Sunil Chhetri Retirement: ফুটবল বিশ্বকাপে খেলবে ভারত? সুনীলের বিদায়ী ম্যাচের আগে বিরাট বার্তা গুরু স্তিমাচের
Indian Football Team: আগামী ৬ জুন সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচে খেলবে ভারতীয় দল।
ভুবনেশ্বর: একে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের পরের রাউন্ডে যাওয়ার সুযোগ। অন্যদিকে, কিংবদন্তি সুনীল ছেত্রীর (Sunil Chhetri) আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ। সব মিলিয়ে আগামী ৬ জুন যুবভারতী স্টেডিয়ামে ভারত বনাম কুয়েত (India vs Kuwait) ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। সেই ম্যাচে সল্ট লেক স্টেডিয়াম কানায় কানায় উপচে পড়বে, আশা ভারতীয় দলের কোচ ইগর স্তিমাচের।
সুনীল ছেত্রীদের কোচ বলেছেন, 'খেলাটার গুরুত্বের কথা মাথায় রেখে, প্রথমবার বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের তৃতীয় রাউন্ডে ওঠার থেকে একটা জয় দূরে আমরা, সঙ্গে এটা সুনীল ছেত্রীর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ, আমরা আশা করথি সল্ট লেক স্টেডিয়াম উপচে পড়বে। আমি নিশ্চিত ভারতের প্রত্যেক জায়গা থেকে সমর্থকেরা কলকাতায় আসবেন আমাদের ছেলেদের সমর্থন করতে ও সুনীলকে বিদায় জানাতে। আমি নিশ্চিত খুব আবেগপ্রবণ পরিস্থিতি তৈরি হবে। আশা করছি শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আমরা একসঙ্গে আনন্দ করতে পারব।'
India's 27-member squad for the FIFA World Cup Qualifiers against Kuwait⁰⁰Goalkeepers: Gurpreet Singh Sandhu, Amrinder Singh, Vishal Kaith.
— Indian Football Team (@IndianFootball) May 23, 2024
⁰Defenders: Amey Ranawade, Anwar Ali, Jay Gupta, Lalchungnunga, Mehtab Singh, Narender, Nikhil Poojary, Rahul Bheke, Subhasish Bose.…
আপাতত ভুবনেশ্বরে প্রস্তুতি শিবির চলছে ভারতের। স্তিমাচ বলেছেন, 'ছেলেরা ভাল ছন্দে রয়েছে। এটা আগেই প্রমাণিত হয়েছে যে, লম্বা শিবির খুব উপকার করে। আমরা বিভিন্ন দিক নিয়ে পরিশ্রম করছি। আক্রমণ ও রক্ষণ - দুদিকেই জোর দেওয়া হচ্ছে। প্রত্যেক দিন আমাদের ফিটনেস বাড়ছে। এবার শুধু কৌশল সাজানো আর তা মাঠে সঠিকভাবে প্রয়োগ করার অপেক্ষা। সোমবার থেকে পোজিশন ভিত্তিক প্রস্তুতি শুরু হবে। সেট পিস ও গোল করা নিয়েও কাজ শুরু হবে।'
আরও পড়ুন: আইপিএল ফাইনালে ১২ বছর আগের বিসলা হয়ে উঠতে পারবেন গুরবাজ়?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।