এক্সপ্লোর

Mohammedan Sporting: ইনজুরি টাইমের গোলে তিন পয়েন্ট হাতছাড়া, এফসি গোয়ার বিরুদ্ধে ড্র করল মহামেডান স্পোর্টিং

ISL 2024-25: গোয়ার বিরুদ্ধে অ্যালেক্সিস গোমেজ়ের গোল থেকে ম্যাচে এগিয়ে গিয়েছিল মহামেডান স্পোর্টিংই। তাও তিন পয়েন্ট অধরাই রইল।

কলকাতা: এ মরশুমেই প্রথমবার আইএসএলে (ISL 2024-25) মাঠে নেমেছে কলকাতার তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পরাজয় দিয়েই মেগা টুর্নামেন্টে সফর শুরু করেছিল সাদা কালো ব্রিগেড। তবে দ্বিতীয় ম্যাচেই আইএসএলে প্রথম পয়েন্ট ঘরে তুলল মহামেডান। একটু অদিক ওদিক হলে কিন্তু এক পয়েন্টটা তিন পয়েন্টও হতে পারত। তবে দুর্ভাগ্যবশত ইনজুরি টাইমে এফসি গোয়ার বিরুদ্ধে গোল হজম করে ১-১ ড্র করেই সন্তুষ্ট থাকতে হল মহামেডানকে।   

গোয়ার বিরুদ্ধে অ্যালেক্সিস গোমেজ়েের গোল থেকে ম্যাচে এগিয়ে গিয়েছিল মহামেডান স্পোর্টিংই। তাও তিন পয়েন্ট অধরাই রইল। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে গোল করে মহামেডান সমর্থকদের জয়ের স্বপ্নে জল ঢেলে দেন মোহনবাগান প্রাক্তনী গোয়ার নয় নম্বর জার্সিধারী আর্মান্দো সাদিকু।

ব্রাজিলীয় ফরোয়ার্ড কার্লোস ফ্রাঙ্কা ও আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার অ্যালেক্সিস গোমেজ়র যুগলবন্দিতে এ দিন হিমশিম খেয়ে যায় জাতীয় কোচ মানোলো মার্কেজের দল এফসি গোয়া। তাদের মাঝমাঠ ও আক্রমণ বিভাগকে কার্যত অচল করে দিয়ে আক্রমণের ঝড় তোলেন দুই লাতিন ফুটবলার। পরিসংখ্যান বলছে, গোয়ার বক্সে এ দিন ৩১ বার বলে পা লাগায় মহমেডান। তাদের বক্সে গোয়ার ফুটবলারদের দশ বারের বেশি বলে পা লাগাতেই দেয়নি কলকাতার দল।  ১৭টি গোলের সুযোগ তৈরি করে তারা। ফ্রাঙ্কা ও গোমেজ তিনটি করে গোলের সুযোগ তৈরি করেন। মোট ন’টি শট নেন ফ্রাঙ্কা, যার মধ্যে চারটি ছিল লক্ষ্যে। গোমেজের চারটি শটের মধ্যে দু’টি ছিল বার ও পোস্টের মধ্যে। 

সারা ম্যাচে যেখানে ২২টি শটের মধ্যে সাতটি গোলে রাখে কলকাতার দল, সেখানে গোয়ার মোট এগারোটি শটের মধ্যে চারটি ছিল লক্ষ্যে। তাও তাদের তিনটি শট লক্ষ্যে ছিল ম্যাচের শেষ কুড়ি মিনিটে। ম্যাচের বাকি সময়টা বেশিরভাগই নিজেদের গোল বাঁচাতেই ব্যস্ত ছিলেন এফসি গোয়ার ফুটবলাররা। অসাধারণ পারফরম্যান্সের জন্য সেরা ফুটবলারের খেতাব জিতে নেন ফ্রাঙ্কা। কিন্তু ম্যাচের একেবারে শেষ দিকে মহমেডান কোচ আন্দ্রেই চেরনিশভ দুই লাতিন ফুটবলারকে তুলে নেওয়ার পরই এফসি গোয়ার পাল্টা আক্রমণে চাপে পড়ে মহমেডান এবং গোল খেয়ে প্রায় নিশ্চিত দুই পয়েন্ট হাতছাড়া করে।   

