এক্সপ্লোর

Mohammedan Sporting: শেষ পাঁচ ম্যাচ মর্যাদার লড়াই, কলকাতা ডার্বি দিয়েই ঘুরে দাঁড়াতে মরিয়া মহামেডানের সহকারী কোচ ওয়াডু

ISL 2024 25: হায়দরাবাদের বিরুদ্ধে পরাজয় এ মরশুমের আইএসএলে মহামেডানের ১২ নম্বর হার।

হায়দরাবাদ: লড়াই করেও শেষ পর্যন্ত হায়দরাবাদ এফসি-র কাছে হার মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে মহমেডানের (Mohammedan Sporting) কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর (Mehrajuddin Wadoo)। গোলের সুযোগ তৈরি করেও গোল করতে না পারার সমস্যার কথাই বারবার বলছেন তিনি। শনিবার চেন্নাইয়ে চলতি আইএসএলে তাদের ১২ নম্বর হারের পর তিনি জানিয়ে দেন শেষ পাঁচটি ম্যাচে তাদের কাছে মর্যাদার লড়াই।

শনিবার সন্ধ্যায় হায়দরাবাদে পয়েন্ট টেবলের শেষ দুই দলের মধ্যে ম্যাচ আকর্ষণীয় হয়ে উঠলেও দু’পক্ষের মধ্যে গোলের সুযোগ নষ্টের প্রতিযোগিতা চলে প্রায় সারাক্ষণই। দুই দলই অনেক সুযোগ পেলেও তার খুব কমই কাজে লাগাতে পারে তারা। অবশেষে মহমেডানকে ৩-১ গোলে হারিয়ে লিগ ডাবল করে ফেলে হায়দরাবাদ এফসি।

এই হারের পর মেহরাজউদ্দিন সাংবাদিকদের বলেন, “দ্বিতীয়ার্ধে দল সত্যিই ভাল লড়াই করেছে। একাধিক গোলের সুযোগ তৈরি করেছে, একটা গোলও করেছে। আরও একটা গোল করতে পারত। এই মরশুমে আমাদের বারবার এমন হয়েছে। আমরা গোল করার ক্ষেত্রে খুবই দুর্ভাগ্যবান”।

তিন গোল হজম করা মোটেই পছন্দ নয় মহমেডান কোচের। বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, “তিনটে গোল হজম করা আমাদের পক্ষে চিন্তার বিষয়, আমাদের রক্ষণকে অনেক শোধরাতে হবে। এ ছাড়াও, এ রকম ম্যাচে আমাদের চারিত্রিক দৃঢ়তা আনতে দেখাতে হবে, যা আজ প্রথমার্ধে ছিল না। তবে দ্বিতীয়ার্ধে আমরা ভাল লড়াই করেছি। এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক পাওয়ার আছে। দেখতে হবে আমরা আজ আর কী কী ভুল করেছি। পারফরম্যান্সের বিশ্লেষণ করে দেখতে হবে যে, পরবর্তী ম্যাচগুলোতে কোথায় কোথায় উন্নতি করার চেষ্টা করতে হবে আমাদের”।

এ দিন ম্যাচের ৭৭ মিনিটের মাথায় বিকাশ সিংয়ের জায়গায় মকান চোঠেকে নামান মেহরাজউদ্দিন এবং মাঠে নামার দু’মিনিটের মধ্যেই গোল পেয়ে যান তিনি। অ্যালেক্সি গোমেজের কর্নারে দুর্দান্ত ব্যাক ফ্লিকে কঠিনতম কোণ থেকে গোলে বল পাঠিয়ে দেন চোঠে। তরুণ ফরোয়ার্ডকে নামানো প্রসঙ্গে কোচ বলেন, “আমরা চোঠেকে মাঠে নামাই এবং আরও কয়েকটা পরিবর্তন আনি, যা কার্যকরী হয়েছে। আমরা কিছু সুযোগ তৈরি করি এবং প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করি, যা আমাদের সাহায্য করেছে, কিন্তু আমরা গোল করতে পারিনি”।

