Mohun Bagan vs Mohammedan: বিস্তর ফারাক রয়েছে গুণগত মানে, মোহনবাগানের বিরুদ্ধে হেরে মেনে নিলেন মহামেডান কোচ চেরনিশভ
Mohammedan Sporting: বিগত দুই ম্যাচে চার পয়েন্ট পেলেও, মোহনবাগানের সামনে তেমন নজরই কাড়তে পারলে না আন্দ্রেই চেরনিশভের মহামেডান স্পোর্টিং।
কলকাতা: একদিকে গত বারের আইএসএল লিগশিল্ডজয়ী দল মোহনবাগান সুপার জায়ান্ট। আর অপরদিকে লিগে নবাগত মহামেডান স্পোর্টিং। তবে তাতে কী হয়েছে। ম্যাচটা যে কলকাতা ডার্বি। আর বিশেষজ্ঞরা বারংবারই বলে থাকেন, ডার্বিতে ফর্ম, ফেভারিট বলে কিচ্ছু হয় না। তাই মোহনবাগান বনাম মহামেডানের ম্যাচে (Mohun Bagan Super Giant vs Mohammedan Sporting) এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় ছিলেন ফুটবলপ্রেমীরা। তবে ৩-০ স্কোরলাইন বলে দিচ্ছে ম্যাচে সেই লড়াই দেখা যায়নি।
মোহনবাগানের বিরুদ্ধে হতাশাজনক হারের পর মহমেডান স্পোর্টিংয়ের কোচ আন্দ্রেই চেরনিশভ (Andrey Chernyshov) মেনেই নিলেন, যোগ্য দলের কাছেই হেরেছেন তাঁরা এবং মানের দিক থেকে মোহনবাগানের চেয়ে সাদা কালো ব্রিগেড অনেক পিছিয়ে রয়েছে। সাংবাদিকদের চেরনিশভ বলেন, 'আইএসএলের আসল মান আজই বুঝিয়ে দিল মোহনবাগান। ওরা খুবই ভাল খেলেছে এবং ওদের অনেক ভাল ভাল খেলোয়াড় আছে। তবে আমার দল খারাপ, এ কথা বলব না। আমরা চেষ্টা করেছি। লড়াইও করেছি। কিন্তু আমাদের সঙ্গে ওদের খেলোয়াড়দের মানের ফারাক অনেকটাই। ফুটবলে এমন হতেই পারে। মোহনবাগানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামলে তো বটেই'।
শনিবারের ম্যাচ থেকে যে অনেক কিছু শিখলেনও তিনি ও তাঁর দলের ফুটবলাররা, তাও মেনে নিতে দ্বিধা নেই রাশিয়ান কোচের। 'সব দিক থেকেই আমাদের উন্নতি করতে হবে। আমাদের আরও শক্তিশালী হতে হবে এবং পারফরম্যান্সের মানও বাড়াতে হবে। বল নিয়ে আমাদের আরও দ্রুতগামী হতে হবে। আজকের ম্যাচে এগুলোই শিখলাম আমরা। ফিটনেসের দিক থেকে আরও উন্নতি করতে হবে আমাদের। আজ হয়তো শারীরিক দিক থেকে আমরা সঠিক জায়গায় ছিলাম না। হয়তো তিনটে ম্যাচ খেলার পরে ছেলেরা ক্লান্ত হয়ে গিয়েছে।', যোগ করেন মহামেডান কোচ।
তবে নিজের দলের পারফরম্যান্সে হতাশ নন সাদা-কালো ব্রিগেডের কোচ। এ দিন তাঁর দলের আর্জেন্টাইন তারকা অ্যালেক্সি গোমেজের পারফরম্যান্স এবং দল বাছাই নিয়েও প্রশ্ন ওঠে। তবে গোমেজের ভাল না খেলার জন্যই যে দল হেরেছে, এ কথা মানতে রাজি নন চেরনিশভ। রাশিয়ান কোচ বলেন, 'প্রথম তিন ম্যাচে অ্যালেক্সি ভাল খেলেছিল। তবে আজ ওর পারফরম্যান্স ভাল না হওয়ার কারণেই যে আমরা হারলাম, তা নয়। হয়তো প্রথম কয়েকটা ম্যাচে আমাদের প্রতিপক্ষ নিজেদের সেরাটা দিতে পারেনি। হয়তো আমরা আইলিগ থেকে উঠে এসেছি বলে আমাদের ওরা তেমন গুরুত্ব দেয়নি। এখন দলগুলো নিশ্চয়ই বুঝতে পারছে, ওরা যা ভেবেছিল, তার চেয়ে মহমেডান ভাল দল। সেই জন্যই এখন গুরুত্ব দিচ্ছে। তবে আজ যা হয়েছে, তা মানের ফারাকের জন্যই হয়েছে। আমাদের এটা মানতেই হবে যে, আজ প্রতিপক্ষ খুবই ভাল ছিল। তা ছাড়া দল বাছাইয়ে কোনও ভুল হয়েছে বলে মনে হয় না। এই খেলোয়াড়রাই তো গত ম্যাচে জিতেছিল। আজ ছেলেরা ভালই খেলেছে। এই নিয়ে আমার কোনও অভিযোগ নেই'।
(তথ্য: আইএসএল মিডিয়া)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আইএসএল মরশুমের প্রথম কলকাতা ডার্বিতে মহামেডানকে দুরমুশ করল মোহনবাগান