গত জুনে ৩৯ বছর বয়সি ভারতীয় ফুটবল তারকা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। তবে বেঙ্গালুরু এফসির সঙ্গে আসন্ন ক্লাব মরশুমে খেলা চালিয়ে যাবেন এই তারকা ফরোয়ার্ড। সুনীল ছেত্রী, যিনি জাতীয় দলের জার্সি গায়ে অনেক গৌরবময় কীর্তি অর্জন করেছেন, তিনি তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচটি কলকাতায় কুয়েতের বিরুদ্ধে খেলেন। সেই ম্যাচে ব্লু টাইগার্স গোলশূন্য ড্র করে। জাতীয় দল থেকে অবসর নিয়ে কথা বলতে গিয়ে ছেত্রী বলেন, 'আমি মনে করি, সঠিক সময়েই অবসর নিয়েছি আমি। এ জন্য অনেক রকমের দৃষ্টিভঙ্গি ছিল আমার। তাই, আমি এখন শুধু খেলাটা উপভোগ করতে চাই'।
শুধুমাত্র ক্লাব ফুটবলে মনোযোগ দিয়ে, দলের মধ্যে পার্থক্য তৈরি করাই এখন সুনীলের লক্ষ্য। যতদিন তা করতে পারবেন, ততদিন বেঙ্গালুরু এফসির স্কোয়াডে থাকতে চান তিনি। 'আমি কতদিন খেলব তা নিয়ে আমার কোনও ধারণা নেই। এর অনেকটাই নির্ভর করবে আমি দলে কতটা প্রভাব ফেলতে পারছি, তার উপর,' বলেন সুনীল।
তাঁর মতে, 'এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তগুলির অন্যতম। কারণ, আমি ফুটবলে যেমন জীবন কাটিয়েছি, বিশেষ করে এই ক্লাবে। এটি আমার ক্লাব। দলের খেলায় প্রভাব ফেলতে না পারলে এখানে থাকতে চাই না। যতক্ষণ পর্যন্ত দলে আমার মূল্য থাকবে, ততদিন দলে থাকব। এটি একটি শর্ত। পরের শর্ত হল, আমার পরিবার', বলেন অভিজ্ঞ ফুটবল তারকা।