এক্সপ্লোর

Mohun Bagan vs Mohammedan: আইএসএল মরশুমের প্রথম কলকাতা ডার্বিতে মহামেডানকে দুরমুশ করল মোহনবাগান

ISL 2024-25: মরশুমের দ্বিতীয় জয়ে আইএসএলের লিগ তালিকায় চার নম্বরে উঠে এল মোহনবাগান সুপার জায়ান্ট।

কলকাতা: আইএসএলে এ মরশুমের প্রথম কলকাতা ডার্বি (Kolkata Derby)। ময়দানের ফুটবলপ্রেমীরা তাই স্বাভাবিকভাবেই প্রবল উৎসাহের সঙ্গে নজর রেখেছিলেন ম্যাচে। সেই ম্যাচেই দুরন্ত জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। ৩-০ স্কোরলাইনের বিরাট ব্য়বধানে পরাজিত করল মহামেডান স্পোর্টিংকে (Mohun Bagan Super Giant vs Mohammedan Sporting)। সবুজ মেরুনের হয়ে গোল করলেন অধিনায়ক শুভাশিস বসুসহ গ্রেগ স্টুয়ার্ট ও দলের আরেক নতুন ফুটবলার জেমি ম্যাকলারেন। 

গত তিন ম্যাচে ক্রমশ উন্নতি করেছিল সাদা কালো বিগ্রেড। প্রথম ম্যাচে হারের পর, ড্র ও গত ম্যাচে চেন্নাইনকে হারিয়ে প্রথম জয় পেয়েছিল মহমেডান স্পোর্টিং। তবে মোলিনার ছেলেদের বিরুদ্ধে ম্যাচই বুঝিয়ে দিল প্রবল চাপ সামলে জয়ের পথে ফিরতে মহামেডানকে এখনও আরও অনেকটা উন্নতি করতে হবে। মরশুমের দ্বিতীয় জয়ে আইএসএলের (ISL 2024-25) লিগ তালিকায় চার নম্বরে উঠে এল মোহনবাগান সুপার জায়ান্ট। চার পয়েন্ট নিয়ে আপাতত দশ নম্বরে মহামেডান।

এ দিন সারা ম্যাচে ১২টি শট গোলে রাখে সবুজ-মেরুন বাহিনী। কিন্তু প্রতিপক্ষকে একটির বেশি শট গোলে রাখতে দেয়নি তারা। মোহনবাগান যেখানে ১৮টি গোলের সুযোগ তৈরি করে ও প্রতিপক্ষের বক্সে ২৪বার বল ছোঁয় মোহনবাগান, সেখানে মহমেডান সাতটির বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি এবং প্রতিপক্ষের বক্সে ১১বারের বেশি বল ছুঁতে পারেনি। এই পরিসংখ্যানই বুঝিয়ে দেয় কতটা দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ম্যাচ জিতে নেয় সবুজ-মেরুন ব্রিগেড।

মোহনবাগান কোচ হোসে মোলিনার দল বাছাইয়েই এ দিন ছিল বড় চমক। দলে চারটি পরিবর্তন করেন তিনি। দিমিত্রিয়স পেত্রাতোস, জেসন কামিংস কেউই ছিলেন না তাঁর প্রথম এগারোয়। মনবীর সিং ও জেমি ম্যাকলারেনকে সামনে রেখে ৪-৪-১-১-এ দল সাজান তিনি। পেত্রাতোসকে নামান ম্যাচের শেষ দিকে। কামিংস এ দিন নামেনইনি। গ্রেগ স্টুয়ার্ট ও ম্যাকলারেনের বোঝাপড়ায় এ দিন মোহনবাগানের আক্রমণে আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। অন্যদিকে, ফানাই, ফ্রাঙ্কা ও মকান চোঠেকে আক্রমণে রেখে অপরিবর্তিত দলকে ৪-৩-৩ ছকে সাজিয়ে শুরু করে মহমেডান। যা মোহনবাগানের মতো আগ্রাসী প্রতিপক্ষকে আটকানোর পক্ষে যথেষ্ট ছিল না।

