাঁচটি গোল করেছিলেন। কিন্তু এ মরশুমে ২৮টি ম্যাচে করেন ১৪টি গোল। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে তিনি জোড়া গোল করেন। বেঙ্গালুরুর ঘরের মাঠ কান্তিরাভা স্টেডিয়ামে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে হ্যাটট্রিক করে দলকে ৪-২-এ জেতান। প্লে-অফেও দু’টি গুরুত্বপূর্ণ গোল করেন ছেত্রী। নেতৃত্বে ও গোল দেওয়ায় তিনি ফের প্রমাণ করেন, কেন তাঁকে ভারতের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বলা হয়।

জেমি ম্যাকলারেন (মোহনবাগান সুপার জায়ান্ট) – ১২ গোল

মোহনবাগান সুপার জায়ান্ট-এর হয়ে এটিই প্রথম মরশুম ছিল অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড জেমি ম্যাকলারেনের। ভারতে আসার আগে তিনি অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের সর্বোচ্চ গোলদাতার সন্মান অর্জন করেন। কেন সেই তকমা পাওয়ার যোগ্য তিন, তা ভারতে এসেও প্রমাণ করে ম্যাকলারেন। তাঁর ফুটবল জীবনের প্রথম ভারত সফরের শুরুতেই করেন ১২টি গোল ও দেন দু’টি অ্যাসিস্ট। যদিও মরশুমের শুরুটা তিনি করেন ধীর গতিতে। কিন্তু পরবর্তী সময়ে তিনি দলের গুরুত্বপূর্ণ সময়ে ফর্মে ফিরে আসেন এবং ক্রমশ তাঁর গোলেই নিশ্চিত হয় আইএসএল কাপ জয়ের মুহূর্ত। তাঁর ধারাবাহিকতা ও দক্ষতা দলের জোড়া খেতাব জয়ে বড় ভূমিকা পান করে।

ইয়েসুস জিমিনিজ (কেরল ব্লাস্টার্স এফসি) – ১১ গোল

দিমিত্রিয়স দিয়ামান্তাকসের জায়গায় কেরলর দলে আসা স্প্যানিশ ফরোয়ার্ড জিমিনিজ প্রথম মরশুমেই প্রায় সকলের মনে ছাপ রেখে যান। চোটের কারণে কিছু ম্যাচে খেলতে না পারলেও তিনি ১১টি গোল করেন, যার মধ্যে ছিল টানা ছ’টি ম্যাচে গোল করার নজির। নোয়া সাদাউইয়ের সঙ্গে তাঁর দুর্দান্ত বোঝাপড়া সারা মরশুমে দলের পক্ষে বেশ কার্যকরী হয়ে ওঠে।

লুকা মাজেন (পাঞ্জাব এফসি) – ১০ গোল

পাঞ্জাব এফসি এ বার সেরা পাঁচ দলের মধ্যে থাকতে না পারলেও সেরা পাঁচ গোলদাতার তালিকায় জায়গা করে নিয়েছেন তাদের নির্ভরযোগ্য ফরোয়ার্ড লুকা মাজেন। গত মরশুমে আটটি গোল করা এই স্লোভেনিয়ান স্ট্রাইকার এবার করেছেন দশটি গোল। বক্সের মধ্যে তাঁর ক্ষিপ্র গতি, গোলে শক্তিশালী শট এবং বল নিয়ে গতিময় ড্রিবলিং তাঁকে দলের সবচেয়ে নির্ভরযোগ্য গোলদাতা হিসেবে জায়গা করে দিয়েছে। নতুন কোচ ও নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নিয়ে নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতাও বজায় রেখেছেন তিনি।

এ ছাড়াও যাদের কথা উল্লেখ না করলে নয়, তাঁরা হলেন, আরমান্দো সাদিকু, নিকোলাওস কারেলিস ও উইলমার জর্ডান গিল—তিনজনই ১০টি করে গোল করেছেন, তবে মাজেনের তুলনায় মাঠে বেশি সময় থেকেছেন তাঁরা।

