Santosh Trophy: জয়ের হ্যাটট্রিক বাংলার, রাজস্থানকে উড়িয়ে সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে সঞ্জয় সেনের ছেলেরা
Bengal vs Rajasthan: সঞ্জয় সেনের প্রশিক্ষণে মাঠে ফুল ফোটাচ্ছে বাংলা ফুটবল দল। সন্তোষ ট্রফির (Santosh Trophy) মূল পর্বে বাংলার জয়ের হ্যাটট্রিক।
হায়দরাবাদ: কোচ হিসাবে তাঁকে সমীহ করে সব দলই। মোহনবাগানকে ট্রফি দিয়েছিলেন কোচ হিসাবে। যদিও ইন্ডিয়ান সুপার লিগে তিনি ব্রাত্যের তালিকায়। কোনও দলই তাঁর ফুটবল মস্তিষ্ককে কাজে লাগানোর ব্যাপারে আগ্রহ দেখায়নি।
সেই সঞ্জয় সেনের প্রশিক্ষণে মাঠে ফুল ফোটাচ্ছে বাংলা ফুটবল দল। সন্তোষ ট্রফির (Santosh Trophy) মূল পর্বে বাংলার জয়ের হ্যাটট্রিক। দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন সঞ্জয় সেনের ছেলেরা। বুধবার নিজামের শহর হায়দরাবাদে বাংলা ২-০ গোলে হারাল রাজস্থানকে। বাংলার হয়ে গোল করেন রবিলাল মান্ডি ও নরহরি শ্রেষ্ঠ।
সোমবার হায়দরাবাদের ডেকান এরিনায় সন্তোষ ট্রফির মূল পর্বের দ্বিতীয় ম্যাচে তেলঙ্গনাকে ৩-০ গোলে চূর্ণ করেছিল বাংলা। দাপট দেখিয়েছিলেন বাংলার ফুটবলাররা। জোড়া গোল করেছিলেন নরহরি। একটি গোল করেন রবি হাঁসদা। তার আগে সন্তোষ ট্রফির মূল পর্বের প্রথম ম্যাচে জম্মু কাশ্মীরের বিরুদ্ধেও জয় পেয়েছিল বাংলা। বুধবার হারাল রাজস্থানকে।
মূল পর্বে বাংলার এখনও দুটি ম্যাচ বাকি। সঞ্জয় সেনের দলের সামনে রয়েছে মণিপুর ও সার্ভিসেসের চ্যালেঞ্জ। তিন ম্যাচ খেলে বাংলার ঝুলিতে এখন ৯ পয়েন্ট। ৭৮তম সিনিয়ন জাতীয় ফুটবল প্রতিযোগিতায় নক আউট পর্বে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে বাংলা। সঞ্জয় সেনের ছেলেদের কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত।
Bengal 2️⃣-0️⃣ Rajasthan
— IFA - Indian Football Association (@IFABengal) December 18, 2024
A stellar performance sees Bengal clinch victory in the Santosh Trophy Final Round! #cheer4bengalfootball #santoshtrophy2024 #bengalfootballteam #IndianFootball #football #ifa #BengalFootball pic.twitter.com/rvo7SlHUSq
যোগ্যতা অর্জন পর্বে তিন ম্যাচেই জিতেছিল জম্মু কাশ্মীর। সেই দলকে বিধ্বস্ত করে বাংলা মূল পর্বের শুরুতেই বুঝিয়ে দিয়েছিল যে, এবার সন্তোষ ট্রফি জিততে মরিয়া তারা। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ম্যাচে রবি হাঁসদা গোল করেছিলেন। গোল পেয়েছিলেন নরহরি শ্রেষ্ঠও। দ্বিতীয় ম্যাচেও রবি ও নরহরি শ্রেষ্ঠ জ্বলে ওঠেন। তৃতীয় ম্যাচেও গোল পেলেন নরহরি।
সন্তোষ ট্রফিতে থামানো যাচ্ছে না বাংলাকে। বুধবার রাজস্থানকে উড়িয়ে দিয়ে বাংলা জয়ের হ্যাটট্রিক করল। সব মিলিয়ে সঞ্জয় সেনের তত্ত্বাবধানে বাংলার দলের পারফরম্যান্স দেখে খুশি প্রাক্তনীরা।
আরও পড়ুন: একা সৌরাশিস নয়, এক বল নাকানিচোবানি খাইয়েছিল কার্তিক, বালাজিকেও! অশ্বিনের কেরামতির গল্প
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।