আট মিনিটের মাথায় দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার ও এ লিগের অন্যতম সেরা ফুটবলার ম্যাকলারেন। ৩১ মিনিটের মাথায় ফের আর এক স্মরণীয় হেডে ব্যবধান বাড়ান শুভাশিস বসু এবং ৩৬ মিনিটের মাথায় গোল করে জয় নিশ্চিত করে ফেলেন স্টুয়ার্ট। তবে এ দিন যা পরিমান গোলের সুযোগ পেয়েছিল মোহনবাগান, সেগুলি কাজে লাগাতে পারলে অনেক বেশি ব্যবধানে জিততে পারত তারা। শনিবারের এই জয়ের ফলে ফের সেরা ছয়ে ঢুকে পড়ল সবুজ-মেরুন বাহিনী। লিগ তালিকায় চার ম্যাচে সাত পয়েন্ট পেয়ে তারা আপাতত চার নম্বরে। আন্তর্জাতিক অবকাশের পর ফিরে এসেই এ মাসের ১৯ তারিখ তারা আর এক ডার্বিতে নামবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।

শুরু থেকেই এ দিন প্রতিপক্ষকে চাপে রাখে মোলিনার দল। মহমেডান পাল্টা আক্রমণের সুযোগ তৈরি করে নিলেও ম্যাকলারেন ও স্টুয়ার্টের দুর্দান্ত বোঝাপড়ার প্রভাব শুরু থেকেই টের পায় তারা। এই জুটির বোঝাপড়াই তাদের প্রথম গোল এনে দেয় আট মিনিটের মাথায়। লিস্টন কোলাসোর কর্নারে প্রথমে হেড ফ্লিক করে ম্যাকলারেনের কাছে বল পাঠান স্টুয়ার্ট। ম্যাকলারেন তা অসাধারণ হেডে গোলে পাঠাতে বিন্দুমাত্র ভুল করেননি। (১-০)।
এর ঠিক আগেই আপুইয়ার একটি দূরপাল্লার শট গোলে ঢোকার মুখে যদি চাপড় মেরে বার করে না দিতেন গোলকিপার পদম ছেত্রী, তা হলে তখনই এগিয়ে যেত তারা। এর জেরে পাওয়া কর্নার থেকেই গোল পান ম্যাকলারেন।

প্রথম ১৫ মিনিটের মধ্যেই যেখানে সবুজ-মেরুন বাহিনীর চারটি শট লক্ষ্যে ছিল, সেখানে একটিও গোলে রাখতে পারেনি মহমেডান। সারা প্রথমার্ধেই কোনও শট গোলে রাখতে পারেনি সাদা-কালো ব্রিগেড। প্রথম ৪৫ মিনিটে সব মিলিয়ে ছ’টি শট গোলে ছিল বাগান-বাহিনীর। শুরু থেকেই যে আগ্রাসী ফুটবল খেলে মোহনবাগান, তা এই পরিসংখ্যানেই স্পষ্ট। গত ম্যাচে শোচনীয় হার যে তাদের এই ম্যাচে আরও ধারালো ও ক্ষুধার্ত করে তুলেছিল, তা তারা শুরু থেকেই বুঝিয়ে দেয়।

২২ মিনিটের মাথায় ফের গোলের সুযোগ পান কোলাসো। ম্যাকলারেনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে তিনি বাঁ দিক দিয়ে ঢুকে দ্বিতীয় পোস্টের দিক দিয়ে গোলে বল ঠেলার চেষ্টা করলেও তা অনেকটা বাইরে দিয়ে চলে যায়। মহমেডান বারবার বল দখলে নিয়ে ম্যাচের গতি কমিয়ে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলেও তাদের পা থেকে বল কেড়ে নিয়ে প্রতি আক্রমণে উঠছিলেন মোহনবাগানের অ্যাটাকাররা।

মহমেডানের দুই লাতিন অ্যাটাকার অ্যালেক্সি গোমেজ ও রবার্তো ফ্রাঙ্কাকে আটকানোর দায়িত্বে ছিলেন দুই বিদেশী স্টপার আলবার্তো রড্রিগেজ ও টম অ্যালড্রেড। শুভাশিস ও আশিস প্রায়ই ওভারল্যাপে উঠে আক্রমণে সঙ্গ দেন। ৩১ মিনিটের মাথায় অধিনায়ক শুভাশিসই অসাধারণ এক হেড করে দলকে দ্বিতীয় গোল এনে দেন। বাঁ দিকের উইং থেকে নেওয়া স্টুয়ার্টের নিখুঁত ফ্রিকিক উড়ে আসে তাঁরই মাথায় এবং মাথা দিয়ে গোলে বল ঠেলতে কোনও ভুল করেননি অভিজ্ঞ ডিফেন্ডার (২-০)। প্রথমার্ধের শেষে এমনই এক কর্নার থেকে হেডে আরও একটি গোলের সুযোগ পান তিনি। তবে এ বার লক্ষ্যভ্রষ্ট হন।