(তথ্য: আইএসএল মিডিয়া)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Year Ender 2025: অপারেশন সিঁদুর: দুষ্টের দমন, শিষ্টের পালন, দেশ আগলে রাখার পণ, বছর শেষে ফিরে দেখা সেই সন্ধিক্ষণ
অপারেশন সিঁদুর: দুষ্টের দমন, শিষ্টের পালন, দেশ আগলে রাখার পণ, বছর শেষে ফিরে দেখা সেই সন্ধিক্ষণ
Look Back 2025: না থেকেও রয়ে গিয়েছেন হৃদমাঝারে, ২০২৫ হারানোর বছরও
না থেকেও রয়ে গিয়েছেন হৃদমাঝারে, ২০২৫ হারানোর বছরও
Viral 2025: বছরভর সোশাল মাতিয়ে দিল এই ভিডিওগুলিই! বছর শেষের দিনে একনজরে এবছরের ভাইরাল ভিডিও
বছরভর সোশাল মাতিয়ে দিল এই ভিডিওগুলিই! বছর শেষের দিনে একনজরে এবছরের ভাইরাল ভিডিও
Tollywood Bollywood Year Ender: কারও বিয়ে, কারও বিচ্ছেদ, ২০২৫ সালে টলি-বলি তারকাদের ব্যক্তিগত জীবনও রইল চর্চায়
কারও বিয়ে, কারও বিচ্ছেদ, ২০২৫ সালে টলি-বলি তারকাদের ব্যক্তিগত জীবনও রইল চর্চায়

ভিডিও

Swargorom Plus: ফের স্বমহিমায় দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপির এই চতুষ্কোণেই কি বদলাবে রাজ্য়ের সমীকরণ?
Swargorom Plus: 'রাহুল গান্ধীকে নকল করার চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের', কটাক্ষ অধীরের
Chhok Bhanga 6Ta: শাহ-বৈঠকের পরেই সক্রিয় দিলীপ। শমীকের সঙ্গে বৈঠক। কটাক্ষ তৃণমূলের।
Loknandan Utsav News | হালতু নন্দীবাগানের 'লোকনন্দন উৎসব' এবার পা দিল এগারোতম বর্ষে | ABP Ananda LIVE
Happy New Year 2026: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬: ফেস্টিভ মুডে শহর থেকে জেলা, বর্ষবরণ উদযাপনে ব্যস্ত কলকাতা

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Year Ender 2025: অপারেশন সিঁদুর: দুষ্টের দমন, শিষ্টের পালন, দেশ আগলে রাখার পণ, বছর শেষে ফিরে দেখা সেই সন্ধিক্ষণ
অপারেশন সিঁদুর: দুষ্টের দমন, শিষ্টের পালন, দেশ আগলে রাখার পণ, বছর শেষে ফিরে দেখা সেই সন্ধিক্ষণ
Look Back 2025: না থেকেও রয়ে গিয়েছেন হৃদমাঝারে, ২০২৫ হারানোর বছরও
না থেকেও রয়ে গিয়েছেন হৃদমাঝারে, ২০২৫ হারানোর বছরও
Viral 2025: বছরভর সোশাল মাতিয়ে দিল এই ভিডিওগুলিই! বছর শেষের দিনে একনজরে এবছরের ভাইরাল ভিডিও
বছরভর সোশাল মাতিয়ে দিল এই ভিডিওগুলিই! বছর শেষের দিনে একনজরে এবছরের ভাইরাল ভিডিও
Tollywood Bollywood Year Ender: কারও বিয়ে, কারও বিচ্ছেদ, ২০২৫ সালে টলি-বলি তারকাদের ব্যক্তিগত জীবনও রইল চর্চায়
কারও বিয়ে, কারও বিচ্ছেদ, ২০২৫ সালে টলি-বলি তারকাদের ব্যক্তিগত জীবনও রইল চর্চায়
Year Ender 2025: জুবিনের মৃত্যু, সেফের ওপর হামলা, খুনের হুমকি সলমনকে! বিনোদন দুনিয়া যে সব ঘটনায় তোলপাড় হল বছরভর
জুবিনের মৃত্যু, সেফের ওপর হামলা, খুনের হুমকি সলমনকে! বিনোদন দুনিয়া যে সব ঘটনায় তোলপাড় হল বছরভর
Lookback 2025: তালিকায় সবার ওপরে কোহলি, ২০২৫ সালে কোন ক্রিকেটার কত টাকা আয় করলেন? প্রথম সাত
তালিকায় সবার ওপরে কোহলি, ২০২৫ সালে কোন ক্রিকেটার কত টাকা আয় করলেন? প্রথম সাত
Year Ender 2025: বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনা থেকে এশিয়া কাপ ঘিরে নাটক, ২০২৫ জুড়ে ক্রিকেটে বিতর্ক আর বিতর্ক
বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনা থেকে এশিয়া কাপ ঘিরে নাটক, ২০২৫ জুড়ে ক্রিকেটে বিতর্ক আর বিতর্ক
Lookback 2025: চমকে দিয়ে অবসর নেন রোহিত-কোহলি, ২০২৫ সালে বাইশ গজকে বিদায় জানালেন কোন কোন তারকা?
চমকে দিয়ে অবসর নেন রোহিত-কোহলি, ২০২৫ সালে বাইশ গজকে বিদায় জানালেন কোন কোন তারকা?
Embed widget