গত ম্যাচের প্রথম এগারোয় একটি পরিবর্তন করে এ দিন দল নামায় মহমেডান এসসি। সেন্ট্রাল আফ্রিকার ফরোয়ার্ড সিজার মানজোকির জায়গায় খেলেন ব্রাজিলীয় ফরোয়ার্ড কার্লোস ফ্রাঙ্কাকে। প্রথম দলে তিনটি পরিবর্তন আনে এফসি গোয়া।  

ফ্রাঙ্কা প্রথম দলে আসায় মহমেডানকে গত ম্যাচের চেয়েও ভয়ঙ্কর লাগে। শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে তারা। ১৫ মিনিটের মধ্যই দু’টি গোলের সুযোগ পান ফ্রাঙ্কা। কিন্তু গোয়ার গোলকিপার কাট্টিমণির তৎপরতায় দু’বারই বেঁচে যায় মার্কেজের দল। 

একেবারে শুরুর মিনিট পাঁচেক আক্রমণে ঝড় তুললেও ক্রমশ ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় মহমেডান। গত ম্যাচে সবচেয়ে ভাল পারফরম্যান্স দেখানো আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সি গোমেজ, উজবেক মিডফিল্ডার মির্জালল কাসিমভ ও ফ্রাঙ্কার ত্রয়ী একাধিকবার গোয়ার রক্ষণকে বিপদে ফেলে। তাদের একাধিক আক্রমণ হয় ডানদিক দিয়ে। দুই ডিফেন্ডার জয় গুপ্তা ও নিম দোরজি তাদের সামলাতে হিমশিম খেয়ে যান। 

ম্যাচের ২৫তম মিনিটে প্রায় গোল করেই ফেলেছিলেন ফ্রাঙ্কা। ডানদিক দিয়ে বক্সে ঢুকে তিনি যে চিপ করেন, তা গোলকিপারের হাতে লেগে বারে ধাক্কা খায়। সামনে নিম থাকলেও তাঁকে আটকাতে পারেননি। ২৮ মিনিটের মাথায় বক্সের মাথা থেকে ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে গোলে যে শট নেন ফ্রাঙ্কা, তাও আটকে দেন কাট্টিমণি।

প্রথমার্ধের শেষ দিকে চোট পান কাসিমভ। তার ঠিক আগেই বক্সের মধ্যে পিছন থেকে বাধা দিয়ে মহমেডান অধিনায়ক আদিঙ্গাকে ফেলে দেন উদান্ত সিং। পেনাল্টির আবেদন হলেও তা মঞ্জুর করেননি রেফারি। হতাশ এফসি গোয়ার ফুটবলাররা বারবার ফাউল করেন প্রতিপক্ষের খেলোয়াড়দের। প্রথমার্ধেই মোট আটটি ফাউল করেন উদান্তরা। ম্যাচের শেষে ফাউলের সংখ্যা দাঁড়ায় ১৫। প্রথমার্ধের শেষ দিকে বক্সের বাইরে থেকে নেওয়া গোমেজের ডিরেক্ট ফ্রিকিক গোলে ঢোকার মুখে আটকান গোলকিপার। 

প্রথমার্ধে মহমেডান এসসি যতগুলি শট গোলে রাখে (৪), এফসি গোয়ার মোট শটের সংখ্যাও (২) তত ছিল না। প্রথম ৪৫ মিনিটে মোট ১১টি শট নেন, ফ্রাঙ্কা, গোমেজরা। সাদিকুদের একটিমাত্র শট গোলে ছিল। এই পরিসংখ্যানেই মহমেডানের দাপটের ইঙ্গিতছিল স্পষ্ট। 

দ্বিতীয়ার্ধেও ছবিটা পরিবর্তন হয়নি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে পাওয়া যায় কলকাতার দলকে। ৪৯ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রাঙ্কার গোলমুখী শট ফের সেভ করেন কাট্টিমণি। ৫২ মিনিটের মাথায় বাঁ দিক দিয়ে ওঠা মকান চোঠের ক্রসে গোলের সামনে থেকে ফ্রাঙ্কা বল ঠেললেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। মহমেডানের আক্রমণের সামনে এফসি গোয়ার রক্ষণকে অসহায় লাগছিল।

