Toni Kroos: ইউরোতে অংশগ্রহণে আগ্রহী, অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন ক্রুজ়
Germany Football Team: ২০২২ সালে জার্মানির চূড়ান্ত হতাশাজনক বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কথা ঘোষণা করেছিলেন টনি ক্রুজ়।
নয়াদিল্লি: ২০২১ সালে আয়োজিত উয়েফা ইউরো ২০২০-তে চরম হতাশাজনক পারফর্ম করেছিল জার্মানি (Germany Football Team)। নক আউটের গণ্ডিও পার করতে পারেনি তাঁরা। সেই টুর্নামেন্টের পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন টনি ক্রুজ় (Toni Kroos)। তবে তিনি ফিরছেন। এ বছর আয়োজিত ইউরোতে (Euro 2024) খেলতে আগ্রহী ক্রুজ় জাতীয় দলে নিজের প্রত্যাবর্তনের কথা সোশ্যাল মিডিয়া মারফত বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ঘোষণা করেন। পরের মাসেই ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে তাঁকে।
জাতীয় দলের কোচ অর্থাৎ জুলিয়ান নাগেলসম্যান তাঁকে ফিরতে অনুরোধ করার পরেই তিনি নিজের অবসর ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ক্রুজ়। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তারকা মিডফিল্ডার লেখেন, 'আমি মার্চ মাসে আবার জার্মানির হয়ে খেলতে নামব। কেন? কারণ আমাকে জাতীয় দলের কোচ ফিরে আসার জন্য বলেছেন। আমি মুড ভাল এবং আমাদের যে দল আছে, তাতে আমার মনে হয় আমদের থেকে ইউরোতে যতটা প্রত্যাশা করা হচ্ছে, তার থেকে আমরা বেশি ভালই পারফর্ম করতে পারব।'
View this post on Instagram
জাতীয় দলের হয়ে ৩৪ বছর বয়সি তারকা মিডফিল্ডার ১০৬টি ম্যাচ খেলে ফেলেছেন। সেই তালিকায় আরও ম্যাচের সংযোজন ঘটতে চলেছে। ক্রুজ়ের মতো একজন অভিজ্ঞ ফুটবলারের উপস্থিতি যে জার্মানি দলের শক্তি অনেকাংশে বাড়িয়ে তুলবে, তা বলাই বাহুল্য।
চ্যাম্পিয়ন্স লিগ নক আউটের লড়াই
শুরু হয়ে গিয়েছে ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার নক আউট পর্ব। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) রাউন্ড অফ ১৬-র প্রথম লেগে আর্সেনাল (Arsenal) ও বার্সেলোনা (Barcelona), দুই ইউরোপিয়ান হেভিওয়েট ক্লাবই জয় পেতে ব্যর্থ। স্টপেজ টাইমের গোলে আর্সেনালের বিরুদ্ধে ঘরের মাঠে স্টপেজ টাইমের গোলে দুরন্ত জয় পেল পোর্তো (Porto)। অপরদিকে, ম্যাচে লিড নিয়েও নাপোলির (Napoli) বিরুদ্ধে ১-১ ড্র করেই সন্তুষ্ট থাকতে হল বার্সাকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: পিছিয়ে পড়েও দুরন্ত জয়, প্রিমিয়ার লিগ শীর্ষে দখল মজবুত করল লিভারপুল