মোহনবাগানের আক্রমণ সামলাতে এ দিন হিমশিম খেয়ে যান মহমেডানের রক্ষণ। গত তিন ম্যাচে যাঁদের রক্ষণকে বেশ মজবুত ও দুর্ভেদ্য মনে হয়েছিল, এ দিন সবুজ-মেরুন আক্রমণের তীব্রতায় সেই রক্ষণই ভেঙে পড়ে। ৩৬ মিনিটের মাথায় শুভাশিসের পাস থেকে বল পেয়ে দলকে যখন তৃতীয় গোল এনে দেন স্টুয়ার্ট, তখনও তাঁকে আটকাতে পারেননি মহমেডান ডিফেন্ডাররা। অসাধারণ ড্রিবল করে তিন ডিফেন্ডারকে ছিটকে দিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ে গোলে শট নেন স্কটিশ তারকা (৩-০)।

প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যাওয়া মোহনবাগানের খেলায় দ্বিতীয়ার্ধে অতটা আগ্রাসন দেখা যায়নি। প্রথম ১৫ মিনিটের মধ্যে তাদের একটিমাত্র শট গোলে ছিল, যা নেন মনবীর সিং। লিস্টন কোলাসোর একটি শট আটকে দেন গোলকিপার ছেত্রী। কিন্তু ৬৩ মিনিটের মাথায় মনবীরের ক্রসে গোললাইনের সামনে যে সুযোগ নষ্ট করেন কোলাসো, তাও অভাবনীয়। তবে কৃতিত্ব ডিফেন্ডার জুডিকারও প্রাপ্য। কোলাসোর শট অসাধারণ ভাবে ব্লক করেন তিনি। ৭৩ মিনিটের মাথাতেও কোলাসোর একটি দূরপাল্লার শট সেভ করেন ছেত্রী।

বিরতির পরে তিনটি পরিবর্তন করে খেলতে নামা মহমেডানও দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফেরার চেষ্টা করে। ৫৭ মিনিটের মাথায় কাসিমভের একটি দূরপাল্লার শট আটকে দেন বিশাল কয়েথ। ফ্রাঙ্কার জায়গায় নামেন সিজার মানজোকি। চোঠে ও অমরজিৎকেও তুলে নেওয়া হয়। নামানো হয় বিকাশ সিং ও মাফেলাকে। এর ফলে তাদের আক্রমণে কিছুটা হলেও গতি আসে। সামাদ আলি মল্লিকও মাঠে আসেন।

মোহনবাগান তাদের প্রথম পরিবর্তন আনে ৭৫ মিনিটের মাথায়, যখন ম্যাকলারেনের জায়গায় নামেন পেত্রাতোস। একই সঙ্গে মনবীরের জায়গায় সুহেল ভাটকে নামান মোলিনা। মাঠে নেমেই স্টুয়ার্টের পাস থেকে গোলের সুযোগ পেয়ে যান পেত্রাতোস। কিন্তু রক্ষণের বাধা পেরিয়ে তিনি সফল হতে পারেননি।

তবে পেত্রাতোস মাঠে আসার পরে তাঁর দল অবশ্য তেমন আক্রমণাত্মক মেজাজে ছিল না। ৩-০-র ব্যবধান ধরে রাখার দিকেই মন দেয় তারা। নির্ধারিত সময় শেষ হওয়ার আট মিনিট আগে স্টুয়ার্টের জায়গায় মাঠে নামেন আশিক কুরুনিয়ান। ২০২৩-এর ১৮ মার্চ শেষবার মাঠে নেমেছিলেন আশিক। অর্থাৎ ৫৬৭ দিন পরে এ দিন ফের মাঠে নামেন তিনি। সুহেল ও আশিকের জুটি বারদুয়েক গোলের সুযোগও তৈরি করেন। কিন্তু মহমেডান আর কোনও গোলের সুযোগ তৈরি করতে পারেনি।

