Subrata Cup: খোঁজ দেশজুড়ে ফুটবল প্রতিভার, শুরু স্কুল স্তরের জাতীয় ফুটবল টুর্নামেন্ট সুব্রত কাপ
Subrata Cup Tournament: এই প্রতিযোগিতার আয়োজনের মুখ্য নেতৃত্বে আছেন রত্নাকর নর্থ পয়েন্ট স্কুলের অধ্যক্ষ ও পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির CISCE আঞ্চলিক কো-অর্ডিনেটর শ্রী শৈলেশ পান্ডে।
কলকাতা: স্কুল স্তরের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট সুব্রত কাপ (Subrata Cup 2024)। প্রত্যেক বছর কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন বা CISCE এই জাতীয় স্তরের প্রতিযোগীতার আয়োজন করে। প্রতিটি রাজ্য থেকে ও অঞ্চল থেকে বিজয়ী স্কুল দলগুলো জাতীয় পর্যায়ের এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে থাকে। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে তৃণমূল স্তরের প্রতিভার খোঁজের জন্যই এই সুব্রত কাপ।
মঙ্গলবার ছিল এই সুব্রত কাপের উদ্বোধনী অনুষ্ঠান। রাজারহাটের এআইএফএফ ন্যাশানাল সেন্টার অফ এক্সেলেন্স ফুটবল গ্রাউন্ডের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন CISCE-র চেয়ারম্যান ডাঃ জে ইমানুয়েল, চিফ এক্সিকিউটিভ ও সেক্রেটারি ডঃ জোসেফ ইমানুয়েল। সঙ্গে ছিলেন বিশেষ অতিথি CISCE-র ফিনান্স সেক্রেটারি শ্রী অরিজিৎ বসু। এটি অনূর্ধ্ব ১৭ ছাত্রদের ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে সারা বিভিন্ন রাজ্যের চ্যাম্পিয়ন দলগুলি প্রতিনিধিত্ব করছে। হাওড়ার রত্নাকর নর্থ পয়েন্ট স্কুল এই বছর এই প্রতিযোগিতার আয়োজক।
এই বছর এই প্রতিযোগিতার আয়োজনের মুখ্য নেতৃত্বে আছেন রত্নাকর নর্থ পয়েন্ট স্কুলের অধ্যক্ষ ও পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির CISCE আঞ্চলিক কো-অর্ডিনেটর শ্রী শৈলেশ পান্ডে। টুর্নামেন্টটি ২৩ জুলাই থেকে শুরু হয়ে ২৬ জুলাই শেষ হবে। ছত্তিশগড়, কেরালা, মহারাষ্ট্র ও গোয়া অঞ্চল, উত্তর ভারতের অঞ্চল, ওড়িশা, তামিলনাড়ু এবং পুদুচেরি, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড অঞ্চল, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব অঞ্চল, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা অঞ্চল এবং কর্ণাটক রাজ্যের দলগুলি এই প্রতিযোগিতায় অংশ নেবে।
মোহনবাগানে বিশ্বকাপার
এদিকে বিশ্বকাপার অস্ট্রেলিয়ার ফুটবলারকে দলে নিল মোহনবাগান সুপারজায়ান্ট। এ লিগের সর্বকালের সর্বাধিক গোলদাতা এবং পাঁচবারের গোল্ডেন বুট বিজয়ী জেমি ম্যাকলারেন ৪ বছরের চুক্তিতে মোহনবাগান সুপার জায়ান্টে সই করলেন। ২৯ জুলাই কলকাতায় এসে হোসে মলিনার দলের সাথে প্রশিক্ষণ শুরু করবেন তিনি। এ লিগে ১৫৪টি গোল আছে ম্যাকলারেনের। মেলবোর্ন সিটি র সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনিই। গত মরশুমে তাদের হয়ে ২৪টি গোল করেন ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড। এই ক্লাবে টানা পাঁচ বছর খেলে ১০৩টি গোল করেছেন তিনি। অর্থাৎ আগামী মরশুমে মোহনবাগানের হয়ে অস্ট্রেলিয়ার তিন বিশ্বকাপার খেলবেন, ম্যাকলারেন, পেট্রাটস ও কামিংস।
আরও পড়ুন: সচিনের টেস্ট রেকর্ডও নাকি ভেঙে যাবে! এই ক্রিকেটারকেই বাজি ধরছেন মাইকেল ভন