Inter Miami: এক সময়ের সতীর্থই এখন মেসির কোচ, বড় ঘোষণা ইন্টার মায়ামির
Javier Mascherano: লিওনেল মেসি (Messi) এবার কোচ হিসাবে পেলেন ২০১৪ বিশ্বকাপের সতীর্থ হাভিয়ের মাসচেরানোকে (Javier Mascherano)। আর্জেন্তিনার প্রাক্তন ডিফেন্ডারকে কোচ হিসাবে নিয়োগ করল ইন্টার মায়ামি।
মায়ামি: একটা সময় জাতীয় দলের হয়ে মাঠ কাঁপিয়েছেন দুজনে মিলে। ২০১৪ সালের বিশ্বকাপে আর্জেন্তিনাকে ফাইনালে তোলার অন্যতম কারিগর। মারিও গোয়েৎজের গোলে অল্পের জন্য বিশ্বকাপ জয়ের স্বপ্ন হাতছাড়া হয়েছিল সেবার আর্জেন্তিনার।
সেই লিওনেল মেসি (Lionel Messi) এবার কোচ হিসাবে পেলেন ২০১৪ বিশ্বকাপের সতীর্থ হাভিয়ের মাসচেরানোকে (Javier Mascherano)। আর্জেন্তিনার প্রাক্তন ডিফেন্ডারকে কোচ হিসাবে নিয়োগ করল ইন্টার মায়ামি। তাতা মার্তিনোর স্থলাভিষিক্ত হলেন মাসচেরানো। তবে মায়ামির দায়িত্ব নেওয়ার জন্য আর্জেন্তিনার যুব দলের দায়িত্ব ছাড়তে হচ্ছে ৪০ বছর বয়সী মাসচেরানোকে।
কোচিং কেরিয়ার সবে শুরু করেছেন আর্জেন্তিনার প্রাক্তন ফুটবলার। যিনি আর্জেন্তিনা জাতীয় ফুটবল দলের অধিনায়কও ছিলেন। মাসচেরানোর কাছে ইন্টার মায়ামির কোচিং বড় এক চ্যালেঞ্জ হতে চলেছে বলেই মনে করছে ফুটবল বিশ্ব।
শুধু জাতীয় দলে নয়, ক্লাব ফুটবলেও মেসির সতীর্থ ছিলেন মাসচেরানো। ২০১০ সাল থেকে ২০১৮ পর্যন্ত বার্সেলোনার জার্সিতে মেসির সঙ্গে মাঠ মাতিয়েছেন তিনি। পেয়েছেন অনেক সাফল্যও। ক্লাব ফুটবলে মাসচেরানো খেলেছেন রিভার প্লেট, করিন্থিনিয়ান্স ও লিভারপুলের জার্সিতেও। আর্জেন্তিনা জাতীয় দলেও এক যুগের বেশি সময় একসঙ্গে খেলেছেন দুই তারকা।
ডিফেন্সিভ মিডফিল্ডার ও সেন্টার ব্যাক হিসেবে খেলতেই স্বচ্ছন্দ ছিলেন মাসচেরানো। ২০১৮ সালে অবসর ঘোষণা করেছিলেন তিনি। পরে আর্জেন্তিনা অনূর্ধ্ব ২০ ও আর্জেন্তিনা অলিম্পিক্স দলের কোচ হিসাবে দায়িত্ব নেন। তবে এই প্রথম কোনও ক্লাবের কোচ হলেন তিনি।
আরও পড়ুন: কিনব না কথা দিয়েও কেন পন্থের জন্য নিলামে ঝাঁপিয়েছিল দিল্লি? ফাঁস করলেন অন্যতম শীর্ষ কর্তা
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত মাসচেরানো। বলেছেন, 'ইন্টার মায়ামির মতো ক্লাবকে প্রশিক্ষণ দিতে পারাটা আমার জন্য সম্মানের এবং এই সুযোগ আমি সফলভাবে কাজে লাগানোর জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করব। এই ক্লাবকে নতুন উচ্চতায় তুলে ধরতে এবং ক্লাবের সমর্থকদের আরও অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার লক্ষ্যে আমি ইন্টারের সকলের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।'
তবে শুধু মেসি নন, মাসচেরানো নতুন ক্লাবে বার্সেলোনা সতীর্থদের মধ্যে ছাত্র হিসাবে পাচ্ছেন লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সের্খিও বুসকেতসকেও।
আরও পড়ুন: ঝুলিতে ২১ ক্রিকেটার, চোখধাঁধানো দাম পেলেন বেঙ্কটেশ, কেমন হল কেকেআর দল?