![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
England Football: ৭৬ বছর বয়সে প্রয়াত ইংল্যান্ড ফুটবল দলের প্রথম বিদেশি কোচ এরিকসন
Göran Eriksson Died: ১৯৭৩ সালে নিজের ফুটবল কেরিয়ার থেকে অবসর গ্রহণ করেছিলেন এই প্রাক্তন রাইট ব্যাক। ২০০১ সালে প্রথমবার ইংল্যান্ড ফুটবল দল কোনও বিদেশিকে কোচ হিসেবে নিতে চেয়েছিল।
![England Football: ৭৬ বছর বয়সে প্রয়াত ইংল্যান্ড ফুটবল দলের প্রথম বিদেশি কোচ এরিকসন Sven Göran Eriksson England’s first overseas manager dies aged 76 get to know England Football: ৭৬ বছর বয়সে প্রয়াত ইংল্যান্ড ফুটবল দলের প্রথম বিদেশি কোচ এরিকসন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/26/6fa4e5003ebf986e6d5c93b4757392111724682417244206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন: ইংল্যান্ডের ফুটবল দলের প্রাক্তন ম্য়ানেজার গোয়ান এরিকসন প্রয়াত। ইংল্যান্ডের ফুটবল দলের প্রথম বিদেশি কোচ ছিলেন তিনি। ক্য়ান্সার ধরা পড়েছিল এই বর্ষীয়াণ ফুটবল কোচের। সুইডেনের এই প্রাক্তন ফুটবল কোচের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বূছর। সুইডেনের সুনে ১৯৪৮ সালের ৫ ফেব্রুয়ারি জন্ম হয়েছিল এই প্রাক্তন কোচের। ১৯৭৩ সালে নিজের ফুটবল কেরিয়ার থেকে অবসর গ্রহণ করেছিলেন এই প্রাক্তন রাইট ব্যাক। ২০০১ সালে প্রথমবার ইংল্যান্ড ফুটবল দল কোনও বিদেশিকে কোচ হিসেবে নিতে চেয়েছিল দলের ভাল পারফরম্য়ান্স তুলে আনতে। এরপরই সুইডেনের এরিকসনকে দায়িত্ব দেওয়া হয়। ২০০২ বিশ্বকাপে তাঁর কোচিংয়েই খেলেছিল ইংল্যান্ড ফুটবল দল।
শুধু আন্তর্জাতিক পর্যায়ে নয়। ক্লাব ফুটবলেও ম্যাঞ্চেস্টার সিটি, লেস্টার সিটিকে কোচিং করিয়েছিলেন এরিকসন। তাঁর সন্তান লিনা ও জোহান এক বিবৃতিতে জানিয়েছেন, ''আমাদের বাবা গোরান এরিকসন বাইরে অজ্ঞান হয়ে পড়েছিলেন। দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন। বছরের শুরুতে বাবা আমাদের বলেছিলেন যে একটা কঠিন রোগ হয়েছে তাঁর। ইংল্যান্ড, ইতালি, পর্তুগাল এবং ইউরোপের বিভিন্ন ক্লাব, সমর্থকরা বাবাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। বাবাকে প্রচুর সম্মান দিয়েছেন সকলেই। তাঁর কাছে এবং আমাদের জন্যও সেই মুহূর্তগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে। সবার প্রতি আমরা কৃতজ্ঞ।'' উল্লেখ্য, ইংল্যান্ড ছাড়াও আন্তর্জাতিক ফুটবলে মেক্সিকো, আইভরি কোস্ট এবং ফিলিপিন্সেরও। কোচিং কেরিয়ারে মোট ১৮টি ট্রফি জিতেছেন। কোচ হিসেবে উয়েফা কাপ, উয়েফা সুপার কাপ জিতেছেন। সুইডিশ কাপ, উয়েফা কাপ জিতেছেন।
প্রিমিয়ার লিগে জয় পেল চেলসি
ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে পরাজয় দিয়ে চেলসির এবারের প্রিমিয়ার লিগ সফর শুরু হয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই দুরন্তভাবে জয়ে ফিরল ব্লুজরা। উলভরহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিরুদ্ধে হাফ ডজন গোল করল পশ্চিম লন্ডনের ক্লাবটি। দলের হয়ে হ্যাটট্রিক করলেন ননি মাদুয়েকে। অপরদিকে, এই শতকের প্রথম লিভারপুল ম্যানেজার হিসাবে নাগাড়ে দুই ম্যাচে জয় দিয়ে মরশুম শুরু করলেন আর্নে স্লট। মার্সিসাইডের ক্লাবটি ঘরের মাঠে ব্রেন্টফোর্ডকে পরাজিত করল।
মিডল্যান্ডসে চেলসি নিজেদের ম্যাচের শুরুটা দুরন্তভাবেই করেছিল। মাত্র ৯৮ সেকেন্ডে কর্নার থেকে নিকোলাস জ্যাকসন গোল করে দলকে এগিয়ে দেন। তবে এরপরেই শুরু হয় এক অনবদ্য প্রথমার্ধের লড়াই। ফুটবলের ভাষায় যাকে বলে 'এন্ড টু এন্ড' ম্যাচ। একের পর এক গোলের সুযোগ তৈরি করে দুই দল। গত মরশুমে চেলসির ঘরের মাঠে হ্যাটট্রিক করে উলভসকে জিতিয়েছিলেন ম্যাথিয়াস কুনিয়া। তিনিই এই ম্যাচে দলকে সমতায় ফেরান ২৭ মিনিটের মাথায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)