প্রতিপক্ষের আক্রমণ আটকানোর জন্য বারবার প্রতিপক্ষের খেলোয়াড়দের শারীরিক ভাবে বাধা দিচ্ছিলেন গোয়ার ডিফেন্ডাররা। ৬৫ মিনিটের মাথায় সেভাবেই নিজেদের বক্সের মধ্যে গোলমুখী ফ্রাঙ্কাকে টেনে ফেলে দেন অধিনায়ক ওদেই ওনাইন্দিয়া। রেফারি অবধারিত ভাবে পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি অ্যালেক্সি গোমেজ (১-০)। এই গোলের পরেই ওদেইকে তুলে নেয় গোয়া, নামায় কার্ল ম্যাকহিউকে। 

এক গোলে এগিয়ে যাওয়ার পরেও ব্যবধান বাড়ানোর মরিয়া চেষ্টা চালিয়ে যায় মহমেডান। ৭২ মিনিটের মাথায় কর্নার থেকে গোল লাইনের সামনে যে সুযোগ পান ফ্রাঙ্কা, অবিশ্বাস্য ভাবে তা হাতছাড়া করেন তিনি। নীচু হয়ে আসা বল গোলকিপারের হাতে তুলে দেন। এর তিন মিনিট আগে অমরজিৎ সিং কিয়ামের জায়গায় আসা মিডফিল্ডার লালরিনফেলা বা মাফেলাও গোলের সামনে থেকে নেওয়া শট বাইরে পাঠান। 

ম্যাচের বয়স ৭০ মিনিট হয়ে যাওয়ার পর থেকে নড়েচড়ে বসে এফসি গোয়া এবং তাদের আক্রমণের ধার ক্রমশ বাড়তে শুরু করে। কিন্তু তাদের আক্রমণ মূলত বোরহা হেরেরা-কেন্দ্রিক ছিল। ৭৫ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে সোজা গোলে শট নেন বোরহা, যা অসাধারণ সেভ করেন মহমেডানের গোলকিপার পদম ছেত্রী। ৮৫ মিনিটের মাথায় সার্বিয়ান মিডিও দেজান দ্রাজিচ বক্সের মাথা থেকে গোলে জোরালো শট নেন। অসাধারণ সেভ করেন ছেত্রী। 

নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে গোমেজ ও ফ্রাঙ্কাকে তুলে নেন মহমেডান কোচ চেরনিশভ। নামান মানজোকিকে, যাতে শেষ বাঁশি বাজা পর্যন্ত প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখতে পারেন তাঁরা। গত ম্যাচে স্টপেজ টাইমেই গোল খেয়েছিল মহমেডান। সেই একই ভুল এই ম্যাচেও হয়। 

ছ’মিনিটের স্টপেজ টাইমে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয় গোয়ার দল এবং স্টপেজ টাইমের চতুর্থ মিনিটের মাথায় সমতা এনে ফেলেন আরমান্দো সাদিকু। বাঁ দিকের উইং থেকে আকাশ সাঙ্গওয়ানের সেন্টার গোলের সামনে থেকে হেড করে তা জালে জড়িয়ে দেন সাদিকু (১-১)। তাঁর সামনে জোসেফ আজেই থাকলেও তিনি সাদিকুকে আটকাতে ব্যর্থ হন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: কেরলের হয়ে জিতেছিলেন গোল্ডেন বুট, তাদের বিরুদ্ধে মাঠে নামার কী বলছেন ইস্টবেঙ্গলের দিয়ামান্তাকস? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Medical Science News: আড়াল করে রেখেছিল প্রকাণ্ড সিস্ট, জরায়ু পুরো ফাঁকা, তলপেটেই বাড়ছিল ভ্রূণ, জন্ম নিল ‘মিরাকল শিশু’
আড়াল করে রেখেছিল প্রকাণ্ড সিস্ট, জরায়ু পুরো ফাঁকা, তলপেটেই বাড়ছিল ভ্রূণ, জন্ম নিল ‘মিরাকল শিশু’
India on Bangladesh Incident: 'অত্যন্ত উদ্বেগের বিষয়', বাংলাদেশে হিন্দু যুবক হত্যার নিন্দা ভারতের; 'অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে'
'অত্যন্ত উদ্বেগের বিষয়', বাংলাদেশে হিন্দু যুবক হত্যার নিন্দা ভারতের; 'অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে'
Abhijit Gangopadhyay: 'দিলীপ ঘোষের মধ্যে এখনও আগুন আছে, বিয়ে করা অপরাধ নয়', মন্তব্য অভিজিতের
'দিলীপ ঘোষের সময়েই ১৮ জন সাংসদ পেয়েছিলাম, এখন পিছিয়ে গিয়েছি', বিস্ফোরক অভিজিৎ
Bangladesh News: 'বাংলাদেশের তৃণমূল স্তরের রাজনীতির সঙ্গে জড়িত নন', ১৭ বছর পর খালেদা-পুত্রের প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় দূত
'বাংলাদেশের তৃণমূল স্তরের রাজনীতির সঙ্গে জড়িত নন', ১৭ বছর পর খালেদা-পুত্রের প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় দূত

