Premier League: নিউক্যাসেলকে উড়িয়ে দিল আর্সেনাল, বোর্নমাউথের বিরুদ্ধে জয়ে লিভারপুলের ওপর চাপ বজায় রাখল ম্যান সিটি
PL 2023-24: ২৬ ম্যাচের পর লিভারপুলের থেকে এক কম ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান সিটি। তাদের থেকে এক কম ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয়তে আর্সেনাল।
নয়াদিল্লি: পিছিয়ে পড়েও লুটনকে হারিয়েছিল লিগ লিডার লিভারপুল। প্রিমিয়ার লিগের (Premier League) খেতাবি লড়াইয়ে রেডসদের দুই প্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) ও আর্সেনালও (Arsenal) সপ্তাহান্তে নিজেদের ম্যাচ জিতে লিভারপুলের ওপর চাপ বজায় রাখল। বোর্নমাউথের বিরুদ্ধে ১-০ জয় পেল ম্যান সিটি। অপরদিকে, নিউক্যাসলকে ৪-১ গোলে উড়িয়ে দিল গানার্সরা। ২৬ ম্যাচের পর লিভারপুলের থেকে এক কম ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান সিটি। তাদের থেকে এক কম ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয়তে আর্সেনাল।
বোর্নমাউথের বিরুদ্ধে ম্যান সিটি শুরু থেকেই দাপট দেখায়। ম্যাচের নয় মিনিটেই ফিল ফডেনের বাড়ানো বল থেকে গোলের দুর্দান্ত সুযোগ পেয়ে গিয়েছিলেন আরলিং হালান্ড। তবে অবিশ্বাস্যভাবে শট মিস বাইরে মারেন তিনি। বোর্নমাউথের হয়ে কার্কেজ় ২৫ গজ দূর থেকে এক অনবদ্য শট মারেন। তবে তা সিটি গোলরক্ষক এডারসন বাঁচিয়ে দেন। সিটি ম্যাচের ২৪ মিনিটে অবশেষে নিজেদের দাপটের সুফল পায়। হালান্ডের শট চেরিজ়দের গোলরক্ষক নেটো প্রতিহত করলেও, ফডেন তা জালে জড়িয়ে দেন।
এটি চলতি মরশুমে ফডেনের নবম প্রিমিয়ার লিগ গোল। এই নিয়ে নাগাড়ে পাঁচটি ম্যাচে গোল করলেন সিটি তারকা। ১-০ এগিয়ে থেকেই সিটি প্রথমার্ধ শেষ করে। এডারসনকে অবশ্য রায়ান ক্রিস্টির একটি শট বাঁচাতে হয় প্রথমার্ধ শেষের ঠিক আগে। ম্যাচের দ্বিতীয়ার্ধে বোর্নমাউথ দুরন্ত লড়াই দেখিয়ে একের পর এক আক্রমণ গড়ে তোলে। সিটির ছয়টি শটের তুলনায় নয়টি শট নেন ডমিনিক সোলাঙ্কিরা। তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। কোনওরকমে ম্যাচ জিতে নেয় ম্যান সিটি।
ম্যাচে নিজেদের একাদশে এক বদল ঘটিয়ে মাঠে নেমেছিল আর্সেনাল। অপরদিকে, লিভারপুল প্রাক্তনী লরিস ক্যারিয়াস এই ম্যাচের মাধ্যমেই নিউক্যাসেলের হয়ে নিজের প্রিমিয়ার লিগ অভিষেক ঘটান। মাঝসপ্তাহে পোর্তোর বিরুদ্ধে স্টপেজ টাইমের গোলে হতাশাজনক হারের পর এই ম্যাচের শুরুটা কিন্তু আর্সেনাল দুর্দান্তভাবে করে। ম্যাচের ২৪ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় মিকেল আর্টেটার দল। ম্যাচের ১৮ মিনিটে গ্যাব্রিয়েলের হেডার ক্যারিয়াস সেভ করলেও, লিভ্রামেন্টো বল ক্লিয়ার করতে গিয়ে তা বোটম্যানের গায়ে মারেন এবং তা নিউক্যাসেলের জালে জড়িয়ে যায়।
ছয় মিনিট পরে কাই হ্যাভার্টজ় নাগাড়ে নিজের দ্বিতীয় ম্যাচে গোল করে আর্সেনালের লিড দ্বিগুণ করেন। আর্সেনালের ঝড়ে নিউক্যাসেল প্রথমার্ধে কোণঠাসা হয়েছিল। গানার্সদের গোল লক্ষ্য করে একটি শটও নিতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্সেনালের হ্যাভার্টজ় এবং নিউক্যাসেলের আলেকজান্দার ইসাক গোলের বড় সুযোগ পেয়েও নষ্ট করেন। তবে আর্সেনালের হয়ে ৬৫ মিনিটে বুকায়ো সাকা ও ৬৯ মিনিটে জাকুব দুই গোল করে ম্যাচের স্কোরলাইন ৪-০ করে। গানার্স প্রাক্তনী জো উইলক ৮৪ মিনিটে ম্যাগপাইজ়দের হয়ে সান্ত্বনামূলক একটি গোল করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ইউরোতে অংশগ্রহণে আগ্রহী, অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন ক্রুজ়