Mohun Bagan vs East Bengal: আইএসএলে মোহনবাগানকে কোনওদিন হারাতে পারেনি ইস্টবেঙ্গল, কী বলছে রেকর্ড?
Indian Super League: আইএসএলে একমাত্র মোহনবাগানই সেই দল, যাদের বিরুদ্ধে কখনও জেতেনি ইস্টবেঙ্গল। আইএসএলে (ISL) তিনটি দলের বিরুদ্ধে এখনও একটিও ম্যাচ হারেনি মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)।

গুয়াহাটি: আইএসএলে (ISL) তিনটি দলের বিরুদ্ধে এখনও একটিও ম্যাচ হারেনি মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। তাদের মধ্যে অন্যতম ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। বাকি দু’টি দল মহমেডান এসসি ও পাঞ্জাব এফসি। আইএসএলে যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি গোল করেছে মোহনবাগান, সেই দলগুলির তালিকায় ইস্টবেঙ্গল রয়েছে তিন নম্বরে। নর্থইস্ট ইউনাইটেড এফসি (২৬), কেরল ব্লাস্টার্স (২৪)-এর পরেই লাল-হলুদ বাহিনী (২২)। আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের নিখুঁত পাসিংয়ের হার ৭৯.২%। একমাত্র পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে তাদের এই হার আরও বেশি, ৮২.৫%।
আইএসএলে একমাত্র মোহনবাগানই সেই দল, যাদের বিরুদ্ধে কখনও জেতেনি ইস্টবেঙ্গল। তারা সবচেয়ে বেশি জয় পেয়েছে বেঙ্গালুরু এফসি-র (৪) বিরুদ্ধে। তার পরেই জামশেদপুর এফসি (৩) ও নর্থইস্ট ইউনাইটেড (৩)। এই লিগে তারা মোহনবাগানের কাছে আট ম্যাচে হেরেছে। এ ছাড়াও আরও একটি দলের বিরুদ্ধে আটটি ম্যাচে হেরেছে তারা, ওডিশা এফসি। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ৯টি ম্যাচে মাত্র পাঁচ গোল দিতে পেরেছে তারা। মহমেডান এসসি (০) ও মুম্বই সিটি এফসি-র (৩) বিরুদ্ধে আরও কম গোল দিতে পেরেছে তারা। মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সফল ড্রিবলের হার ৫৬.৫%, সফল ট্যাকলের হার ৭৩.৩% ও ফাউলের সংখ্যা ৯৪। এ পর্যন্ত আইএসএলে মোহনবাগানের মুখোমুখি হয়ে মোট ৩০টি হলুদ কার্ড দেখেছে লাল-হলুদ বাহিনী, যা সর্বোচ্চ।
মুখোমুখি সাক্ষাতের রেকর্ড
ইন্ডিয়ান সুপার লিগে কলকাতার দুই দল মুখোমুখি হয়েছে মোট ৯ বার। ৮ বারই জিতেছে সবুজ-মেরুন বাহিনী। একবার ড্র হয়েছে। ইস্টবেঙ্গল এফসি আজ পর্যন্ত হারাতে পারেনি চিরপ্রতিদ্বন্দ্বীদের। দুই দলের দ্বৈরথে মোট ২৭ গোল হয়েছে। মোহনবাগান করেছে ২২টি ও ইস্টবেঙ্গল পাঁচটি। ২০২০-২১ মরশুমে প্রথম ম্যাচে ২-০ ও দ্বিতীয় ম্যাচে ৩-১-এ জেতে মোহনবাগান। ২১-২২ মরশুমে প্রথমে ৩-০-য় ও পরে ৩-১-এ জেতে সবুজ-মেরুন বাহিনী। ২২-২৩ মরশুমের দুই ম্যাচেই ফল হয় ২-০। গত মরশুমের প্রথম লেগে ম্যাচ ২-২-এ ড্র হয় এবং দ্বিতীয় লেগে ৩-১-এ জেতে সেই সবুজ-মেরুন বাহিনীই। এ মরশুমের প্রথম মুখোমুখিতে ২-০-য় জেতে মোহনবাগান এসজি।
কাদের ম্যাচ - মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল এফসি
কোথায় খেলা - ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, গুয়াহাটি
কখন শুরু - ১১ জানুয়ারি, ২০২৪, সন্ধ্যা ৭.৩০
সরাসরি সম্প্রচার ও স্ট্রিমিং - স্পোর্টস ১৮-৩- বাংলা, স্পোর্টস ১৮ খেল ও স্পোর্টস ১৮-২- হিন্দি, স্পোর্টস ১৮-১ এসডি ও এইচডি- ইংলিশ; জিও সিনেমা- বাংলা, হিন্দি, ইংলিশ, মালয়ালম (সৌ: আইএসএল মিডিয়া)
আরও পড়ুন: ব্যাটার আউট হতেই উল্লাস! কাঠগড়ায় আম্পায়ার, নতুন নিয়মে ৪ ক্রিকেটারের বিরুদ্ধেও অভিযোগ






















