FIFA World Cup 2034: প্রথমবার ৪৮ দলের ফুটবল বিশ্বকাপের আসর বসবে একটিমাত্র দেশে, প্রস্তুতি শুরু সৌদি আরবের
Saudi Arabia: কাতারের পর ফের এক মরুদেশে বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের আসর। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের বরাত পেয়েছে সৌদি আরব।

রিয়াধ: কাতারের পর ফের এক মরুদেশে বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের আসর। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের বরাত পেয়েছে সৌদি আরব। বুধবারই বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA) জানিয়ে দেয়, ২০৩৪ সালের বিশ্বকাপের আসর বসবে সৌদি আরবে।
আর জুরিখে ফিফা কংগ্রেসের পর এই ঘোষণা হওয়া মাত্রই উৎসবের আবহ সৌদি আরবে। এখন থেকেই দশ বছর পরের টুর্নামেন্টের নীল নকশা তৈরি শুরু হয়ে গিয়েছে। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছে স্মরণীয় করে রাখার জন্য বিশেষ পরিকল্পনাও ছকে ফেলছে সৌদি আরবের পর্যটন দফতর। ফুটবল বিশ্বকাপ কেন্দ্র করে সৌদি আরবে যাওয়া ক্রীড়াপ্রেমীরা যাতে সে দেশের সংস্কৃতিরও ছোঁয়া পান, তা নিশ্চিত করতে চাইছে সৌদি প্রশাসন।
সৌদি আরবের পর্যটন দফতরের চিফ এগজিকিউটিভ অফিসার ফাহদ হামিদাদ্দিন বলেছেন, 'বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের বরাত পেয়ে আমরা রোমাঞ্চিত। ২০২৩ সালে ১০ কোটি পর্যটককে স্বাগত জানানোর সৌভাগ্য হয়েছিল সৌদি আরবের। জি ২০ গোষ্ঠীর দেশগুলির মধ্যে সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা পর্যটন গন্তব্য আমরা। আমাদের সুন্দর দেশ ও তার বিস্ময় উপভোগ করার জন্য গোটা বিশ্বকে আমন্ত্রণ জানাচ্ছি।'
২০৩৪ সালের বিশ্বকাপই হবে ৪৮ দেশের প্রথম ফুটবল বিশ্বকাপ যা কি না আয়োজিত হবে একটিমাত্র দেশে। ২০২৬ ও ২০৩০ - দুটি বিশ্বকাপে ৪৮ দেশ অংশ নিলেও তা আয়োজিত হবে একাধিক দেশ মিলিয়ে। ২০২৬ সালের বিশ্বকাপের আসরই যেমন বসছে যুগ্মভাবে মেক্সিকো, কানাডা ও আমেরিকায়। ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ হবে স্পেন, পর্তুগাল, মরক্কোয় এবং একটি করে ম্যাচ হবে আর্জেন্তিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে।
Introducing the hosts for the next two editions of the @FIFAWorldCup! 🏆
— FIFA (@FIFAcom) December 11, 2024
Morocco, Portugal and Spain will host in 2030, with centenary celebration matches in Argentina, Paraguay and Uruguay.
Four years later, Saudi Arabia will host the FIFA World Cup 2034™. pic.twitter.com/WdOEdNEVxH
সৌদি আরবে বিশ্বকাপের ম্যাচগুলি হবে রিয়াধ, জেড্ডা, আল খোবার ও আভায়। প্রত্যেক শহরেই থাকবে বিশ্বমানের ও সমস্ত আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন স্টেডিয়াম, উৎসবের আমেজ, বিভিন্ন সংস্কৃতির মিলনোৎসব।
আরও পড়ুন: চীনের বিরুদ্ধে কিস্তিমাত! দাবায় সবচেয়ে কম বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে রেকর্ডবুকে গুকেশ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