প্রতিপক্ষের প্রথম গোল নিয়ে মেহরাজ বলেন, “প্রথম গোলে হায়দরাবাদের একজন খেলোয়াড়ের থেকে ভাল একটা বল এসেছিল এবং সেই বলের ওপর ভাল নিয়ন্ত্রণও রেখেছিল। প্রথম টাচটাও ঠিকঠাক ছিল। তবে আমি মনে করি এটা আটকানো যেত। কারণ, বল গোলকিপারের হাত ছুঁয়ে গিয়েছিল। তাই আমি বলব, এটা বাঁচানো সম্ভব ছিল”।

দ্বিতীয় গোল সম্পর্কে তিনি বলেন, “বক্সের বাইরে ওদের ফ্রি-কিক দেওয়া এড়ানো যেত। আমরা সব সময় খেলোয়াড়দের বলি যতটা সম্ভব বক্সের সামনে ফাউল করা এড়াতে। কিন্তু ম্যাচে এটা হয়ে যায়, কিছু করার নেই। তবে আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা চেষ্টা অব্যহত রাখব এবং আগামী পাঁচটি ম্যাচে আমাদের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করব। যেহেতু এখন সব সিদ্ধান্ত আমিই নিচ্ছি, এটা আমার দ্বিতীয় ম্যাচ, তাই আমি দেখার চেষ্টা করছি দলে কারা সত্যিই সুযোগ পেতে চায়”।

এ দিন দলে হাফ ডজন পরিবর্তন করে প্রথম এগারো নামান মেহরাজউদ্দিন। এই প্রসঙ্গে তিনি বলেন, “আসলে আমরা তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার চেষ্টা করছি, কারণ তারা কঠোর পরিশ্রম করছে অনুশীলনে। তারা যখন মাঠে নামে, তখন আমরা আশা করি তারা তাদের সেরাটা দেবে। মকান চোঠে চেন্নাই এফসি ম্যাচেও নেমেছিল এবং পার্থক্য গড়ে দিয়েছিল। আজও সে গোল করেছে। ভবিষ্যতে আমরা চোঠেকে আরও বেশি সময় খেলানোর পরিকল্পনা করছি”।

এর পরেই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ তাদের। ইস্টবেঙ্গল এ দিনই ঘরের মাঠে চেন্নাইন এফসি-র কাছে ০-৩-এ হেরে যায়। সেই ম্যাচ নিয়ে মেহরাজউদ্দিন বলেন, “পরবর্তী ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এটা কলকাতা ডার্বি। আমাদের নিশ্চিত করতে হবে যাতে দলের ছেলেরা এই ম্যাচে নিজেদের সেরাটা দেয়। শেষের এই চার-পাঁচটা ম্যাচ আমাদের জন্য, সমর্থকদের জন্য এবং ক্লাবের মর্যাদার জন্য গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে চাই না যে আমরা মরশুমের শেষে পয়েন্ট টেবলে একেবারে নীচে থাকি। যখন দল টেবলে একেবারে নীচে থাকে, খেলোয়াড়দের মনোযোগ ও মোটিভেশন কমে যায়। এখন তাদের মনোবল বাড়াতে হবে, অনুশীলনে তাদের উজ্জীবিত করতে হবে”।

(তথ্য আইএসএল মিডিয়া)

আরও পড়ুন: প্রথম ছয়ে থাকার আশা শেষ, চেন্নাইয়িনের বিরুদ্ধে হারের পর মেনে নিলেন ইস্টবেঙ্গল কোচ 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

