Andrey Chernyshov: একটা ভুলেই সব শেষ, টানা হারের পর বলছেন বিধ্বস্ত মহমেডানের কোচ চের্নিশভ
Kerala Blasters FC vs Mohammedan SC: ম্যাচের ৬২ মিনিটের মাথায় মহমেডানের তরুণ গোলকিপার ভাস্কর রায়ের নিজ গোল ব্লাস্টার্সকে খাতা খুলতে সাহায্য করে
কোচি: টানা আটটি ম্যাচে জয়হীন ও নবম হারের পর যে কোনও দলেরই কোচের মুখ থেকে কোনও নতুন কথা বোধহয় আশা করা যায় না। রবিবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters FC vs Mohammedan SC) কাছে তিন গোলে হারার পর মহমেডান এসসি-র কোচ আন্দ্রেই চেরনিশভও (Andrey Chernyshov) তেমন নতুন কিছু বলেননি।
রবিবারের এই হার নিয়ে তাঁর প্রতিক্রিয়া, "গোল করতে না পারলে তো ম্যাচ জেতা সম্ভব নয়। এখন গোল করা আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যখন আমরা গোল করতে শুরু করব, আমি মনে করি, তখন আমাদের পরিস্থিতি আরও ভাল হবে। তবে আপাতত, আমাদের পরিশ্রম করে যেতে হবে এবং আরও ভাল খেলতে হবে, কারণ এটাই আমাদের কাজ।"
এ দিন ম্যাচের ৬২ মিনিটের মাথায় মহমেডানের তরুণ গোলকিপার ভাস্কর রায়ের নিজ গোল ব্লাস্টার্সকে খাতা খুলতে সাহায্য করে। এর পরে ৮০ মিনিটের মাথায় মার্কিন ফরোয়ার্ড নোয়া সাদাউই হেড করে ব্যবধান বাড়ান ও নির্ধারিত সময়ের শেষ মিনিটে জয় নিশ্চিত করেন ফরাসী ডিফেন্ডার আলেকজান্দার কোয়েফ। সারা ম্যাচে এ দিন দু’টির বেশি শট গোলে রাখতে পারেনি কলকাতার দল। সেখানে ব্লাস্টার্স পাঁচটি শট গোলে রাখে।
তিন গোলে হারলেও দলের প্রশংসাই শোনা যায় মহমেডানের রুশ কোচের গলায়। বলেন, "আমরা প্রথমার্ধে ভাল খেলেছি এবং শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলেছি। আমাদের রক্ষণভাগ খুব ভাল দায়িত্ব পালন করেছে। দ্রুত কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করেছে আমাদের ছেলেরা। প্রথমার্ধ আমাদের জন্য মোটেই খারাপ ছিল না। কিন্তু একটা গুরুতর ভুলের পর আমাদের পারফরম্যান্সে কিছুটা অবনতি হয়।"
প্রতিপক্ষেরও প্রশংসা করতে ভোলেননি চেরনিশভ। বলেন, "কেরল ব্লাস্টার্স এফসিকে অভিনন্দন, তারা এই ম্যাচে জিতেছে। তারা দ্বিতীয়ার্ধে আরও ভাল খেলে। আজ ফুটবলের জন্য দারুণ পরিবেশ ছিল, যেখানে ২৫-৩০ হাজার মানুষ খেলা দেখতে এবং কেরল ব্লাস্টার্সকে সমর্থন জানাতে এসেছিল। ওদের মতো উঁচু মানের দল প্রথম গোল করার পর যখন আরও আত্মবিশ্বাসী এবং শক্তিশালী হয়ে ওঠে, তখন তাদের বিপক্ষে খেলা খুব কঠিন হয়ে যায়। তবে আমরা আমাদের সবটা দিয়েই চেষ্টা করেছি। আমরা তরতাজা খেলোয়াড়দের মাঠে এনেছি এবং পরিস্থিতি পাল্টানোর চেষ্টা করেছি। তাতেও হার বাঁচানো যায়নি।" (সৌ: আইএসএল মিডিয়া)
আরও পড়ুন: ক্রিকেট মাঠে চক দে ইন্ডিয়া! দ্রাবিড়ের নেতৃত্বে খেলেছেন, ট্রফির হ্যাটট্রিকে নবজাগরণ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।