Mohun Bagan Election: মোহনবাগানের নির্বাচনে টুটু-সৃঞ্জয়কে সমর্থনের নির্দেশ মন্ত্রী অরূপ রায়ের, কী বলছেন দেবাশিস?
Mohun Bagan Club: মোহনবাগানের নির্বাচন নিয়ে উত্তাপ ক্রমশ বাড়ছে। একদিকে রয়েছেন সৃঞ্জয় বসু। অন্যদিকে বর্তমান সচিব দেবাশিস দত্ত।

সৌমিত্র কুমার রায়, কলকাতা: মোহনবাগান (Mohun Bagan Club) ক্লাবের ভোটে টুটু বসু, সৃঞ্জয় বসুকে সমর্থনের নির্দেশ রাজ্যের শাসক দলের নেতা অরূপ রায়ের। উপর মহলের নির্দেশেই এই সমর্থন, জানালেন হাওড়া জেলা তৃণমূল চেয়ারম্যান।
মোহনবাগানের নির্বাচন নিয়ে উত্তাপ ক্রমশ বাড়ছে। একদিকে রয়েছেন সৃঞ্জয় বসু। অন্যদিকে বর্তমান সচিব দেবাশিস দত্ত। শনিবার ক্লাবের কর্মকর্তা ও সদস্যদের নিয়ে মধ্য হাওড়ার তৃণমূল পার্টি অফিসে বৈঠক ডেকেছিলেন অরূপ রায়। সেখানেই তিনি বলেন, 'নির্বাচনের দিন ঘোষণা হলেই প্রচারে ঝাঁপিয়ে পড়তে হবে।' বৈঠকে তিনি নির্দেশ দেন ক্লাব কর্মকর্তা ও সদস্যদের।
এবার মোহনবাগান ক্লাবের নির্বাচনে টুটু বসু-সৃঞ্জয় বসুর প্যানেলকে সরাসরি সমর্থনে নামল তৃণমূল কংগ্রেস। হাওড়া জেলা (সদর) তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি ও মন্ত্রী অরূপ রায় শনিবার দলের জেলা কার্যালয়ে হাওড়ার মোহনবাগান ক্লাবের কয়েকশো সদস্যকে নিয়ে বৈঠকে এ কথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন।
তিনি বলেন, 'নেত্রীর নির্দেশে আমরা সবাই টুটু বসু ও সৃঞ্জয় বসুর হয়ে প্রচার করব। তাঁদের হয়ে ভোটারদের বাড়ি বাড়ি প্রচার চালানো হবে। মোহনবাগান ক্লাবের হয়ে টুটুদার অবদান প্রচুর। আমরা তাঁদের হাতেই মোহনবাগান ক্লাব পরিচালনার দায়িত্বভার দিতে চাই। ক্লাবের মোট ৬ হাজারের বেশি ভোটারের মধ্যে এক তৃতীয়াংশ ভোটার হাওড়ার। সেই ভোটের সবটাই যেন টুটুদাদের প্যানেলের পক্ষে থাকে তা নিশ্চিত করতে এখন থেকেই আমরা সবাই নেমে পড়ছি। মনোনয়ন পেশ করার পর থেকেই একেবারে ঐক্যবদ্ধভাবে আমরা তাঁদের হয়ে প্রচারে নামব।'
এদিনের বৈঠকে মোহনবাগান ক্লাবের আর এক সহ-সভাপতি অসিত চট্টোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার বলাই দে সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে দেবাশিস দত্ত বলেন, 'অরূপদা ক্লাবের সহ-সভাপতি। উনি ক্লাবের গত তিন বছরের সাফল্যের নিরিখে এ কথা বলেননি। বলেছেন পার্টির উর্দ্ধতন কর্তৃপক্ষের নাম নিয়ে। আমি জানি না। আমি শুনিনি। আমি শুধু বলতে পারি, উচ্চতর নেতৃত্বের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে। সদস্য ও সমর্থকেরা ভালই জানেন কে যোগ্য। টুটুদার ক্লাবে অবদান অবশ্যই আছে। তবে টুটুদা তো আর দাঁড়াচ্ছেন না। দাঁড়াচ্ছে সৃঞ্জয়। ক্লাবে আমার না সৃঞ্জয়ের, কার অবদান বেশি সকলেই জানেন। সদস্য, সমর্থকেরা নিজেদের মতো করে মত প্রকাশ করতেই পারেন।'






















