Messi India Tour: ভারতে আসতে কত টাকা নিয়েছিলেন মেসি? তদন্তকারীদের জানালেন শতদ্রু, চমকে ওঠার মতো অঙ্ক
Lionel Messi: সূত্রের খবর, শুক্রবার মেসি-কাণ্ডে শতদ্রু দত্তকে টানা জেরা করে নতুন তথ্য পেয়েছেন বিশেষ তদন্তকারী দল সিটের তদন্তকারীরা।

কলকাতা: সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে তাঁকে এক ঝলক দেখার জন্য গ্যালারির টিকিটের ন্যূনতম দাম রাখা হয়েছিল প্রায় সাড়ে চার হাজার টাকা। তার আগে হোটেলে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে মেসির সঙ্গে ছবি তোলার ছাড়পত্রের জন্য মূল্য ধার্য হয়েছিল ২৫ লক্ষ টাকা পর্যন্ত! নানারকম প্যাকেজ সাজিয়েছিলেন উদ্যোক্তারা।
শুনলে চমে উঠতে হয় যে, শুধু কলকাতা নয়, চার শহর মিলিয়ে মেসি-দর্শনের টিকিট বিক্রি করে, দেখা করে ছবি তোলার স্পেশ্যাল পাস বিক্রি করে যে টাকা উঠেছিল, তা থেকে মেসিকে ভারতে আনার খরচের মাত্র ৩০ শতাংশ তোলা গিয়েছে!
কত টাকায় মেসি ভারতে আসতে রাজি হয়েছিলেন? প্রায় একশো কোটি টাকা! চমকে ওঠার মতো চুক্তির অঙ্কের পরিমাণ তদন্তকারীদের জানিয়েছেন উদ্যোক্তা শতদ্রু দত্ত স্বয়ং। যিনি এখন পুলিশি হেফাজতে রয়েছেন। পুলিশি তদন্তের মুখে শতদ্রু জানিয়েছেন, মেসিকে ভারতে আনতে প্রায় ১০০ কোটি টাকা খরচ করেছিলেন।
পুলিশ সূত্রে খবর, তদন্তকারীদের শতদ্রু বলেছেন, 'ভারত সফরের জন্য লিওনেল মেসিকে ৮৯ কোটি টাকা দেওয়া হয়েছিল। ভারত সরকারকে কর বাবদ দেওয়া হয়েছিল ১১ কোটি টাকা।' সব মিলিয়ে ১০০ কোটি টাকা খরচ হয়েছিল বলে তদন্তকারীদের জানিয়েছেন শতদ্রু। ১০০ কোটি টাকার মধ্য়ে ৩০ শতাংশ টাকা সংগ্রহ হয়েছিল স্পনসরদের থেকে। বাকি ৩০ শতাংশ টাকা এসেছে টিকিট বিক্রি করে। জেরায় তদন্তকারীদের জানিয়েছেন শতদ্রু, খবর পুলিশ সূত্রে।
শতদ্রু দত্তকে জেরা করে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, খবর পুলিশ সূত্রে। যুবভারতী স্টেডিয়ামে মেসিকে ঘিরে যে বেনজির বিশৃঙ্খলা দেখা গিয়েছিল, যার জেরে মাঝপথেই কর্মসূচি বাতিল করতে হয়েছিল বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলারকে, তার রেশ এখনও চলছে। গোটা ঘটনার পর কলকাতা বিমানবন্দর থেকে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয়েছিল শতদ্রু দত্তকে। রিষড়ার শতদ্রুই মেসিকে ভারতে এনেছিলেন। হায়দরাবাদের উদ্দেশে রওনা হওয়ার জন্য মেসির ব্যক্তিগত বিমানে উঠে পড়েছিলেন শতদ্রু। সেখান থেকে তাঁকে নামিয়ে গ্রেফতার করা হয়। যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলা তৈরি ও ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৯ জনকে। এবার শতদ্রুকে জেরা করে মেসি কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য।
সূত্রের খবর, শুক্রবার শতদ্রু দত্তকে টানা জেরা করে নতুন তথ্য পেয়েছেন বিশেষ তদন্তকারী দল সিটের তদন্তকারীরা। মেসি কাণ্ডের তদন্তকারীদের শতদ্রু বলেছেন, 'পিঠে হাত দেওয়া, জড়িয়ে ধরা একেবারেই পছন্দ করেননি মেসি। বিদেশ থেকে আসা নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের বিষয়টি জানিয়েছিলেন তিনি।' বারবার ঘোষণা করেও কোনও লাভ হয়নি, জেরায় জানিয়েছেন শতদ্রু, খবর সূত্রের।






















