(Source: ECI/ABP News/ABP Majha)
Real Madrid: হেরে গেল বার্সেলোনা, কাডিজের বিরুদ্ধে ম্য়াচ জিততেই লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
Real Madrid Champion: অন্যদিকে, বার্সেলোনা জিরোনার বিরুদ্ধে হারতেই খেতাব নিশ্চিত হয়ে যায় লস ব্ল্যাঙ্কােসদের। রিয়ালের হয়ে গোল করেন ব্রাহিম দিয়াজ, জুড বেলিংহ্যাম ও হোসেলু।
মাদ্রিদ: লা লিগা চ্য়াম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। তারা জয় ছিনিয়ে নিল কাডিজের বিরুদ্ধে। অন্যদিকে, বার্সেলোনা (Barcelona) জিরোনার বিরুদ্ধে হারতেই খেতাব নিশ্চিত হয়ে যায় লস ব্ল্যাঙ্কােসদের। রিয়ালের হয়ে গোল করেন ব্রাহিম দিয়াজ, জুড বেলিংহ্যাম ও হোসেলু। অন্যদিকে বার্সা জিরোনার বিরুদ্ধ ৪-২ গোলে ম্য়াচ হেরে যায়। ফলে রিয়াল ম্য়াচ জিততেই লা লিগা খেতাব ঘরে তুলে নেয়। এদিকে রেকর্ডও গড়লেন মদ্রিচরা। গতকাল জয়ের সঙ্গে সঙ্গেই রেকর্ড ৩৬বার লা লিগা জয়ের নজির গড়ে ফেলল কার্লো আনসেলোত্তির রিয়াল মাদ্রিদ।
গতকাল খেলার শুরু থেকেই অবশ্য খুব একটা ছন্দে ছিল না রিয়াল শিবির। গোল পায়নি তারা। কাডিজের বিরুদ্ধে প্রথম গোল পাওয়ার জন্য দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়। ম্য়াচের প্রথম গোলটি রিয়াল পায় ৫১ মিনিটের মাথায়। ব্রাহিম দিয়াজ দুরন্ত বাঁক খাওয়ানো শটে গোল করেন। এরপর ৬৮ মিনিটের মাথায় গোল পান বেলিংহ্য়াম। গত বছর অক্টোবর মাসে লা লিগার প্রথম এল ক্লাসিকোতেও নায়ক ছিলেন বেলিংহ্যাম। এক গোলে পিছিয়ে থাকা ম্যাচ জোড়া গোল করে জিতিয়ে দেন তিনি। এ মরসুমে সর্বোচ্চ গোল করিয়েদের তালিকা ১৮ গোল করে দুই নম্বরে তিনি। হোসেলু রিয়ালের হয়ে ব্যাবধান বাড়ান ম্য়াচে। এরপর শেষ গোলটি আসে অতিরিক্ত মিনিটে। ৯৩ মিনিটের মাথায় গোল করেন রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন হোসেলু।
View this post on Instagram
উল্লেখ্য, এই জয়ের সঙ্গে সঙ্গেই ৩৪ ম্য়াচে ৮৭ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রইল রিয়াল। ৭৪ পয়েন্ট নিয়ে জিরোনা তালিকায় দ্বিতীয় স্থানে জিরোনা। তারা গতকাল বার্সেলোনাকে হারিয়ে দেয়। অন্য়দিকে ৭৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গিয়েছে কাতালান ক্লাবটি। রিয়াল তাদের শেষ ম্য়াচ খেলবে আগামী ১৪ মে আলাভাসের বিরুদ্ধে। সেই ম্য়াচের পরই ট্রফি তুলে দেওয়া হবে রিয়ালকে। চ্যাম্পিয়ন্স লিগের আগে এই জয় কিন্তু আত্মবিশ্বাস বাড়াবে আনসেলোত্তির দলকে।
এদিকে রিয়ালের জার্সিতে নিজের শেষ মরশুমে খেলছেন মদ্রিচ। গতকালও মাঝমাঠকে নেতৃত্ব দিয়েছিলেন এই অভিজ্ঞ ক্রোয়েট ফুটবলারই।
আরও পড়ুন: ঘোষিত মহিলাদের টি-২০ বিশ্বকাপের সূচি, ভারত-পাকিস্তান ম্যাচ কবে?