রবিবার গুয়াহাটির ইন্দিরা গাঁধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডকে ২-০-য় হারিয়ে চলতি লিগের সাত নম্বর জয়টি তুলে নেয় সবুজ-মেরুন বাহিনী। ম্যাচের ৬৫ ও ৭১তম মিনিটে দুই সবুজ-মেরুন উইঙ্গার মনবীর সিং ও লিস্টন কোলাসোর গোলে টানা তৃতীয় জয় তুলে নেয় কলকাতার দল। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে এটি তাদের চতুর্থ জয়। এই নিয়ে টানা সাতটি ম্যাচে অপরাজিত রইল তারা, যার মধ্যে ছ’টিতেই এসেছে জয়।

এই কঠিন ম্যাচে জয়ের পর মোহনবাগান কোচ হোসে মোলিনা সাংবাদিকদের বলেন, 'প্রতি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সে ঘরের মাঠে হোক বা বাইরের মাঠে। লিগ জিততে হলে আমাদের সব ম্যাচেই জেতার চেষ্টা করতে হবে'।

মোহনবাগান গোলকিপার বিশাল কয়েথ এ দিন পাঁচটি অবধারিত গোল বাঁচান। নর্থইস্টের হারে তাঁর ভূমিকাও কম গুরুত্বপূর্ণ ছিল না। তাঁর প্রশংসা করে কোচ বলেন, 'বিশাল আজ দারুন খেলেছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ মুহূর্তে ও আমাদের বাঁচিয়েছে আজ। শেষ মিনিটেও একটা সেভ করেছে। দুর্দান্ত পারফরম্যান্স। হয়তো আমরা আরও গোল পেতাম। তবে এই ফলে আমি খুশি। তিন পয়েন্ট পাওয়ায় খুশি। এ বার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের জন্য ভাবনা শুরু করতে হবে'।

দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ ও শুভাশিস বসু কার্ড সমস্যার জন্য এ দিন খেলতে না পারলেও তাঁদের অভাব বুঝতে দেননি পরিবর্ত ফুটবলাররা। রড্রিগেজের জায়গায় আশিস রাই ও শুভাশিসের বদলে আশিক কুরুনিয়ান প্রথম এগারোয় আসেন। আলাদিনকে আটকে রাখার কঠিন কাজটি দারুণ ভাবে করেন আশিস। আশিকও তাঁর ভূমিকা নিখুঁত ভাবে পালন করেন।

সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গ উঠলে মোলিনা বলেন, 'কলকাতার এসে প্রথম সাংবাদিক সন্মেলনে যে কথা বলেছিলাম, দলের ছেলেদেরও সেই কথাই বলি। আমি দলে এগারোজন খেলোয়াড় চাই না। ২৬ জন খেলোয়াড় চাই। যে-ই মাঠে নামুক, তাকে লড়াই করতে হবে, ভাল খেলতে হবে। সেই জায়গাতেই ক্রমশ পৌঁছচ্ছি আমরা। আজ আলবার্তো, শুভাশিস খেলতে পারেনি। আশিক, আশিস প্রমাণ করে দিয়েছে, ওরা কত ভাল খেলোয়াড়। আমি তো ওদের রোজই দেখি, জানি ওরা কেমন। সবাই তো জানে না। আজ সবাই জেনে গেল, ওরা গ্রেট প্লেয়ার এবং মোহনবাগানে খেলার যোগ্য এবং দলকে ওরা জেতাতে পারে। এর ফলে দলের মধ্যে প্রতিযোগিতাও আরও বাড়ল। এ বার প্রথম দলে জায়গা ধরে রাখার জন্য আলবার্তো, শুভাশিসদের আরও পরিশ্রম করতে হবে'।

শেষ দুই ম্যাচে গোল পেলেন না নর্থইস্টের তুখোড় ফরোয়ার্ড আলাদিন আজারেই। টানা আটটি ম্যাচে গোল করার পর শেষ দুই ম্যাচেই গোলহীন তিনি। যদিও আশিস রাই তাঁকে সারা ম্যাচে আটকে রাখেন, তবে তাঁকে রোখার জন্য কোনও বিশেষ পরিকল্পনা ছিল না বলেই জানালেন মোলিনা। বলেন, 'আজারেই বড় ফুটবলার। ওর প্রতি আমার শ্রদ্ধা আছে। কিন্তু কোনও একজন খেলোয়াড়কে আটকানোর জন্য পরিকল্পনা করি না আমি। পুরো দলের জন্য পরিকল্পনা করি। আজেরেই ছাড়াও ওদের গিলেরমো, নেস্টর, জিথিন সবাই ভাল খেলোয়াড়। ওদের বিরুদ্ধে ডুরান্ড কাপের ফাইনালে হেরেছিলাম আমরা। লিগের প্রথম ম্যাচে ওরা আমাদের চাপে ফেলে দিয়েছিল। শেষ মুহূর্তের গোলে জিতি। এই ম্যাচেও জিততে পেরে খুশি। এর মানে আমরা ঠিকই এগোচ্ছি। আমাদের পরিশ্রম সফল হচ্ছে'।

হুয়ান পেদ্রো বেনালির দলের প্রশংসা করে মোলিনা বলেন, 'নর্থইস্ট বেশ কঠিন প্রতিপক্ষ। ওদের বিরুদ্ধে জেতা বেশ কঠিন। ওরাও প্রতিদিন উন্নতি করার চেষ্টা করছে এবং সফলও হচ্ছে। নিজেদের প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট শক্তিশালী করে তুলেছে। এই লিগে ওদের বিরুদ্ধে আশা করি আর খেলতে হবে না'।
তবে টানা সাত ম্যাচে অপরাজিত থেকেও সন্তুষ্ট নন স্প্যানিশ কোচ। তাঁর মতে, আরও লড়াই বাকি, যা আরও কঠিন এবং সে জন্য তাদের আরও উন্নতি করতে হবে। বলেন, 'আমাদের সব বিভাগেই আরও উন্নতি করতে হবে। আক্রমণ, রক্ষণ, ট্রানজিশন, সেটপিস সব কিছুতেই দলকে আরও উন্নত করে তুলতে চাই আমি। কখনওই আমরা ‘পারফেক্ট’ হয়ে উঠতে পারব না। প্রতিদিন প্রচণ্ড খাটলেও নিখুঁত হতে পারব না আমরা। কারণ, আমরা মানুষ। প্রতিদিনই উন্নতি করার চেষ্টা করতে হবে। তবে যেটুকু উন্নতি হয়েছে, সে জন্য আমি খুশি'।