Higher Secondary Exam: কাল শুরু উচ্চ-মাধ্যমিক, কতটা প্রস্তুত পুলিশ? ABP Ananda Live
ABP Ananda LIVE : 'কাল শুরু উচ্চমাধ্যমিক, রাস্তায় যথেষ্ট পরিমাণে পুলিশ থাকবে, পডুয়াদের কোনও অসুবিধা হবে না'। 'কাল কিছু রাজনৈতিক দলের কর্মসূচি আছে'। 'রাজনৈতিক কর্মসূচির কারণে পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, তার দায়িত্ব পুলিশের'। 'উচ্চমাধ্যমিক পড়ুয়ারা অসুবিধায় পড়লে হেল্পলাইন নম্বর ৯৪৩২৬ ১০০৩৯'। 'যে সব রাজনৈতিক দল কাল কর্মসূচি রেখেছেন, তাঁরা যেন পড়ুয়াদের কথা মাথায় রাখে'। 'কোনও অবস্ট্রাকশন হলে অ্যাকশন নেওয়া হবে'। 'কোনও অসুবিধায় পড়লে ১০০ নম্বরেও ডায়াল করতে পারবে উচ্চমাধ্যমিক পড়ুয়ারা'।
'যাদবপুরের বদনাম করছে সিপিএম', আক্রমণ কল্যাণের
দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ, হেনস্থার পর সন্ধেয় তুলকালাম পরিস্থিতি তৈরি হল যাদবপুর থানা চত্বরে। একেবারে মুখোমুখি হয়ে পড়ল তৃণমূলের কর্মীসমর্থক ও SFI কর্মী সমর্থকরা। মাঝে ঢাল হয়ে দাঁড়িয়ে রইল পুলিশ। তারই মধ্যে চলল হুমকি-হুঁশিয়ারি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, ৫টি FIR দায়ের। শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা, ক্যাম্পাসে অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা। যাদবপুর থানায় জোড়া অভিযোগ তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপার। শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগ TMCP সদস্যার।




