(তথ্য: আইএসএল মিডিয়া)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: কোচ বদলেও বদলাল না ভাগ্য, আইএসএলে নাগাড়ে চার ম্যাচে হার ইস্টবেঙ্গেলের 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফের তপসিয়ায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ফের তপসিয়ায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
Kolkata Fire : শহরে ফের অগ্নিকাণ্ড, বহুতলের পাশের ঝুপড়িতে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা
Kolkata Fire : শহরে ফের অগ্নিকাণ্ড, বহুতলের পাশের ঝুপড়িতে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা
Sandeshkhali TMC : ফের শিরোনামে সন্দেশখালি, তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে হাইকোর্টে তৃণমূল!
ফের শিরোনামে সন্দেশখালি, এবার আদালতে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল !
Bangladesh News : সুকান্ত মজুমদারের সঙ্গে চিন্ময়কৃষ্ণর আইনজীবীর কথা, বিশেষ আশ্বাস কেন্দ্রের ?
সুকান্ত মজুমদারের সঙ্গে চিন্ময়কৃষ্ণর আইনজীবীর কথা, বিশেষ আশ্বাস কেন্দ্রের ?
Advertisement
ABP Premium

ভিডিও

SSC Job Seekers: অবৈধ চাকরি বাঁচাতে অতিরিক্ত শূন্য পদ তৈরি ? প্রশ্ন সুপ্রিম কোর্টের।Kolkata News: খাস কলকাতায় তৃণমূল নেতার বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ। ABP Ananda LiveJaipur Incident: রাজস্থানের জয়পুরে ভয়ঙ্কর দুর্ঘটনা।একাধিক গাড়ির সংঘর্ষে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড,জখম অনেকেBangladesh News: পাকিস্তানের আরও কাছাকাছি এল ঢাকা বিশ্ববিদ্যালয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: ফের তপসিয়ায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ফের তপসিয়ায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
Kolkata Fire : শহরে ফের অগ্নিকাণ্ড, বহুতলের পাশের ঝুপড়িতে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা
Kolkata Fire : শহরে ফের অগ্নিকাণ্ড, বহুতলের পাশের ঝুপড়িতে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা
Sandeshkhali TMC : ফের শিরোনামে সন্দেশখালি, তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে হাইকোর্টে তৃণমূল!
ফের শিরোনামে সন্দেশখালি, এবার আদালতে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল !
Bangladesh News : সুকান্ত মজুমদারের সঙ্গে চিন্ময়কৃষ্ণর আইনজীবীর কথা, বিশেষ আশ্বাস কেন্দ্রের ?
সুকান্ত মজুমদারের সঙ্গে চিন্ময়কৃষ্ণর আইনজীবীর কথা, বিশেষ আশ্বাস কেন্দ্রের ?
West Bengal Weather : শীতে বিরতি , কালই ১০ জেলায় বৃষ্টির দাপট, আপনার জেলাতেও ভেজা ঠান্ডা?
শীতে বিরতি , কালই ১০ জেলায় বৃষ্টির দাপট, আপনার জেলাতেও ভেজা ঠান্ডা?
Nadia News: খাম ছিঁড়ে যেতেই সন্দেহ, সোজা থানার দ্বারস্থ পোস্টমাস্টার ! বিলির জন্য় একসঙ্গে ৫০টি পাসপোর্ট পোস্ট অফিসে
খাম ছিঁড়ে যেতেই সন্দেহ, সোজা থানার দ্বারস্থ পোস্টমাস্টার ! বিলির জন্য় একসঙ্গে ৫০টি পাসপোর্ট পোস্ট অফিসে
RG Kar Case Timeline : চার মাস পেরিয়েও বিচার অধরা, ফিরে দেখা আরজি কর আন্দোলন ও মামলার ঘটনাক্রম
চার মাস পেরিয়েও বিচার অধরা, CBI তদন্তে হতাশ মা-বাবা আবার হাইকোর্টে, ফিরে দেখা আরজি কর আন্দোলন ও মামলার টাইমলাইন
IIT Placements: বছরে ৬০ লাখেরও বেশি প্যাকেজ, আইআইটির এই পড়ুয়ারা পেল মোটা বেতনের চাকরি
বছরে ৬০ লাখেরও বেশি প্যাকেজ, আইআইটির এই পড়ুয়ারা পেল মোটা বেতনের চাকরি
Embed widget