Premier League: দুমড়ে মুচড়ে একাকার গাড়ি, দুর্ঘটনার শিকার প্রিমিয়ার লিগের তারকা ফুটবলার
Michail Antonio: শনিবার বিকেলের দিকে এসেক্সে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের তারকা স্ট্রাইকার মিখাইল অ্যান্টনিও।
লন্ডন: বছর দু'য়েক আগে ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার খবর ক্রীড়াবিশ্বে শোরগোল ফেলে দিয়েছিল। শনিবার ফের একবার দুর্ঘটনার কবলে পড়লেন আরেক তারকা ক্রীড়াবিদ। দুমড়ে মুচড়ে গেল প্রিমিয়ার লিগ তারকার (Premier League) গাড়ি।
শনিবার বিকেলের দিকে এসেক্স অঞ্চলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের (West Ham United) তারকা স্ট্রাইকার মিখাইল অ্যান্টনিও (Michail Antonio) গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। তাঁর গাড়ির যা পরিস্থিতি, তাতে স্বাভাবিকভাবেই সেই ছবি দেখে ফুটবলবিশ্বের সকলেই উদ্বেগ ছিলেন। তবে মন্দের ভাল হল অ্যান্টনিও-র বর্তমান পরিস্থিতি স্থিতিশীল। তাঁর ক্লাব ওয়েস্ট হ্যামের তরফে জানানো হয়েছে তারকা স্ট্রাইকার সচেতন রয়েছেন এবং তিনি সকলের সঙ্গে কথাবার্তা বলতে পারছেন। আপাতত লন্ডনের এক হাসপাতালেই তাঁকে সুপারভিসনে রাখা হয়েছে।
West Ham United can confirm that Michail Antonio is in a stable condition following a road traffic accident this afternoon in the Essex area.
— West Ham United (@WestHam) December 7, 2024
Michail is conscious and communicating and is currently under close supervision at a central London hospital.
At this difficult time, we…
২০১৫ সাল থেকে পূর্ব লন্ডনের ক্লাবের হয়ে খেলছেন অ্যান্টনিও। ওয়েস্ট হ্য়ামের হয়ে ৩০০-র অধিক ম্যাচ খেলে ৮৫টির বেশি গোল করেছেন ৩৪ বছর বয়সি অ্যান্টনিও। বিভিন্ন স্থানে খেলার জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন অ্যান্টনিও। জামাইকার হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা তারকা ফরোয়ার্ড প্রিমিয়ার লিগের মঞ্চে বেশ পরিচিত নাম। তাঁর দুর্ঘটনায় তাই স্বাভাবিকভাবেই ফুটবলবিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল। তবে তিনি সুস্থ আছেন জেনে নিঃসন্দেহেই সকলে স্বস্তি ফিরে পাবেন।
দিনকয়েক আগেও আরও এক ফুটবলারের গাড়ি দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছিল ফুটবলবিশ্বতকে। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁকে জীবনযুদ্ধে হারতেই হয়। অকালেই প্রয়াত হন ইকুয়েডরের জাতীয় দলের ফুটবলার মার্কো আঙ্গুলো। মাত্র ২২ বছর বয়সে।
একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন। ৭ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়েছিল মার্কোকে। ৭ অক্টোবর ভোর সাড়ে চারটে নাগাদ একটি ধাতব স্তম্ভে গিয়ে ধাক্কা মারে মার্কোর গাড়ি। গুরুতর জখম হন মার্কো। তাঁর মাথায়, ফুসফুসে গুরুতর চোট লাগে। চেস্ট টিউব পরিয়ে রাখতে হয়। গাড়িতে মার্কোর সঙ্গে ছিলেন আরও দুই ফুটবলার। ইন্ডিপেনডিয়েন্তে জুনিয়র্সের রবার্তো কাবেজাস সিমিস্তেরা ও ভিক্টর চারকোপা নাজারেনো। তাঁরা দুজনে আগেই মারা গিয়েছেন। হাসপাতালে লড়াই চালাচ্ছিলেন মার্কো। সেই লড়াইয়ে তিনিও হার মানলেন।
আরও পড়ুন: ইতিহাস মোহবাগানের পক্ষেই, তবে নর্থইস্টের বিরুদ্ধে মাঠে নামার আগে সবুজ-মেরুনের চিন্তা দলের রক্ষণ