Manoj On Messi: কেন বিরক্ত হয়ে বেরিয়ে গেলেন মেসি? দোষীদের শাস্তি চেয়ে জোরাল প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজের
Messi In Kolkata: মেসির কলকাতা সফরে মনোজকে কোথাও সেভাবে দেখা যায়নি। তবে মেসির কলকাতা সফরকে ঘিরে হাঙ্গামার খুঁটিনাটির খোঁজ রেখেছেন মনোজ।

কলকাতা: মেসিকে (Messi) ঘিরে যুবভারতী স্টেডিয়ামে বেনজির বিশৃঙ্খলা আর ভাঙচুরের পর যখন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দিকে আঙুল উঠছে, তখন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি দোষীদের শাস্তি চেয়ে সরব হলেন।
মেসির কলকাতা সফরে মনোজকে কোথাও সেভাবে দেখা যায়নি। তবে মেসির কলকাতা সফরকে ঘিরে হাঙ্গামার খুঁটিনাটির খোঁজ রেখেছেন মনোজ। তিনি বলেছেন, 'আমি বারবার বলছি, যারা যারা দায়ী, যারা যারা ছিল, আর কার জন্য মেসি বিরক্ত হয়ে বেরিয়ে গেল, সেটার বিচার হওয়া উচিত। আমি কারও পক্ষে বা বিপক্ষে বলছি না। যে দায়ী, তাকে খুঁজে বার করা হোক।'
মনোজ যোগ করেছেন, 'বিশ্বখ্যাত এরকম একজন ফুটবলার মেসি। ফুটবলপ্রেমীরা তাকে ভগবান হিসাবে মানে। তাই লক্ষ-লক্ষ, হাজার-হাজার টাকা খরচ করে তারা মাঠে পৌঁছেছে। আর সে কি না বিরক্ত হয়ে ৫ মিনিটে চলে যাবে! যারা যারা দায়ী, সে আয়োজক হোক, নিরাপত্তাকর্মীদের দেখলাম নিজেরাই ছবি তুলতে ব্যস্ত। শুধু মেসি নয়, আমরা লুইস সুয়ারেজ়কে দেখলাম, একজন নিরাপত্তারক্ষী রদ্রিগো দে পলের হাত ধরে ছবি তোলার চেষ্টা করছিল, সেখানে ও-ও বিরক্ত হয়ে গিয়েছিল। ওরা বিরক্ত হচ্ছে আর মেসির মতো খেলোয়াড় সেটা চোখের সামনে দেখছে, ও নিশ্চয়ই খুশি হয়নি। ভাবল নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই মাঠ ছেড়ে চলে যায়। কীভাবে কী হয়েছে, সবই আমরা দেখেছি।'
লিওনেল মেসিকে (Lionel Messi) দেখতে না পেয়ে যুবভারতী ক্রীড়াঙ্গন ভাঙচুর ভক্তদের। সূত্রের খবর, সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি থেকে ২ কোটি ১৫ লক্ষ টাকা মতো। এখন প্রশ্ন উঠছে, স্টেডিয়াম মেরামতির এই বিপুল পরিমাণ খরচ বহন করবে কে? আর এরই মধ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।
মেসিকে না দেখতে পেয়ে ভক্তদের স্বপ্নভঙ্গ। আর তার খেসারত দিতে হল জনগণের করের টাকা খরচ করে ঢেলে সাজানো যুবভারতীকে। সূত্রের দাবি, শনিবার যুবভারতীতে ক্ষতি হয়েছে ২ কোটি টাকারও বেশি সম্পত্তির! ভাঙচুর করা হয়েছে অসংখ্য বাকেট চেয়ার। সবচেয়ে বেশি বাকেট চেয়ার ভাঙা হয়েছে লোয়ার টিয়ারে। বাকেট চেয়ার ছাড়াও ভাঙা হয়েছে গ্যালারির লেভেল টু ও লেভেল থ্রি-র রেলিং। প্লেয়ারদের মাঠে নামার টানেলও ক্ষতিগ্রস্ত হয়েছে। ছিঁড়ে ফেলা হয়েছে গোলপোস্টের নেট। গোলপোস্টের একটা অংশও উপড়ে ফেলা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে টার্ফ।






















