Messi In Kolkata: মেসিকে দেখতে না পেয়ে ফুলের টব, স্টেডিয়ামের চেয়ার-কার্পেট নিয়ে চম্পট, লজ্জার ছবি কলকাতায়
Lionel Messi: বাংলাদেশে রাজনৈতিক পালাবদল কিংবা শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানের সময় যেরকম দৃশ্য দেখা গিয়েছিল, শনিবার তাই দেখা গেল খাস কলকাতার বুকে।

সন্দীপ সরকার, কলকাতা: মেসিকে দেখার জন্য পাঁচ-দশ এমনকী ১৫ হাজার টাকা দাম দিয়ে টিকিট কেটে মাঠে এসেছিলেন তাঁরা। কিন্তু মেসি-দর্শনই হল না। প্রবল ধাক্কাধাক্কি, হুড়োহুড়িতে মাত্র ২২ মিনিট সময় মাঠে কাটিয়ে গাড়িতে চড়ে বেরিয়ে যান আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। বলা ভাল, নিরাপত্তা নিশ্চিত করতে মেসিকে দ্রুত মাঠ থেকে বার করে নিয়ে যাওয়া হয়।
আরে তাতেই বিপত্তি। রাজনীতিক ও অত্যুৎসাহীদের ভিড়ে মেসিকে ভালমতো দেখাই যাচ্ছে না বলে যাঁরা ক্ষোভে ফুটছিলেন, তাঁদেরই বিরক্তি ও হতাশার অগ্নুৎপাৎ হয়। শুরু হয় বোতল ছোড়া, বাকেট সিট উপড়ে ফেলা। খানিক পরেই মাঠে ঢুকে পড়ে উত্তেজিত জনতা। শুরু হয় ভাঙচুর। ফুটবল মাঠের গোলপোস্ট উপড়ে ফেলা হয়। মেসি, রদ্রিগো দে পল, লুইস সুয়ারেজ়দের বসার জন্য যে শামিয়ানা খাটানো হয়েছিল, সেগুলো উল্টে ফেলা হয়। ভেঙে ফেলা হয় ক্যানোপি স্ট্যান্ড, প্লেয়ারদের টানেলের শেড।
তারপর যা দেখা গেল, তা আরও চমকে ওঠার মতো। বেশ কিছু ফুটবলপ্রেমী স্টেডিয়ামের বাকেট সিট নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। একজনকে দেখা গেল স্টেডিয়ামের বাইরে সাজানো ফুলের টব নিয়ে যাচ্ছেন। এমনকী, স্টেডিয়ামের কার্পেট নিয়েও বাড়ির পথে রওনা হলেন কেউ কেউ। জিজ্ঞেস করায় বললেন, 'মেসিকে এত টাকা দিয়ে টিকিট কেটে দেখতে এসেছিলাম। দেখা পেলাম না। কিছু একটা স্মৃতি অন্তত থাকুক।'
বাংলাদেশে রাজনৈতিক পালাবদল কিংবা শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানের সময় যেরকম দৃশ্য দেখা গিয়েছিল, শনিবার তাই দেখা গেল খাস কলকাতার বুকে। ফুলের টব থেকে শুরু করে স্টেডিয়ামের চেয়ার, সব কিছুই যেন বাড়িতে নিয়ে যাওয়ার জিনিস! ২০১৭ সালে ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল ভারত। সেই টুর্নামেন্ট উপলক্ষ্যে ঢেলে সাজানো হয়েছিল যুবভারতী স্টেডিয়াম। পুরনো সিমেন্টের স্ল্যাব ভেঙে ফেলে বসানো হয়েছিল প্লাস্টিকের বাকেট সিট। মাঠের কৃত্রিম ঘাস বদলে প্রাকৃতিক টার্ফ তৈরি করা হয়েছিল। সব কিছুই তছনছ হল শনিবার।
গোট কনসার্টের অন্যতম আকর্ষণ শাহরুখ খান মাঠে পৌঁছে গিয়েছিলেন। তাঁর গাড়ি যুবভারতী স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকে ভিআইপি জোনেও চলে এসেছিল। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে কিংগ খানকে গাড়ি থেকে নামতে বারণ করা হয়। গাড়িতেই কিছুক্ষণ অপেক্ষা করার পর মাঠ ছাড়েন শাহরুখ।
মাঠে পৌঁছে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ঘোষণাও করে দেওয়া হয় যে, সৌরভ মাঠে এসে গিয়েছেন। কিন্তু পরিস্থিতি খারাপ হতে শুরু করায় এবং তুমুল হট্টগোলে সৌরভ নীরবেই মাঠ থেকে বেরিয়ে যান। যুবভারতী স্টেডিয়ামে থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বাড়ি থেকে মাঠের উদ্দেশে রওনাও হয়ে গিয়েছিলেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় গাড়ি ঘুরিয়ে ফিরে যান মুখ্যমন্ত্রী।
সব মিলিয়ে মেসি-শো ঘিরে কলঙ্কিত হল কলকাতা।





















