Manchester Derby: প্রিমিয়ার লিগে আজ ম্য়াঞ্চেস্টার ডার্বি, কখন, কোথায় দেখবেন ফুটবলের এই মহাযুদ্ধ?
Manchester United vs Manchester City: এখনও পর্যন্ত চলতি মরশুমে ১৫ ম্য়াচ খেলে ৮ ম্য়াচ জিতেছে সিটি। ৩ ম্য়াচ ড্র করেছে ৪ ম্য়াচ হেরেছে তারা। মোট ২৭ পয়েন্ট ঝুলিতে পুরেছে সিটি।
এতিহাদ: ইংলিশ প্রিমিয়ার লিগে (English Premier League) আজ বড় ম্যাচ। ম্যাঞ্চেস্টার ডার্বি (Manchester Derby)। সিটির ঘরের মাঠ এতিহাড স্টেডিয়ামে মুখোমুখি হবে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ও ম্য়াঞ্চেস্টার সিটি (Manchester City)। টুর্নামেন্টের ইতিহাসে সিটির সাফল্য দুর্দান্ত। কিন্তু চলতি মরশুমে এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলে প্রথম তিনেও জায়গা করে নিতে পারেনি পেপ গুয়ার্দিওয়ালার দল। এই মুহূর্তে পাঁচ নম্বরে রয়েছে সিটি। অন্যদিকে, ১৩ নম্বরে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
এখনও পর্যন্ত চলতি মরশুমে ১৫ ম্য়াচ খেলে ৮ ম্য়াচ জিতেছে সিটি। ৩ ম্য়াচ ড্র করেছে ৪ ম্য়াচ হেরেছে তারা। মোট ২৭ পয়েন্ট ঝুলিতে পুরেছে সিটি। অন্য়দিকে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড ১৫ ম্য়াচ খেলে ৫ ম্য়াচ জিতে নিয়েছে। ৪টি ড্র ও ৬ ম্য়াচ হেরেছে সিটি। ১৯ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে রেড ডেভিলস। সিটি সব টুর্নামেন্ট মিলে শেষ ১০ ম্য়াচের মধ্যে মাত্র একটি ম্য়াচ জয় ছিনিয়ে নিতে পেরেছে।
কাদের ম্যাচ
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম ম্য়াঞ্চেস্টার সিটির ম্য়াচ রয়েছে আজ রবিবার রাতে
কবে ম্যাচ?
ভারতীয় সময় রবিবার রাতে হবে এই ম্য়াচটি
কোথায় খেলা?
ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড বনাম ম্য়াঞ্চেস্টার সিটির ম্য়াচ আয়োজিত হবে এতিহাদ স্টেডিয়ামে
কখন শুরু
ম্যাচ শুরু ভারতীয় সময় রবিবার রাত ১০.৩০ টায়
কোথায় দেখবেন
টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে ম্যাচের সরাসরি সম্প্রচার
অনলাইন স্ট্রিমিং
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে ডিজনি প্লাস হটস্টারে সরাসরি দেখা যাবে ম্যাচ
ম্যান ইউনাইটেডের নতুন কোচ হিসাবে সরকারিভাবে রুবেন আমরিমকে নিয়োগ করেছে ইংল্যান্ডের ক্লাব। সোমবার, ১১ নভেম্বর তিনি সরকারিভাবে ম্যান ইউনাইটেডের দায়িত্ব নেবেন। ২০২৭ সাল পর্যন্ত প্রাথমিকভাবে কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে পর্তুগিজকে। তিনি ভাল পারফর্ম করলে ক্লাব তাঁর চুক্তি আরও এক বছর বাড়াতে পারে বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ। রুবেন আমিরমকে স্পোর্টিং ক্লাব দে পর্তুগাল থেকে কোচ হিসাবে নিয়োগ করার প্রয়োজনীয় রিলিজ় ফিও দেবে ম্যান ইউনাইটেডে।
নবপ্রজন্মের সেরা কোচেদের অন্যতম তরুণ আমরিম কিন্তু ইতিমধ্যেই বেশ সাফল্য পেয়েছেন পর্তুগালের ক্লাবের হয়ে। স্পোর্টিংয়ের হয়ে দুইবার প্রিমিয়ার লিগা জিতেছেন তিনি। ১৯ বছরের লিগ জয়ের স্পোর্টিংয়ের খরা তাঁর হাতে কাটে। এবার ম্যান ইউনাইউও তাঁর হাত ধরে খেতাব জয়ের খরা কাটানোর আশায়।