Fifa World Cup: বিশ্বকাপে প্রথম গোল লেয়নডস্কির, সৌদির বিরুদ্ধে জিতে গ্রুপের লড়াই জমিয়ে দিল পোল্যান্ড
Poland vs Saudi Arabia: এমনকী এখন যা অঙ্ক দাঁড়িয়ে গেল পরের ম্য়াচও তাদের জিততে হবে নক আউট নিশ্চিত করার জন্য। এদিন পোল্যান্ড ২-০ গোলে হারিয়ে দিল সৌদিকে।
দোহা: জমে গিয়েছে কাতার বিশ্বকাপ। শনিবার সৌদি আরবকে হারিয়ে গ্রুপ সি-র লড়াই আরও রোমাঞ্চকর বানিয়ে দিল পোল্যান্ড। এই গ্রুপেরই অন্য একটি ম্যাচে গভীর রাতে খেলতে নামবে আর্জেন্তিনা ও মেক্সিকো। আর্জেন্তিনা এই ম্যাচ তো জিততেই হবে, এমনকী এখন যা অঙ্ক দাঁড়িয়ে গেল পরের ম্য়াচও তাদের জিততে হবে নক আউট নিশ্চিত করার জন্য। এদিন পোল্যান্ড ২-০ গোলে হারিয়ে দিল সৌদিকে।
সৌদি যেখানে মেসিদের হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে সবাইকে চমকে দিয়েছিল। সেখানে পোল্যান্ড মেক্সিকোর বিরুদ্ধে ড্র করেছিল তাদের প্রথম ম্য়াচে। আজকের ম্যাচ ছিল পোল্য়ান্ডের কাছে একপ্রকার মরণবাঁচন। খেলার প্রথমার্ধে সৌদির প্লেয়ারকে বেকায়দায় আঘাত করার জন্য পরপর হলুদ কার্ড দেখলেন পোল্যান্ডের ২ ফুটবলার। ১৫ মিনিটের মাথায় জাকুব কিয়িওর হলুদ কার্ড দেখেন। এরপর ১৬ মিনিটের মাথায় ফের হলুদ কার্ড দেখেন পোলিশ ডিফেন্ডার ম্যাটি ক্যাশ। ২ দলের ফুটবলাররাই ক্রমেই একে অন্যের হাফে আক্রমণ বাড়াচ্ছিলেন প্রথমার্ধে। শেষ পর্যন্ত খেলার ৩৯ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেন জিয়েলিন্সিকি। রবার্ট লেওয়ানডস্কির পাস থেকে গোল করতে কোনও ভুল করেননি এই তরুণ। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় ২ দল। ৪৪ মিনিটের মাথায় পেনাল্টি পায় সৌদি আরব। দারুণ সেভ করেন পোলিশ গোলকিপার।
দ্বিতীয়ার্ধে সৌদির প্লেয়াররা আক্রমণ বাড়িয়ে দেয় ক্রমেই। যদিও তাতে কোনও লাভই হয়নি। উল্টে ম্যাচ শেষের কিছুক্ষণ আগে পেনাল্টি পেয়ে যায় পোল্যান্ড। সেখান থেকে গোল করতে একদমই ভুল করেননি রবার্ট লেওনডস্কি। ফিফা বিশ্বকাপে এই প্রথম গোল করলেন পোল্যান্ডের তারকা স্ট্রাইকার।
কী বলছেন নাদাল?
আর্জেন্তিনার সমর্থনে বিশ্ব টেনিসে সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক রাফায়েল নাদাল বলেন, ''আমি কট্টরদের দলে পড়ি না। ভীষণ উচ্ছ্বসিত হই না আবার দলের বিপর্যয়ে মুষড়েও পড়ি না। একটা হারে পৃথিবীটা তো উল্টে যায়নি। ওরা একটা ম্যাচ হেরে গিয়েছে, এখনও দুটো বাকি রয়েছে। অন্তত ওঁরা সম্মান এবং সমর্থকদের তাদের প্রতি বিশ্বাস আশা করে।''
সৌদির বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করেছিলেন মেসি। নাদাল বলছেন, ''এর আগে অনেকবার মেসি প্রতিপক্ষের থেকে ম্যাচ কেড়ে নিয়েছে। কিন্তু একজন ফুটবলপ্রেমী হিসেবে এরকম একজন প্লেয়ারকে সমীহ করা উচিত। লা লিগায় আমরা বারবার দেখেছি যে মেসির সেরা মুহূর্তগুলো। আমি মনে করি মেসি বিশ্ব ফুটবল ও বিশ্ব ক্রীড়ায় একজন অন্যতম সেরা ব্যক্তিত্ব।''