ভিডিও

Chok Bhanga 6ta LIVE : টার্গেট বাড়াচ্ছেন হুমায়ুন। ১৮২ আসনে লড়ার হুঙ্কার, কটাক্ষ তৃণমূলের
Chok Bhanga 6ta LIVE : SIR শুনানি শুরু। তৃণমূল সাংসদ, বিধায়কের পরিবারকে ডাক
Swargorom Plus Live: নৈরাজ্যের বাংলাদেশে বারবার  আক্রান্ত হিন্দুরা,খুন.. অরাজকতার অভিযোগ ঘিরে তপ্ত এপার বাংলা
Swargorom Plus Live: হিন্দু নিধনের প্রতিবাদ। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে সনাতনীদের বিক্ষোভ
Chhok Bhanga 6ta LIVE: হিন্দু নিধনের প্রতিবাদ। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে সনাতনীদের বিক্ষোভ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Medical Science News: আড়াল করে রেখেছিল প্রকাণ্ড সিস্ট, জরায়ু পুরো ফাঁকা, তলপেটেই বাড়ছিল ভ্রূণ, জন্ম নিল ‘মিরাকল শিশু’
আড়াল করে রেখেছিল প্রকাণ্ড সিস্ট, জরায়ু পুরো ফাঁকা, তলপেটেই বাড়ছিল ভ্রূণ, জন্ম নিল ‘মিরাকল শিশু’
India on Bangladesh Incident: 'অত্যন্ত উদ্বেগের বিষয়', বাংলাদেশে হিন্দু যুবক হত্যার নিন্দা ভারতের; 'অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে'
'অত্যন্ত উদ্বেগের বিষয়', বাংলাদেশে হিন্দু যুবক হত্যার নিন্দা ভারতের; 'অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে'
Abhijit Gangopadhyay: 'দিলীপ ঘোষের মধ্যে এখনও আগুন আছে, বিয়ে করা অপরাধ নয়', মন্তব্য অভিজিতের
'দিলীপ ঘোষের সময়েই ১৮ জন সাংসদ পেয়েছিলাম, এখন পিছিয়ে গিয়েছি', বিস্ফোরক অভিজিৎ
Bangladesh News: 'বাংলাদেশের তৃণমূল স্তরের রাজনীতির সঙ্গে জড়িত নন', ১৭ বছর পর খালেদা-পুত্রের প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় দূত
'বাংলাদেশের তৃণমূল স্তরের রাজনীতির সঙ্গে জড়িত নন', ১৭ বছর পর খালেদা-পুত্রের প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় দূত
Virat Kohli: কোহলির ব্যাটিং ঝড় চলছে, ম্যাচের সেরাও হলেন, পন্থের হাফসেঞ্চুরি, পরপর দু'ম্যাচে জয়ী দিল্লি
কোহলির ব্যাটিং ঝড় চলছে, ম্যাচের সেরাও হলেন, পন্থের হাফসেঞ্চুরি, পরপর দু'ম্যাচে জয়ী দিল্লি
Amit Shah: নরেন্দ্র মোদির পর এবার রাজ্যে আসছেন অমিত শাহ, একগুচ্ছ কর্মসূচি, কোথায়-কোথায় যাবেন?
নরেন্দ্র মোদির পর এবার রাজ্যে আসছেন অমিত শাহ, একগুচ্ছ কর্মসূচি, কোথায়-কোথায় যাবেন?
'গরিবের উপর অত্যাচার মেনে নেওয়া যাবে না, যারা করেছে তাদের বিনাশ চাই', বিজেপি নেতাদের উল্টো সুরে হেঁটে মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
'গরিবের উপর অত্যাচার মেনে নেওয়া যাবে না, যারা করেছে তাদের বিনাশ চাই', বিজেপি নেতাদের উল্টো সুরে হেঁটে মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Bangaldesh News: বাংলাদেশে ফের এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ! গ্রেফতার ১
বাংলাদেশে ফের এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ! গ্রেফতার ১
Embed widget