Football: হলুদ, লালের পর এবার ফুটবলে আগমন ঘটছে নীল কার্ডের
Blue Card: দুই হলুদ কার্ডের ক্ষেত্রে যেমন লাল কার্ড দেখানো হয়, তেমন দুই নীল কার্ড দেখা খেলোয়াড়কেও লাল কার্ড দেখে স্থায়ীভাবে মাঠ ছাড়তে হবে।
নয়াদিল্লি: জীবনের মতো ক্রীড়াক্ষেত্রেও প্রতিনিয়ত কোনও না কোনও বদল ঘটেই। এবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের (Football) ক্ষেত্রে এক বিরাট পরিবর্তনের প্রস্তাব আনা হচ্ছে। শোনা যাচ্ছে ফুটবলে হলুদ ও লাল কার্ডের পাশাপাশি এবার আরেকটি নতুন ধরনের কার্ড চালু করার কথা ভাবছে নিয়ম নির্ধারণকারী সংস্থা। এই কার্ডের রং হল নীল (Blue Card)। খারাপ ফাউল বা রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে বাড়তি ক্ষোভ জানালে ফুটবলারদের নীল কার্ড দেখানো হবে।
কোনও ফুটবলার নীল কার্ড পেলে তাঁকে ১০ মিনিটের জন্য মাঠের বাইরে সিন-বিনে কাটাতে হবে। তবে পরিস্থিতি বুঝে যে কোনও খেলোয়াড়ের কার্ডের রং বদল ঘটতে পারে। সিন বিনে গিয়ে ফেরার পরে যদি কেউ আরেকটি নীল কার্ড দেখেন, তাহলে দুই হলুদ কার্ডের ক্ষেত্রে যেমন লাল কার্ড দেখানো হয়, তেমন দুই নীল কার্ড দেখা খেলোয়াড়কেও লাল কার্ড দেখে স্থায়ীভাবে মাঠ ছাড়তে হবে। আগামী শুক্রবারই আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড এই প্রস্তাব আনতে চলেছে। ফুটবলারদের ম্যাচ চলাকালীন ব্য়বহার শুধরানোর লক্ষ্যেই এই নতুন কার্ডের প্রস্তাব।
পঞ্চম রাউন্ডে চেলসি
ঘরের মাঠে একগুচ্ছ সুযোগ নষ্ট এবং অ্যাস্টন ভিলার (Aston Villa) দুরন্ত রক্ষণে গোলশূন্য ড্র করেই খুশি থাকতে হয়েছিল চেলসিকে (Chelsea)। তবে এফএ কাপের (FA Cup) চতুর্থ রাউন্ডের রিপ্লেতে ভিলার বিরুদ্ধে দুরন্ত জয়ে পরের রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে নিল চেলসি। ভিলাকে ৩-১ স্কোরলাইনে পরাজিত করল ব্লুজরা। কোচ মরিসিও পচেত্তিনোর উপর থেকে চাপটাও খানিকটা কমল বটে।
চেলসির হয়ে কনার গ্যালেহার, নিকোলাস জ্যাকসন এবং এনজ়ো ফার্নান্ডেজ (Enzo Fernandez) চেলসির হয়ে গোল তিনটি করেন। ম্যাচ শেষের ঠিক আগে, ভিলানদের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন মুসা ডিয়াবি। লন্ডনের একমাত্র ক্লাব হিসাবে এই ঐতিহাসিক টুর্নামেন্টের পরের রাউন্ডে পৌঁছল চেলসি। প্লাইমাউথ আর্জাইলকে ৪-১ হারিয়ে পরের রাউন্ডে পৌঁছেছে লিডস ইউনাইটেডও। চ্যাম্পিয়নশিপের এই দলের বিরুদ্ধেই পরের রাউন্ডে এনজ়োরা মুখোমুখি হবে।
পচেত্তিনোর চেলসি ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন উঠলেও, এই ম্যাচ প্রমাণ করে দিল কেন আর্জেন্তাইন ম্যানেজারের প্রতিভাকে সেরাদের মধ্যে গণ্য করা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: চরমে বিবাদ! সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করলেন হার্দিক-রোহিত?