Messi In Kolkata: মেসি-বরণে অভিনবত্ব, ট্যাঙ্গোর সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের ফিউশন, স্বাগত জানানো হবে বন্দেমাতরম গানে
Lionel Messi: শনিবার সকাল থেকে এক ঝাঁক অনুষ্ঠানে অংশ নেবেন মেসি। তবে চেরি অন দ্য কেক অবশ্যই সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামের অনুষ্ঠান। গোট কনসার্ট।

সন্দীপ সরকার, কলকাতা: তিনি এর আগেও কলকাতায় এসেছিলেন। ২০১১ সালে এই মাঠেই খেলে গিয়েছিলেন গোটা আর্জেন্তিনা দলের সঙ্গে। কিন্তু তিনি তখন বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রতিশ্রুতিমান মুখ ছিলেন মাত্র। বিশ্ব ফুটবলের মহীরূহ হয়ে ওঠেননি।
যা হয়েছেন এখন। অনেকে তাঁকে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার বলছেন। এমনকী, কেউ কেউ ধারাবাহিকতার নিরিখে দিয়েগো আর্মান্দো মারাদোনার চেয়েও এগিয়ে রাখছেন তাঁকে। তিনি, লিওনেল মেসি (Messi)। আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। শুক্রবার গভীর রাতে যিনি পা রাখছেন কলকাতায়। মেসির দ্বিতীয় কলকাতা সফর। শনিবার সকাল থেকে এক ঝাঁক অনুষ্ঠানে অংশ নেবেন মেসি। তবে চেরি অন দ্য কেক অবশ্যই সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামের অনুষ্ঠান। গোট কনসার্ট। যেখানে এক মঞ্চে দেখা যাবে মেসি ও শাহরুখ খানকে। সঙ্গে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়দের। আমন্ত্রিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মেসি-জ্বরে কাঁপছে মাঝ ডিসেম্বরের কলকাতা।
শুক্রবার রাত দেড়টায় মেসির কলকাতা বিমানবন্দরে পা রাখার কথা। রাতে বাইপাসের ধারে একটি হোটেলে বিশ্রাম নেবেন। শনিবার সকাল ১১টা ১৫ মিনিটে তাঁর যুবভারতী স্টেডিয়ামে পৌঁছে যাওয়ার কথা। মেসি বরণে চমক থাকছে। আর্জেন্তিনার জনপ্রিয় নৃত্যশৈলী ট্যাঙ্গো। তার সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের ফিউশন করে নৃত্য পরিবেশন করবে দমদম রিদমস্কেপ গোষ্ঠী। শুক্রবার দুপুরে যারা স্টেডিয়ামে রিহার্সাল সারছিল। দলের কর্ণধার অনুশ্রী বন্দ্যোপাধ্যায় বলছিলেন, 'কলকাতা মানেই রবীন্দ্রগান। মেসিকে কবিগুরুর কথা জানানোর জন্যই এই ভাবনা আমাদের। বড় আশা করে এসেছি, প্রাণ চায় চক্ষু না চায় ও পাগলা হাওয়ার বাদল দিনে - এই তিনটি রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ট্যাঙ্গোর ফিউশন করে নাচ পরিবেশন করা হবে।'
নৃত্যশিল্পীদের পোশাকেও থাকবে চমক। আর্জেন্তিনার নীল-সাদা জার্সির রংয়ের ছোঁয়া থাকবে। আর্জেন্তিনা, বার্সেলোনা, মেসি, কলকাতা সব কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে যাবে। থাকছে মুম্বইয়ের এক ডান্স গ্রুপও।
মেসি মাঠে পা রাখা মাত্রই শুরু হবে সঙ্গীতানুষ্ঠান। গান গাইবেন সারেগামাপা চ্যাম্পিয়ন অনীক ধর। শুক্রবার সল্ট লেক স্টেডিয়ামে গায়ককে পাওয়া গেল খোশমেজাজে। উচ্ছ্বাস ধরে রাখতে পারছিলেন না। বললেন, 'আর্জেন্তিনার রোজ়ারিওর মতো ছোট্ট শহর থেকে উঠে এসে যেভাবে বিশ্বজয় করেছেন, অবিশ্বাস্য। তাঁর সামনে গান গাইব, মঞ্চে শাহরুখ খান, মুখ্যমন্ত্রী ম্যাডামরা থাকবেন, রোমাঞ্চ টের পাচ্ছি।'
কী গান শোনাবেন মেসিকে? অনীক বললেন, 'শুরুতেই বন্দেমাতরম গাইব। তারপর মেসিকে নিয়ে একটা গান বেঁধেছি, সেটা গেয়ে শোনাব।'






















