Mohammedan Sporting: দু'সপ্তাহ পর মাঠে নামছে দল, বেঙ্গালুরুর বিরুদ্ধে পয়েন্ট অর্জনে মরিয়া কোচ চেরনিশভ
Mohammedan Sporting vs Bengaluru FC: লিগ তালিকায় উপরের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরুর বিরুদ্ধে ঘরের মাঠে নামছে নীচের দিক থেকে দ্বিতীয়তে থাকা মহামেডান।
কলকাতা: দু’সপ্তাহেরও বেশি সময় পর ম্যাচ খেলতে নামছে তাঁর দল। গত চার ম্যাচে যে রকম পারফরম্যান্স দেখিয়েছেন তাঁর দলের ফুটবলাররা, তা একজন কোচকে হতাশ করে তোলার পক্ষে যথেষ্ট। তবু মহমেডান স্পোর্টিং-র (Mohammedan Sporting) রাশিয়ান কোচ আন্দ্রেই চেরনিশভ (Andrey Chernyshov) চেষ্টা করে যাচ্ছেন তাঁর দলের খেলোয়াড়দের তাতিয়ে তোলার জন্য।
তাঁর দল যে ভাল ও লড়াকু ফুটবল খেলতে পারে, তা লিগের শুরুর দিকেই তারা বুঝিয়ে দেয়, যখন তারা এফসি গোয়ার বিরুদ্ধে তুমুল লড়াই করে তাদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নেয় ও চেন্নাইন এফসি-কে তাদের মাঠে নেমে হারায়। কোচ এখন তাঁর দলের খেলোয়াড়দের কাছ থেকে প্রথম দিকের সেই পারফরম্যান্স চাইছেন।
মঙ্গলবার, ম্যাচের আগের দিন সাংবাদিকদের চেরনিশভ বলেন, “বেঙ্গালুরু দারুন দল, কিন্তু আমাদের তো ওদের বিরুদ্ধে খেলতেই হবে। আমাদের খেলা নিয়ে আরও সিরিয়াস হতে হবে। সর্বশক্তি দিয়ে খেলতে হবে আমাদের। এফসি গোয়ার বিরুদ্ধে যে রকম খেলেছিলাম, এই ম্যাচে আমাদের সে রকম বা তার চেয়েও ভাল খেলতে হবে। সেই স্টাইলে ফিরে যেতে হবে। এ রকম দলের বিরুদ্ধে খেলতে নামলে প্রচুর আত্মবিশ্বাসের প্রয়োজন”।
প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি আপাতত লিগ টেবলের দুই নম্বরে, মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে তাদের গোলপার্থক্যের তফাৎ। এমন শক্তিশালী প্রতিপক্ষ নিয়ে মহমেডান কোচ বলেন, “আইএসএলের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলতে চলেছি আমরা। ওরা সত্যিই খুব শক্তিশালী এবং ভাল দল। নিখুঁত ভাবে মরশুম শুরু করেছে ওরা। এখন ওরা দ্বিতীয় স্থানে রয়েছে। মোহনবাগান এসজি এবং ওদের পয়েন্ট সংখ্যা একই। খেলার স্টাইলের দিক থেকে ওরা সম্ভবত চলতি আইএসএলের সেরা দল। ওদের অনেক ভাল ও অভিজ্ঞ ফুটবলার আছে”।
যে দলে সুনীল ছেত্রীর মতো কিংবদন্তি রয়েছে, সেই দলের প্রতিপক্ষদের তাঁকে আটকানোর জন্য আলাদা করে কিছু না কিছু পরিকল্পনা করে রাখতেই হয়। চেরনিশভেরও নিশ্চয়ই তেমন কিছু রয়েছে। কিন্তু তা ভেঙে বলতে চাইলেন না তিনি। বরং বললেন, “ওদের দলে একাধিক বিপজ্জনক খেলোয়াড় আছে। ওদের দলের সবাই ভাল ফুটবলার। কোনও একজনের দিকে তাই বেশি মনযোগ দিতে পারব না। পুরো দলের বিরুদ্ধে খেলতে হবে আমাদের। তাই ওদের পুরো দল নিয়েই ভাবছি আমরা”।
