Mohun Bagan SG: স্বস্তি সবুজ-মেরুন শিবিরে, জরিমানা হচ্ছে না মোহনবাগানের, চলতি টুর্নামেন্টেই কি ফের নামার সুযোগ?
MBSG: শাস্তির খাঁড়া ঝুলছিল মোহনবাগান সুপার জায়ান্টের ওপর। নিয়ম অনুযায়ী, মোহনবাগানকে আর্থিক জরিমানা করতে পারত AFC। ইরানের যুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করে বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করেছিল মোহনবাগান।
কলকাতা: ইরানে যুদ্ধ পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের (ACL 2) ম্যাচ খেলতে সে দেশে যেতে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। যে কারণে চলতি মরশুমে এই টুর্নামেন্ট থেকে বাতিলই করা হয়েছে সবুজ-মেরুন শিবিরকে। কিন্তু তার জন্য কোনও আর্থিক জরিমানা হচ্ছে না শতাব্দীপ্রাচীন ক্লাবের। ক্লাবের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল, তার উত্তরে এএফসি জানিয়ে দিয়েছে, ম্যাচটি ফের দেওয়া সম্ভব না হলেও তাদের জরিমানা করা হচ্ছে না।
ট্রাক্টর এফসি-র বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র ম্যাচ খেলতে ইরানে যাওয়ার কথা ছিল মোহনবাগান সুপার জায়ান্টের। কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র সেই ম্যাচ খেলতে যায়নি মোহনবাগান সুপার জায়ান্ট। ট্রাক্টর এফসি-র বিরুদ্ধে খেলতে ইরানে যাওয়ার কথা ছিল মোহনবাগানের। কিন্তু ইরানে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হওয়ায় গোটা ছবিটাই সম্পূর্ণ বদলে যায়। সবুজ-মেরুন তাঁবুর পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় যে, ম্যাচের থেকে ফুটবলারদের নিরাপত্তা ক্লাবের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই কারণে কার্যত বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানায় সবুজ-মেরুন শিবির। এই মর্মে মোহনবাগানের পক্ষ থেকে একটি হলফনামা জমা দেওয়া হয়েছিল। সেখানে দলের ৩৫ জন ফুটবলার এবং সংশ্লিষ্ট স্টাফরা সই করে ইরানে না যাওয়ার ব্যাপারে একমত হন।
তবে এরপরই কঠিন শাস্তির খাঁড়া ঝুলছিল মোহনবাগান সুপার জায়ান্টের ওপর। নিয়ম অনুযায়ী, মোহনবাগানকে আর্থিক জরিমানা করতে পারত এএফসি। তবে ইরানের যুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করে বিষয়টি পুনর্বিবেচনা করার আবেদন করেছিল মোহনবাগান ক্লাব। সবুজ-মেরুন শিবিরের সেই আর্জি মকুব করেছে এএফসি। জানানো হয়েছে, সেই সময় ইরানের পরিস্থিতি সত্যিই নিয়ন্ত্রণে ছিল না। তাই এ ক্ষেত্রে প্রতিযোগিতার নিয়মাবলীর ৫.৭ ধারা অনুযায়ী আর্থিক জরিমানা প্রযোজ্য নয়। অন্য কোনও শাস্তিও দেওয়া হবে না। তবে প্রতিযোগিতার বাকি ম্যাচগুলি খেলতে পারবে না মোহনবাগান। অর্থাৎ, টুর্নামেন্টে মোহনবাগানের এ বারের মতো প্রতিদ্বন্দ্বিতার আর কোনও সুযোগ থাকছে না। এএফসি গঠনতন্ত্রের ৫.৬ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ১৯ বছর বয়সে প্রথম সুযোগ, ৩১ ছুঁতে চললেন, বরাবরই স্পেশ্যাল হতে চেয়েছিলেন বুম বুম বুমরা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।