ISL: ঘরের মাঠে পাঞ্জাব এফসিকে ৩-০ ব্যবধানে হারিয়ে দিল মােহনবাগান
Mohun Bagan vs Punjab FC: এ দিন লিগের ২০ নম্বর ম্যাচে মোহনবাগানকে ১৪ নম্বর জয় এনে দিল অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের জোড়া গোল ও লিস্টন কোলাসোর গোল।

কলকাতা: ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়ান্টকে আটকে রাখা যে কতটা কঠিন, তা এ বার টের পেলেন লুকা মাজেনরাও। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম ৪৫ মিনিট তাদের আটকে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে পারেনি পাঞ্জাব এফসি। শেষে জয়ের গর্বে বুক ফুলিয়ে মাঠ ছাড়েন শুভাশিস বোস, দীপেন্দু বিশ্বাসরা। ঘরের মাঠে টানা ন’টি ম্যাচ জিতে আইএসএল ইতিহাসে এফসি গোয়ার গড়া নজির ছুঁয়ে ফেলল সবুজ-মেরুন বাহিনী। তার চেয়েও বড় খবর, বুধবারের ৩-০ জয়ের ফলে চলতি আইএসএল প্লে অফে মোহনবাগানের জায়গা পাকা হয়ে গেল। লিগ শিল্ড থেকে আর মাত্র সাত পয়েন্ট দূরে তারা। অঙ্কের এক হিসেব বলছে, পরের ম্যাচ খেলতে নামার আগেও শিল্ড তাদের হাতে উঠতে পারে।
এ দিন লিগের ২০ নম্বর ম্যাচে মোহনবাগানকে ১৪ নম্বর জয় এনে দিল অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের জোড়া গোল ও লিস্টন কোলাসোর গোল। মোট ৩৯ গোল নিয়ে তারাই এখন চলতি লিগের সর্বোচ্চ গোলদাতা দল। শেষ তিন ম্যাচে আটটি গোল করল মোহনবাগান। শেষ চারটি ম্যাচে তাদের বিরুদ্ধে একটিও গোল করতে পারেনি কোনও দল। এতটাই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে গতবারের শিল্ডজয়ীরা।
এ দিন প্রথমার্ধে পাঞ্জাব এফসি মোহনবাগানের অ্যাটাকারদের কড়া পাহাড়ায় রাখলেও দ্বিতীয়ার্ধে স্প্যানিশ কোচ হোসে মোলিনার কৌশলের কাছে হার মানতে বাধ্য হয়। ৫৬ মিনিটের মাথায় অসাধারণ গোল করে লকগেট খোলেন ম্যাকলারেন। এর পর ৬৩ ও ৯০ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান কোলাসো ও ম্যাকলারেন।
পাঞ্জাব যেমন কড়া পাহাড়ায় রেখেছিল প্রতিপক্ষকে, তেমনই মোহনবাগানের রক্ষণও এ দিন ছিল দুর্ভেদ্য। বঙ্গ-তরুণ দীপেন্দু বিশ্বাসের পারফরম্যান্স ছিল মনে রাখার মতো। ম্যাকলারেনের প্রথম গোলে অ্যাসিস্ট করেন তিনি। ন’বার বল ক্লিয়ার করেছেন। ন’টির মধ্যে সাতটি বল দখলের লড়াই জেতেন। তিনবার ইন্টারসেপশনও করেন। তবে জোড়া গোলের জন্য ম্যাকলারেনই ম্যাচের সেরার পুরস্কার জিতে নেন। চারটির মধ্যে তাঁর তিনটি শট ছিল লক্ষ্যে। প্রতিপক্ষের বক্সে সাতবার বলে পা লাগান তিনি। ফাইনাল থার্ডে পাঁচবার পাসও বাড়ান।
পাঞ্জাবকে এ দিন দু’টির বেশি শট গোলে রাখতে দেয়নি মোহনবাগান। নিজেরা প্রথমার্ধে মাত্র দু’টি শট গোলে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে তাদের চারটি শট ছিল লক্ষ্যে, যার মধ্যে তিনটি থেকে গোল আসে। তবে এত খুশির মধ্যেও বাগান শিবিরে দুঃসংবাদ, গ্রেগ স্টুয়ার্ট এ দিন চতুর্থ হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে খেলতে পারবেন না এবং সহাল আব্দুল সামাদের সম্ভবত হ্যামস্ট্রিংয়ে চোট হয়েছে, ফলে তিনি পরের ম্যাচে অনিশ্চিত হয়ে গেলেন। তাদের পরবর্তী ম্যাচ অবশ্য দশদিন পরে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। তথ্য সংগ্রহ: আইএসএল






