DA News: চলতি সপ্তাহেই ডিএ-র প্রস্তাবে অনুমোদন, আপনার বেতনে হবে কী পরিবর্তন ?
চলতি সপ্তাহেই ডিএ-র প্রস্তাবে অনুমোদন, আপনার বেতনে হবে কী পরিবর্তন ?
Jadavpur University Chaos: হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুর পড়ুয়া ইন্দ্রানুজ, ' শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় হয়েছিলেন আহত..'
হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুর পড়ুয়া ইন্দ্রানুজ, ' শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় হয়েছিলেন আহত..'
West Bengal News Live: হঠাৎ অসুস্থ সৌগত রায়, দিল্লির হাসপাতালে ভর্তি তৃণমূল সাংসদ
হঠাৎ অসুস্থ সৌগত রায়, দিল্লির হাসপাতালে ভর্তি তৃণমূল সাংসদ
Mutual Fund : বছরে দিয়েছে ৪০ শতাংশ রিটার্ন, এই তিন মিউচুয়াল ফান্ডের বিষয়ে জানেন ?
বছরে দিয়েছে ৪০ শতাংশ রিটার্ন, এই তিন মিউচুয়াল ফান্ডের বিষয়ে জানেন ?
Advertisement
ABP Premium

ভিডিও

Abhijit Ganguly: বিজেপি ত্যাগ তাপসীর, কী বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? ABP Ananda LiveJU Incident : হাসপাতাল থেকে ছাড়া পেলেন শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত যাদবপুর পড়ুয়া ইন্দ্রানুজFake Voter : এপিকে একাধিক ভোটার বিতর্কে পার্লামেন্টে একের পর এক মুখ খুললেন সৌগত-কল্যাণWest Bengal Assembly: বিধানসভায় তুলকালাম, বের করে দেওয়া হল দুই বিজেপি বিধায়ককে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
DA News: চলতি সপ্তাহেই ডিএ-র প্রস্তাবে অনুমোদন, আপনার বেতনে হবে কী পরিবর্তন ?
চলতি সপ্তাহেই ডিএ-র প্রস্তাবে অনুমোদন, আপনার বেতনে হবে কী পরিবর্তন ?
Jadavpur University Chaos: হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুর পড়ুয়া ইন্দ্রানুজ, ' শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় হয়েছিলেন আহত..'
হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুর পড়ুয়া ইন্দ্রানুজ, ' শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় হয়েছিলেন আহত..'
West Bengal News Live: হঠাৎ অসুস্থ সৌগত রায়, দিল্লির হাসপাতালে ভর্তি তৃণমূল সাংসদ
হঠাৎ অসুস্থ সৌগত রায়, দিল্লির হাসপাতালে ভর্তি তৃণমূল সাংসদ
Mutual Fund : বছরে দিয়েছে ৪০ শতাংশ রিটার্ন, এই তিন মিউচুয়াল ফান্ডের বিষয়ে জানেন ?
বছরে দিয়েছে ৪০ শতাংশ রিটার্ন, এই তিন মিউচুয়াল ফান্ডের বিষয়ে জানেন ?
Stock Market Today:  ফের পড়ল বাজার, আজ টপ গেনার ও লুজার ছিল এই স্টকগুলি
ফের পড়ল বাজার, আজ টপ গেনার ও লুজার ছিল এই স্টকগুলি
Holi 2025 Sale : স্মার্টফোন থেকে জুতো, হোলিতে কোন সাইট দিচ্ছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়  
স্মার্টফোন থেকে জুতো, হোলিতে কোন সাইট দিচ্ছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়  
Jadavpur University : ফের উত্তপ্ত যাদবপুর, ওমপ্রকাশ  ঢুকতেই উঠল স্লোগান, ক্যাম্পাসে ঢুকল পুলিশ
ফের উত্তপ্ত যাদবপুর, ওমপ্রকাশ ঢুকতেই উঠল স্লোগান, ক্যাম্পাসে ঢুকল পুলিশ
Belgharia Shootout : রাজনীতি নয়, বেলঘরিয়ায় শ্যুটআউটের ত্রিকোণ প্রেম ? চাঞ্চল্যকর দাবি পুলিশের !
রাজনীতি নয়, বেলঘরিয়ায় শ্যুটআউটের ত্রিকোণ প্রেম ? চাঞ্চল্যকর দাবি পুলিশের !
Embed widget