Sankarlal Chakraborty: প্রথম বাঙালি কোচ হিসেবে এএফসি প্রো লাইসেন্স পেলেন শঙ্করলাল চক্রবর্তী
Sankarlal Chakraborty Update: সুদেভা দিল্লি এফসির হেডকোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন শঙ্করলাল। প্রো লাইসেন্স পাওয়ার ফলে শুধুমাত্র আইএসএ নয়, বিদেশি বিভিন্ন লিগেও এবার প্রধান কোচ হতে পারবেন শঙ্করলাল।
কলকাতা: নজির গড়লেন মোহনবাগানের প্রাক্তন কোচ শঙ্করলাল চক্রবর্তী। প্রথম বাঙালি কোচ হিসেবে এএফসি প্রো-লাইসেন্স কোচিং পরীক্ষায় পাস করলেন সিঁথির বাসিন্দা শঙ্করলাল চক্রবর্তী। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে এই কোচিং ডিগ্রি সম্পূর্ণ করেন শঙ্করলাল।
এই মুহূর্তে সুদেভা দিল্লি এফসির হেডকোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন শঙ্করলাল। প্রো লাইসেন্স পাওয়ার ফলে শুধুমাত্র আইএসএ নয়, বিদেশি বিভিন্ন লিগেও এবার প্রধান কোচ হতে পারবেন শঙ্করলাল। উল্লেখ্য, এই মুহূর্তে ভারতের ২৫ জন প্রো লাইসেন্স প্রাপ্ত কোচ রয়েছেন। তাঁরা হলেন, হিলাল রাসুল পারায়, ফ্রান্সিসকো দা কোস্তা, ক্লিফোর্ড মিরান্ডা, রবিন চার্লস রাজা, বিনো জর্জ, হেরিং সাঙপ্লিয়াং, সন্তোষ কাশ্যপ, সাবিও মেদেইরা, নওসাদ মুসা, সায়েদ সাবির পাশা, মারিয়ানো দিয়াস, হেনরি স্ট্যানলি রোজারিও, ভি সৌন্দরারাজন, খালিদ জামিল, থাংবই সিলতো ও ডেরেইক পেরেইরা।
১৯৭৫ সালের ১২ ডিসেম্বর জন্ম শঙ্করলাল চক্রবর্তীর। নিজে প্রথমে পেশাদার ফুটবলার ছিলেন। এরপর টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে গ্র্যাডুয়েট হন। সিনিয়র প্লেয়ার হিসেবে ময়দানের ২ প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগানে খেলেছেন।
নিজের পেশাদার ফুটবল কেরিয়ারে আচমকাই ইতি টানতে হয় শঙ্করলালকে চোট পাওয়ার জন্য। পরবর্তীতে ফিরে এলেও ২০০২-০৩ মরসুমেই আবসর নেন শঙ্করলাল। সেই সময় লাল হলুদের জার্সি গায়ে খেলছিলেন তিনি।
এরপর ২০১৪ সালে সঞ্জয় সেনের সহকারী কোচ হিসেবে মোহনবাগানের সঙ্গে যুক্ত হন। তিন বছর তিনি সহকারী কোচের দায়িত্ব সামলান। মোট ৮৩টি ম্যাচে সহাকীর ছিলেন তিনি। এরপর ২০১৭-১৮ মরসুমে সঞ্জয় সেন সরে যাওয়ার পর প্রধান কোচের পদে নিযুক্ত হন শঙ্করলাল। ২০২০-২১ মরসুমে মহমেডান এফসির কোচের দায়িত্বও সামলেছেন।
সেলিব্রেশনেও এগিয়ে ভারতীয় মেয়েরা
ইতিহাসে নাম তুলেছেন ভারতের মেয়েরা। এবারই প্রথম অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করেছিল আইসিসি (ICC)। আর ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ মহিলাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ (Under 19 Womens World Cup) ঘরে তুলেছে ভারত।
ঐতিহাসিক মুহূর্তে উৎসবে মাতোয়ারা ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দলও। শেফালি বর্মা, তিতাস সাধুদের সেলিব্রেশনে উঠে এল বিখ্যাত কালা চশমা (Kala Chasma) গান। ইদানীং বিভিন্ন খেলায় জয়ের পর কালা চশমা গানের সঙ্গে নেচে সেলিব্রেশন যেন নিয়মে পরিণত হয়েছে। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলও বাদ গেল না। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর মাঠেই কালা চশমা গানের তালে নাচলেন ভারতীয় মহিলা ক্রিকেটারেরা। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি সেই ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। মুহূর্তে তা ভাইরাল হয়।