ISL 2024: চলতি আইএসএলে নিজের সেরা গোলটি কি জামশেদপুরের বিরুদ্ধেই করে ফেললেন বাগানের কোলাসো?
ISL: শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে দলের ৩-০ জয়ে দ্বিতীয় গোলটি করেন গোয়ানিজ তারকা। আইএসএলে তাঁর শেষ গোলটি ছিল এ বছর ১৫ এপ্রিল, মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে।
কলকাতা: শনিবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে মাঠে নামার আগে এ মরশুমের সাতটি ম্যাচে তাঁর না ছিল কোনও গোল, না ছিল অ্যাসিস্ট। বক্সের বাইরে থেকে ১৭টি শট নিয়েছিলেন তিনি। তার মধ্যে সাতটি ছিল গোলের লক্ষ্যে। কিন্তু একবারও জালে বল জড়াতে পারেননি। দুর্ভাগ্য তাড়া করে বেড়াচ্ছিল তাঁকে। কিন্তু অসীম ধৈর্য্য নিয়ে মাটি কামড়ে পড়েছিলেন তিনি। পরিশ্রমে একটুও ঘাটতি হতে দেননি। শনিবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে সেই লড়াইয়েরই ফল পেলেন মোহনবাগান সুপার জায়ান্টের তারকা উইঙ্গার লিস্টন কোলাসো।
শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে দলের ৩-০ জয়ে দ্বিতীয় গোলটি করেন গোয়ানিজ তারকা। আইএসএলে তাঁর শেষ গোলটি ছিল এ বছর ১৫ এপ্রিল, মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে। তার পর থেকে মোট ২৭টি শট গোলে রেখেও সেগুলির মধ্যে কোনওটি গোলে রাখতে পারেননি তিনি। ২৮তম চেষ্টায় অবশেষে গোল পেলেন। ধৈর্য্য ও অধ্যবসায়-সহ কঠোর পরিশ্রম করে গিয়েছেন এত দিন ধরে। অবশেষে তারই ফল পেলেন তিনি।
ম্যাচের পর মিক্সড জোনে এসে কোলাসো বলেন, ''এই জয়টা আমার কাছে বড় প্রেরণা। আমাদের এ বার এই ভাল খেলাটা চালিয়ে যেতে হবে এবং কঠোর অনুশীলনও করে যেতে হবে''। অনেক ভাল ভাল গোল আইএসএলে এ পর্যন্ত ১০৪টি ম্যাচ খেলেছেন গোয়া থেকে উঠে আসা ২৬ বছর বয়সি এই ফুটবলার। ১৮টি গোল করেছেন ও ১৬টি অ্যাসিস্ট করেছেন। গত মরশুমে চারটি গোল করেন ও চারটি গোল করতে মদত দেন। শনিবারের গোলটিই তাঁর সেরা গোল কি না, জানতে চাইলে তাতে সায় দেননি কোলাসো।
তাঁর মতে, ১৫ এপ্রিলের সেই গোল ছিল অনেক বেশি দামী। তিনি বলেন, ''এটা আমার সেরা গোল নয়। গত মরশুমে লিগ শিল্ড পাওয়ার ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে যে গোলটা করেছিলাম, সেই গোলটা এর চেয়েও বেশি মূল্যবান ছিল। কারণ, সেই গোল আমাদের শিল্ড জিততে সাহায্য করেছিল। তবে এই গোলটাও আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। কারণ, এ মরশুমের এটাই আমার প্রথম গোল। প্রতিটি গোলই গুরুত্বপূর্ণ।''
এই ম্যাচের আগের দিন, কোলাসো সাংবাদিক বৈঠকে বলেছিলেন, ''২০২১-২২-এ যে বার মোহনবাগানে প্রথম আসি, তখন নিজের খেলায় অনেক উন্নতি করার তাগিদ ছিল আমার। আমি মনে করি, এখনও সেই তাগিদটা আছে আমার। তবে অনেক সময় অনেক চেষ্টা করেও ফল মেলে না। আমার ক্ষেত্রেও এটা অনেকবার হয়েছে। তাও আমি প্রচুর পরিশ্রম করছি এবং সমানে চেষ্টা করে যাচ্ছি। ২১-২২-এও আমার রুটিন, অধ্যবসায় যে রকম ছিল, এখনও তাই আছে। চেষ্টায় কোনও ঘাটতি রাখছি না। কিন্তু শেষ টাচটা কিছুতেই ঠিকমতো করতে পারছি না। জানি সমর্থকেরা আমার কাছ থেকে গোল চান। নিজের পারফরম্যান্স যে আরও ভাল হতে পারে, তা আমি জানি। চেষ্টা করে যাচ্ছি। আশা করি, সফল হব।''
তথ্য সংগ্রহ: আইএসএল