Kylian Mbappe: প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে এমবাপে, চোট কি গুরুতর?
Kylian Mbappe Injury: আলভেসের বিরুদ্ধে ঘরের মাঠে রিয়ালের হয়ে খেলতে নেমেছিলেন পরিবর্ত হিসেবে। ৮০ মিনিটের মাথায় তাঁকে তুলে নেন কোচ। সেই ম্য়াচেই খেলার সময় বাঁ পায়ে অস্বস্তি অনুভব করছিলেন এমবাপে।
মাদ্রিদ: থাইয়ের চোট। যার জন্য় প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। রিয়াল মাদ্রিদের (Real Madrid) জার্সিতে আগামী ৩০ সেপ্টেম্বর হতে চলা ডার্বি ম্য়াচে অ্যাটলেটিকোর বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না বিশ্বজয়ী ফরাসি স্ট্রাইকার। আলভেসের বিরুদ্ধে ঘরের মাঠে রিয়ালের হয়ে খেলতে নেমেছিলেন পরিবর্ত হিসেবে। খেলার ৪০ মিনিটের মাথা এমবাপে গোল করেছিলেন। এর আগেও একটি গোল করলেও সেটি অফসাইড হয়ে যায়। কিন্তু খেলার ৮০ মিনিটের মাথায় তাঁকে তুলে নেন কোচ। গোল পেলেও খেলার সময় বাঁ পায়ে অস্বস্তি অনুভব করছিলেন এমবাপে। ম্য়াচে যদিও ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় রিয়াল মাদ্রিদ।
সূত্রের খবর, বাঁ পায়ের ঊরুর পেশিতে চোট পেয়ে প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই ফরাসি ফুটবলার। ক্লাবের তরফে একটি বিবৃতিতে রিয়াল কর্তৃপক্ষ জানিয়েছে, ''রিয়াল মাদ্রিদের মেডিকেল বিভাগ আমাদের ফুটবলার কিলিয়ান এমবাপের শারীরিক পরীক্ষা করেছে। তা পর্যবেক্ষণ করে দেখেছে। তাঁর বা পায়ের বাইসেপস ফেমোরিসে আঘাত লেগেছে। আগামী দিনগুলোতে তাঁর চিকিৎসার দিকে পুরো নজর রাখা হচ্ছে।'' আপাতত যা বোঝা যাচ্ছে তাতে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্য়াচে হয়ত পাওয়া যাবে না এমবাপেকে। এই সময়ের মধ্যে জাতীয় দলের হয়েও কোনো ম্যাচ খেলতে পারবেন না এমবাপে।
এমবাপে কবে ফিরবেন মাঠে, তা এখনও নিশ্চিত নয়। তবে মনে করা হচ্ছে আগামী ১৯ অক্টোবর সেল্টা ভিগোর বিরুদ্ধে ম্য়াচ রয়েছে রিয়ালের। সেই ম্যাচে হয়ত মাঠে দেখা যেতে পারে ফরাসি তারকাকে। চলতি মরশুমে বেশ ভাল ফর্মেও রয়েছেন এমবাপে। গোল করেছেন মোট ৭টি এখনও পর্যন্ত।
উল্লেখ্য, এর আগে ইউরো কাপে খেলার সময়ও চোটের কবলে পড়েছিলেন এমবাপে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্য়াচের আগে অনুশীলনে নেমেছিলেন ফরাসি তারকা। সেখানেই তাঁকে দেখা যায় ফ্রান্সের জাতীয় পতাকার যে নীল-সাদা-লাল রং, সেই রংয়ের একটি মাস্ক পরে অনুশীলন করতে। সেই মাস্ক পরেই ডাচদের বিরুদ্ধে মাঠে নামবেন এমবাপে, এমনটাই জানিয়েছিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ। যদিও পরে ইউয়েফা তা নিয়ে আপত্তি জানিয়েছিল। ইউয়েফার নিয়ম বলছে, ''যে কোনও চিকিৎসা সরঞ্জাম দেশের কোনও জাতীয় পতাকার রংয়ে হওয়া যাবে না। এক রংয়ের হতে হবে।'' যদিও পরে মাস্ক পরেই নেমেছিলেন এমবাপে।