এই ম্যাচে নামার আগে দু’সপ্তাহের ছুটিকে কী ভাবে কাজে লাগিয়েছেন, তা জানতে চাইলে কোচ বলেন, “এই অবকাশে খেলোয়াড়দের আমরা কয়েক দিন ছুটি দিয়েছিলাম। এটা জরুরি। রোজই যদি ওরা কঠোর পরিশ্রম করে, তা হলে মানসিক ভাবে ওরা ক্লান্ত হয়ে পড়বে। তাই ফুটবল থেকে কিছুদিন দূরে থাকা দরকার। ভাল দলের বিরুদ্ধে খেলতে হলে আমাদের মানসিক ভাবেও শক্তিশালী হতে হবে। আক্রমণ, রক্ষণ আরও ভাল করতে হবে।
এই ধরনের অবকাশ মাঝে মাঝে পেলে দলের ভালই হয়। এতে দলের সমস্যাগুলো নিয়ে অনেক কাজ করা যায়। তবে যদি কেউ ভেবে থাকেন, ১২-১৪ দিনে দলের চেহারা আমূল বদলে যাবে, তা হলে সেটা ঠিক নয়। এই সময়টা অবশ্য প্রস্তুতির জন্য আমাদের ভালই কেটেছে। সব ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সে নর্থইস্ট হোক বা মোহনবাগান, সব ম্যাচেই আমরা জিততে চাই”।
ঘানার ডিফেন্ডার জোসেফ আজেইয়ের চোট। তিনি চোট পাওয়ার পর থেকেই দলের বেহাল অবস্থা। তাই সমর্থকেরা চাইছে যথাসম্ভব দ্রুত সুস্থ হয়ে উঠে দলে ফিরুন তিনি। তাঁর খবর দিয়ে চেরনিশভ বলেন, “দলের সঙ্গে অনুশীলন শুরু করেছে জোসেফ। ও অনেকদিন ধরেই অনুশীলন করতে ও খেলতে পারেনি। আজ অনুশীলনের পর ওকে পরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় পাস করতে পারলে কাল ম্যাচের দলে ওকে রাখা হতে পারে। তবে পাস করতে না পারলে ওকে আরও তৈরি হতে হবে”।
দলের এক নম্বর গোলকিপার পদম ছেত্রীরও চোট রয়েছে। তাই গত ম্যাচে তরুণ গোলকিপার ভাস্কর রায়কে খেলায় মহমেডান। এই ম্যাচে গোলে আর এক তরুণ শুভজিৎ ভট্টাচার্যকে দেখা যেতে পারে। সাংবাদিক বৈঠকে কোচ তাঁকে সঙ্গে করে নিয়ে আসায় এই জল্পনা শুরু হয়েছে।
২২ বছর বয়সী শুভজিৎ বলেন, “আইএসএলে প্রথম খেলার সুযোগ পেলে আমার কাছে তা বড় ব্যাপার হবে। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে আমরা আগেও খেলেছি। ডুরান্ড কাপে ওদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা আছে আমাদের। ওরা ভাল দল, ভাল ভাল খেলোয়াড় আছে ওদের। তবে আমরাও ভাল দল। কিন্তু আমরা ফল পাচ্ছি না। কোচ আমাদের বলছেন, নিজেদের ওপর আস্থা রাখতে হবে, আত্মবিশ্বাস বাড়াতে হবে। কাল আমরা পয়েন্ট পাওয়ার মরিয়া চেষ্টা করব”।
(তথ্য: আইএসএল মিডিয়া)
আরও পড়ুন: শীর্ষে পৌঁছেও স্বস্তি নেই, 'আরও পরিশ্রম করতে হবে', দলের উদ্দেশে বার্তা মোহনবাগান কোচের